Tuesday, November 11, 2025

মৃত বুথ সভাপতির পরিবারের পাশে মুখ্যমন্ত্রী, সবরকমের সাহায্যের আশ্বাস

Date:

Share post:

২১ জুলাইয়ের মঞ্চ থেকেই করণদীঘির কিসমত আলতাপুরের বুথ সভাপতি আইনল হক এর মৃত্যুর ঘটনায় শোকজ্ঞাপনের পাশাপাশি মৃতের পরিবারের পাশে দাঁড়ানোর আশ্বাস দিলেন দলনেত্রী মমতা বন্দোপাধ্যায়।

২১ শে জুলাই সমাবেশে যোগ দিতে শুক্রবারই কলকাতা স্টেশনে পৌঁছান রায়গঞ্জের আয়নাল। রাত কাটানোর জন্য ওঠেন করুণাময়ীর থাকার ক্যাম্পে। সেখানে স্নান খাওয়া সেরে সন্ধ্যায় ঘুরতে বের হন। বিধান নগর রেলস্টেশনের পাশে ঘুরতে গিয়ে একটি লোকাল ট্রেন দ্রুত গতিতে আসায় তার বাতাসের ধাক্কায় তিনি পড়ে যান। বা হাতে এবং মাথায় চোট পান আইনল। দ্রুত আর জি কর হাসপাতালে নিয়ে যাওয়া হলে হঠাৎই শারীরিক অবস্থার অবনতি হয়। চিকিৎসা চলাকালীনই কিছুক্ষণের মধ্যেই তিনি মারা যান। খবর পেয়ে হাসপাতালে পৌঁছান করণদিঘির বিধায়ক গৌতম পাল সহ, মন্ত্রী গোলাম রব্বানী, চাকুলিয়ার বিধায়ক মিনাজুল আফরিন আজাদ এবং মন্ত্রী সত্যজিৎ বর্মন। সোমবার ময়না তদন্ত করে দেহ বাড়ি পাঠানোর ব্যবস্থা করা হবে। মুখ্যমন্ত্রী এই প্রসঙ্গে অভিষেক বন্দ্যোপাধ্যায়কে নির্দেশ দিয়ে জানান, ওই মৃতের পরিবারকে সব রকম সাহায্য করা হবে।

একুশের মঞ্চে আসার পথে দুর্ঘটনা কবলিত কর্মীদের পাশে থাকার আশ্বাস দিলেন দলনেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। এদিন জনসমাবেশে আসার পথে নিয়ন্ত্রণ হারিয়ে গাড়ি উল্টে গুরুতর আহত হন কমপক্ষে আটজন কর্মী। সকলেই ভর্তি আছেন এক বেসরকারি হাসপাতালে।দুর্ঘটনাটি ঘটেছে দক্ষিণ ২৪ পরগনার ক্যানিংয়ে। ঘটকপুকুরের কালীতলা মোড়ের কাছে আচমকা তৃণমূল কর্মীদর গাড়িটি উল্টে যায়। জানা গেছে, তাতে ২৫ থেকে ৩০ জন কর্মী ছিলেন। খবর পেয়েই হাসপাতালে যান বিধায়ক শওকত মোল্লা। এছাড়াও আগের দিন এক শিশুও দুর্ঘটনার কবলে পড়ে। তাঁকেও উদ্ধার করে এনআরএস হাসপাতালে নিয়ে গিয়ে অস্ত্রোপচার করানো হয়েছে বলে জানান দলনেত্রী। সেখানে অরূপ বিশ্বাস, চন্দ্রিমা ভট্টাচার্যরাও গিয়ে দেখে এসেছেন আহতদের।

আরও পড়ুন- কোন দফতরে কত বকেয়া? মুখ্যমন্ত্রীর দিল্লি সফরে আগেই প্রমাণ সহ রিপোর্ট দেওয়ার নির্দেশ

 

spot_img

Related articles

ধর্মেন্দ্রর অবস্থার অবনতি, রাতেই হাসপাতালে ছুটলেন শাহরুখ-সলমন

বর্ষীয়ান বলিউড অভিনেতা ধর্মেন্দ্রর (Dharmendra) শারীরিক অবস্থার অবনতি। রাতেই ব্রিচ ক্যান্ডি হাসপাতালে গেলেন শাহরুখ-সলমানরা (Shahrukh Khan - Salman...

সলমনই হামলার মাস্টারমাইন্ড? দিল্লি বিস্ফোরণে গ্রেফতার ব্যবহৃত গাড়ির মালিক

সাদা রঙের একটি হুন্ডাই আই–২০ গাড়ি ধীরে ধীরে এসে ট্রাফিক সিগন্যালের সামনে থামতেই মুহূর্তের মধ্যে ঘটে বিস্ফোরণ। সোমবার...

দিল্লি বিস্ফোরণের জের: কলকাতার সব থানাকে সতর্ক করেছে লালবাজার, গুরুত্বপূর্ণ মোড়ে চলছে নাকা চেকিং

দিল্লির লালকেল্লার কাছে মেট্রো স্টেশনের এক নম্বর গেটের সামনে ভয়াবহ বিস্ফোরণের জেরে দেশের রাজধানীর পাশাপাশি হাই অ্যালার্ট (High...

দিল্লির বিস্ফোরণের ঘটনায় শোকপ্রকাশ প্রধানমন্ত্রীর! ঘটনাস্থলে স্বরাষ্ট্রমন্ত্রী, গ্রেফতার গাড়ির মালিক

দিল্লির বিস্ফোরণের ঘটনায় গ্রেফতার ১। বিষ্ফোরণ হওয়া গাড়ির মালিককে গ্রেফতার করল পুলিশ। প্রসঙ্গত, শনিবার সন্ধ্যায় লালকেল্লা মেট্রো স্টেশনের...