তথ্য প্রযুক্তি (IT Sector) কর্মীদের জন্য দুঃসংবাদ! হ্যাঁ, এবার দৈনিক ১৪ ঘণ্টা কাজের প্রস্তাব দিল কর্নাটকের (Karnataka) তথ্য প্রযুক্তি সংস্থাগুলি। যা নিয়ে ইতিমধ্যে জোর চাপানউতোর শুরু হয়েছে বলে খবর। একটি সর্বভারতীয় সংবাদমাধ্যমের প্রতিবেদনে এই বিষয়টি সামনে এসেছে। উল্লেখ্য, সম্প্রতি কর্নাটক সরকার দোকান ও বানিজ্যিক প্রতিষ্ঠানের নিয়মে বদলের কথা ভাবছে। আর এমন পরিস্থিতিতেই এবার তথ্য প্রযুক্তি সংস্থাগুলির তরফে প্রস্তাব দেওয়া হয়েছে কাজের সময় ১৪ ঘণ্টা যেন করা হয়। এর মধ্যে ১২ ঘণ্টা কাজের শিফট (Work Shift) এবং ২ ঘণ্টা ওভারটাইম (Overtime)। যদিও এমন প্রস্তাবের বিরোধিতায় ইতিমধ্যে সরব হয়েছে তথ্য প্রযুক্তি সংস্থার কর্মীরা। যদিও এই মুহূর্তে শ্রমিক আইন অনুযায়ী সর্বোচ্চ ১২ ঘণ্টা (১০ ঘণ্টা শিফট এবং ২ ঘণ্টা ওভারটাইম) কাজের কথা উল্লেখ থাকলেও তাকে অগ্রাহ্য করেই বড় সিদ্ধান্ত নিতে চলেছে সরকার। আর তার জেরেই কপালে রীতিমতো চিন্তার ভাঁজ কর্মীদের।
এখানেই শেষ নয় কিটুর তরফে আরও জানানো হয়েছে, নয়া বিজ্ঞপ্তির কথা জানাজানি হতেই তথ্য প্রযুক্তি সেক্টরের ৪৫ শতাংশ মানুষ অবসাদে ভুগতে শুরু করেছেন। পাশাপাশি ৫৫ শতাংশ কর্মীদের শারীরিক সমস্যা রয়েছে। নয়া বিজ্ঞপ্তি কার্যকর হলে পরিস্থিতি আরও বেগতিক হতে পারে।