Sunday, November 9, 2025

প্রাক্তন বিচারপতিদের রাজনীতি যোগে ইতি টানতে বিল, রাজ্য়সভায় সরব বিরোধীরা

Date:

রাজ্যসভায় বিজেপি সংখ্যাগরিষ্ঠতা হারাতেই চেপে ধরতে চলেছে বিরোধীরা। বিজেপির একাধিক আইনের সংশোধনের পাশাপাশি নতুন মোট ২৩টি প্রাইভেট মেম্বার্স বিল আনতে চলেছেন রাজ্যসভার বিরোধী সাংসদরা। লোকসভা নির্বাচন থেকে বিচারপতিদের অবসর নিয়ে রাজনীতিতে যোগ দেওয়ার যে ট্রেন্ড চালু হয়েছে, তা বন্ধ করতেও এবার বিল আনছে বিরোধীরা।

লোকসভা নির্বাচনের আগে কলকাতা হাইকোর্টের বিচারপতির পদ থেকে ইস্তফা দিয়ে বিজেপিতে যোগদান ও তারপরে বিজেপির প্রার্থী হিসাবে অভিজিৎ গঙ্গোপাধ্যায়ের দাঁড়ানোর পরে যথেষ্ট বিতর্ক তৈরি হয়। সম্প্রতি মধ্যপ্রদেশের হাইকোর্টের বিচারপতি রোহিত আর্য অবসরগ্রহণের পরে বিজেপিতে যোগ দেন। এরপরেই এই বিচারপতিদের অতীতের রায়ের নিরপেক্ষতা নিয়ে প্রশ্ন ওঠে। এই প্রথা বন্ধ করতে আরজেডির সাংসদ এডি সিং বিলের প্রস্তাব পেশ করতে চলেছেন যাতে সাংবিধানিক পদে থাকা কোনও ব্যক্তি অবসরের পরে রাজনীতিতে যোগ না দিতে পারেন। এর মধ্যে নির্বাচন কমিশনের পদও থাকছে।

প্রাইভেট মেম্বার্স বিলের মধ্যে তৃণমূলের পক্ষ থেকে চাকরির নিশ্চয়তা নিয়ে বিল আনছেন সাংসদ মৌসম বেনজির নূর। দেশে যেভাবে আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্সের ব্যবহার বাড়ছে তার কারণে যেন সাধারণ কর্মীদের জীবিকা অনিশ্চিত না হয়, সেই আইন চেয়ে বিল প্রস্তাব করবেন তিনি। সেই সঙ্গে ডিপফেকের বিরুদ্ধের বিল আনারও প্রস্তাব করবেন তিনি।

বিরোধীদের পক্ষ থেকে যে ২৩টি প্রাইভেট মেম্বার্স বিল আনা হচ্ছে তার মধ্যে অন্যতম নাগরিকত্ব সংশোধনী বিল। এছাড়াও নূন্যতম বেতন ও বার্ধক্যের পরে জীবনের নিশ্চয়তা নিয়েও বিল আনা হচ্ছে।

Related articles

এপিকের সঙ্গে মোবাইল লিঙ্ক না থাকলে অনলাইনে ফর্ম নয়! কমিশনের নিয়মে ক্ষোভে ফুঁসলেন কল্যাণ 

নির্বাচন কমিশনের নতুন নির্দেশিকা ঘিরে ফের রাজনৈতিক বিতর্ক। রবিবার শ্রীরামপুর পুরসভার ২৪ নম্বর ওয়ার্ডে ভোট রক্ষা শিবিরে অংশ...

ফাইনাল ম্যাচে শাহরুখের মন্ত্রেই ছাত্রীদের তাতিয়ে ছিলেন? অকপট স্মৃতিদের কোচ

ভারতীয় মহিলা দল বিশ্বকাপ জেতার পরই চক দে ইন্ডিয়ার কবীর খান হয়ে উঠেছেন অমল মুজুমদার(Amol Muzumdar)। কী বলে...

এসআইআর আতঙ্কে মৃতদের পরিবারের পাশে তৃণমূল: রাজ্যজুড়ে শোকাহত পরিবারগুলির ঘরে দলের জনপ্রতিনিধিরা 

এসআইআর আতঙ্কে রাজ্যজুড়ে মৃত্যুর ঘটনা ক্রমশ বাড়ছে। কোথাও আত্মহত্যা, কোথাও আতঙ্কে অসুস্থ হয়ে মৃত্যু— ভয় ছড়িয়ে পড়েছে গ্রাম...

বাংলাভাষায় ১০ কোটিও খরচ নয়! বাঙালিবিদ্বেষী বিজেপির রবীন্দ্র-বঙ্কিম ভাগে তোপ গণমঞ্চের

বিজেপি আদতে বাঙালি বিদ্বেষী, তা সাম্প্রতিক সময়ে বারবার প্রত্যক্ষভাবে প্রমাণিত। সেই বিদ্বেষের বিরুদ্ধে বারবার সরব হয়েছে দেশ বাঁচাও...
Exit mobile version