Friday, August 22, 2025

অসহায় মানুষ কড়া নাড়লে দরজা খোলা আছে: বাংলাদেশ নিয়ে অবস্থান জানালেন মুখ্যমন্ত্রী

Date:

সংরক্ষণ বিরোধী আন্দোলনে অগ্নিগর্ভ প্রতিবেশী বাংলাদেশ (Bangladesh)। গত তিন-চারদিন ধরে জারি কার্ফু, বন্ধ ইন্টারনেট, ট্রেন পরিষেবা। রাস্তায় টহল দিচ্ছে সাঁজোয়া গাড়ি, সেনা। ওপারের উত্তেজনা নিয়ে সতর্ক এপারও। ইতিমধ্যেই নবান্নের তরফে এই নিয়ে কেন্দ্রীয় সরকারের সঙ্গে সমন্বয় রাখার জন্য রেসিডেন্সিয়াল কমিশনারকে নির্দেশ দিয়েছে নবান্ন। সেই বিষয় নিয়ে রবিবার, ২১ জুলাইয়ের মঞ্চ থেকেও অবস্থান স্পষ্ট করলেন বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banerjee)। তিনি জানালেন, ”অসহায় মানুষ বাংলার দরজায় খটখট করলে দরজা খোলা আছে, এটুকু আশ্বাস দিতে পারি।” এক্ষেত্রে রাষ্ট্রসংঘের একটা নির্দেশের কথাও উল্লেখ করেন তিনি।

এদিন একুশে জুলাইয়ের মঞ্চ থেকে তিনি বাংলাদেশ নিয়ে কী বার্তা দেন, সেদিকে নজর ছিল অনেকের। বলতে উঠে একেবারে শেষে তৃণমূল সভানেত্রী বলেন, ”এনিয়ে আমার বিশেষ কিছু বলার নেই, যা বলার ভারত সরকারই বলবে। কিন্তু অসহায় মানুষ বাংলার দরজায় খটখট করলে দরজা খোলা আছে, এটুকু আশ্বাস দিতে পারি।”

অশান্ত বাংলাদেশে (Bangladesh)। ঢাকার সঙ্গে নিয়মিত যোগাযোগ রাখছে দিল্লি। রবিবার বাংলাদেশের সুপ্রিম কোর্ট রায়ে জানিয়েছে, সংরক্ষণ ৩০ শতাংশ থেকে কমিয়ে ৭ শতাংশ করা হয়েছে। একুশে জুলাইয়ের মঞ্চ থেকে বাংলাদেশ নিয়ে বার্তা দেন বাংলার মুখ্যমন্ত্রী। বলেন, ”বাংলাদেশ নিয়ে কিছু বলব না। ওটা আলাদা দেশ। যা বলবে ভারত সরকার বলবে। তবে আমি এটুকু বলতে পারি, যদি অসহায় মানুষ বাংলার দরজায় কড়া নাড়ে তাহলে আমরা নিশ্চিত ভাবে আশ্রয় দেব। রাষ্ট্রসংঘের একটা নির্দেশ আছে, কেউ যদি শরণার্থী হন, তাহলে তার পাশের এলাকাকে সেই বিষয়টা সম্মান জানাতে হবে।”

একই সঙ্গে তৃণমূল সভানেত্রী সতর্ক করে বলেন, ”তবে বাংলাদেশ নিয়ে কোনও প্ররোচনায় পা দেবেন না। আমরা যেন কোনও অশান্তি না করি। বাংলাদেশ নিয়ে আমরা যেন কোনও উত্তেজনায় না জড়াই। তবে তাদের প্রতি আমাদের সহমর্মিতা রয়েছে।”






Related articles

শুক্র-শনিতে অতি ভারী বৃষ্টির কমলা সতর্কতা, বন্ধ হতে পারে চারধাম যাত্রা!

রাত পেরিয়ে সকালেও কমল না দুর্যোগ। উত্তরাখণ্ডের অতি ভারী বৃষ্টির ব্যাহত চারধাম যাত্রা (Char Dham Yatra)। বৃহস্পতিবার একাধিক...

ভোটার তালিকায় কারচুপির অভিযোগে ৫ জনের বিরুদ্ধে শাস্তিমূলক ব্যবস্থা

ভোটার লিস্টে (Voter list) অনিয়মের অভিযোগে ৫ আধিকারিকের বিরুদ্ধে শাস্তিমূলক ব্যবস্থা নিল রাজ্য। ২ জন ডব্লুবিসিএস অফিসার-সহ ৪...

গৃহস্থের বাড়িতে চুরির দায়ে ধৃত বিজেপি মণ্ডল সভাপতির ভাই সহ ৪ 

বাড়িতে কেউ না থাকার সুযোগ এক গৃহস্থের বাড়িতে চুরি ও লুটপাটের ঘটনায় পুলিশের জালে বিজেপির মণ্ডল সভাপতির ভাই-সহ...

সোনা জয়ী অভিনবকে শুভেচ্ছা মুখ্যমন্ত্রীর

এশিয়ান শুটিং চ্যাম্পিয়নশিপ জুনিয়র (Asian Shooting Championship) এয়ার রাইফেল বিভাগে বাংলার অভিনব সাউয়ের (Abhinaba Shaw)। তাঁর এই সাফল্যই...
Exit mobile version