কেদারনাথ ধাম যাত্রায় ফের বিপত্তি। পাহাড়ের উপর থেকে পাথর গড়িয়ে তীর্থযাত্রীদের উপর পড়ে মৃত্যু হল তিন তীর্থযাত্রীর। প্রবল বৃষ্টিতে বিপর্যস্ত উত্তরাখণ্ডের বিভিন্ন এলাকাই ধ্বসের কারণে লাগাতার বিপদের মুখে। এবার সেই দুর্যোগে প্রাণ গেল তীর্থযাত্রীদের। আহত হয়েছেন পাঁচজন। বেশিরভাগই ভিনরাজ্যের বাসিন্দা।

বর্ষার দুর্যোগের মধ্যেই ৪৮ ঘণ্টার প্রবল বৃষ্টিপাতের সতর্কতা জারি হয়েছে কেদারনাথ ধাম এলাকায়। তার মধ্যেই চলছে তীর্থযাত্রাও। রবিবার যাত্রা শুরু হতেই ঘটে বিপত্তি। পায়ে হেঁটে কেদারনাথ ধামে ওঠার আচ কিলোমিটার পথের মধ্যেই গৌরিকুণ্ড থেকে ৩ কিলোমিটার দূরে চিরবাসার কাছে আচমকাই পাহাড়ের উপর থেকে আলগা হয়ে যাওয়া বড় বোল্ডার গড়িয়ে পড়ে।

ঘটনায় মৃত্যু হয়েছে কিশোর অরুণ পরাটে (৩১), সুনীল মহাদেব কালে (২৪) নামে মহারাষ্ট্রের দুই ব্যক্তির। এছাড়াও অনুরাগ বিষ্ট নামে রুদ্রপ্রয়াগের এক ব্যক্তিরও মৃত্যু হয়। ঘটনার পরই এনডিআরএফ, রুদ্রপ্রয়াগ জেলার বিপর্যয় মোকাবিলা দফতর দ্রুত উদ্ধার কাজে হাত লাগায়। আহতদের উদ্ধার করে গৌরিকুণ্ড হাসপাতালে ভর্তি করা হয়েছে।