Wednesday, May 7, 2025

দিনে ১৪ ঘণ্টা কাজ! কর্নাটকে তথ্যপ্রযুক্তি সংস্থাগুলির নয়া প্রস্তাবে সমালোচনার ঝড়

Date:

Share post:

তথ্য প্রযুক্তি (IT Sector) কর্মীদের জন্য দুঃসংবাদ! হ্যাঁ, এবার দৈনিক ১৪ ঘণ্টা কাজের প্রস্তাব দিল কর্নাটকের (Karnataka) তথ্য প্রযুক্তি সংস্থাগুলি। যা নিয়ে ইতিমধ্যে জোর চাপানউতোর শুরু হয়েছে বলে খবর। একটি সর্বভারতীয় সংবাদমাধ্যমের প্রতিবেদনে এই বিষয়টি সামনে এসেছে। উল্লেখ্য, সম্প্রতি কর্নাটক সরকার দোকান ও বানিজ্যিক প্রতিষ্ঠানের নিয়মে বদলের কথা ভাবছে। আর এমন পরিস্থিতিতেই এবার তথ্য প্রযুক্তি সংস্থাগুলির তরফে প্রস্তাব দেওয়া হয়েছে কাজের সময় ১৪ ঘণ্টা যেন করা হয়। এর মধ্যে ১২ ঘণ্টা কাজের শিফট (Work Shift) এবং ২ ঘণ্টা ওভারটাইম (Overtime)। যদিও এমন প্রস্তাবের বিরোধিতায় ইতিমধ্যে সরব হয়েছে তথ্য প্রযুক্তি সংস্থার কর্মীরা। যদিও এই মুহূর্তে শ্রমিক আইন অনুযায়ী সর্বোচ্চ ১২ ঘণ্টা (১০ ঘণ্টা শিফট এবং ২ ঘণ্টা ওভারটাইম) কাজের কথা উল্লেখ থাকলেও তাকে অগ্রাহ্য করেই বড় সিদ্ধান্ত নিতে চলেছে সরকার। আর তার জেরেই কপালে রীতিমতো চিন্তার ভাঁজ কর্মীদের।

নয়া প্রস্তাবে সাফ জানানো হয়েছে, আইটি, আইটিইস ও বিপিও-র কর্মীদের দিনে ১২ ঘণ্টার বেশি কাজের অনুমতি দিতে হবে। তবে কোনওভাবেই তা পরপর তিন মাসের নিরিখে ১২৫ ঘণ্টা অতিক্রম করবে না। ইতিমধ্যে প্রস্তাব পেশ করা হলেও কর্ণাটকের সিদ্দারামাইয়া সরকারে নাকি এই নিয়ে প্রাথমিক বৈঠকও সেরে ফেলেছে বলে সূত্রের খবর। তবে এখনও এই বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্ত হয়নি। খুব শীঘ্রই মন্ত্রীসভায় তা আলোচনা হওয়ার কথা। কিন্তু কর্ণাটক সরকারের নয়া প্রস্তাবে তথ্য প্রযুক্তি কর্মীদের মাথায় হাত। ইতিমধ্যে ছাঁটাই ও স্বাস্থ্য ইস্যু নিয়ে সরব কর্মীরা। তবে এমন প্রস্তাবের বিরোধিতায় সরব কর্ণাটক স্টেট আইটি, আইটিএস এমপ্লয়িজ ইউনিয়ন তথা কিটু। সংগঠনের তরফে পরিষ্কার জানানো হয়েছে, এভাবে চলতে থাকলে এক তৃতীয়াংশ কর্মীই চাকরি ছেড়ে দেবেন।

 

এখানেই শেষ নয় কিটুর তরফে আরও জানানো হয়েছে, নয়া বিজ্ঞপ্তির কথা জানাজানি হতেই তথ্য প্রযুক্তি সেক্টরের ৪৫ শতাংশ মানুষ অবসাদে ভুগতে শুরু করেছেন। পাশাপাশি ৫৫ শতাংশ কর্মীদের শারীরিক সমস্যা রয়েছে। নয়া বিজ্ঞপ্তি কার্যকর হলে পরিস্থিতি আরও বেগতিক হতে পারে।

spot_img

Related articles

ধরমশালায় পৌঁছনো নিয়ে চিন্তায় মুম্বই ইন্ডিয়ান্স ম্যানেজমেন্ট

আগামী ১১ মে পঞ্জাব কিংসের বিরুদ্ধে নামবে মুম্বই ইন্ডিয়ান্স(MI)। কিন্তু অপারেশন সিন্দুরের(Operation Sindoor) পর খানিকটা হলেও চিন্তায় মুম্বই...

উচ্চ মাধ্যমিকের মেধাতালিকায় প্রথম দশে কলকাতার ৪ পরীক্ষার্থী 

চলতি বছরের উচ্চমাধ্যমিকের প্রথম দশের মেধা তালিকায় রয়েছেন ৭২ জন। যার মধ্যে কলকাতার চারজন পরীক্ষার্থীর নাম রয়েছে। অষ্টম...

মন্ত্রিসভার বৈঠকে মোদি, অপারেশন সিন্দুর পরবর্তীতে বাতিল আধা সেনার ছুটি

রাতে পাক জঙ্গি ঘাঁটিতে ভারতের হামলা। মৃত অন্তত ৯০ জঙ্গি। ভারতীয় সেনার পক্ষ থেকে স্পষ্ট দাবি করা হয়,...

উচ্চমাধ্যমিকে সফল পড়ুয়াদের অভিনন্দন-শুভেচ্ছা মুখ্যমন্ত্রীর

উচ্চমাধ্যমিক পরীক্ষা (H.S. Exam) ২০২৫-এর ফল প্রকাশ। বুধবার ফল ঘোষণার পরেই সফল ছাত্রছাত্রীদের শুভেচ্ছা জানালেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়...