Thursday, August 21, 2025

নিটে রাজস্থানের সিকরের ৫০ টির মধ্যে ৩৭ সেন্টারের পরীক্ষার্থীরাই শীর্ষে!

Date:

নিট-ইউজি ২০২৪ মেডিক্যাল প্রবেশিকা পরীক্ষায় ফের চাঞ্চল্যকর তথ্য সামনে এল। কয়েক সপ্তাহ আগে প্রশ্ন ফাঁস থেকে শুরু করে একাধিক অভিযোগ উঠেছে এই পরীক্ষাকে কেন্দ্র করে। এরই মাঝে এনটিএ প্রকাশ করেছে এলাকা ভিত্তিক নিট ২০২৪ এর ফলাফল। সেখানে দেখা যাচ্ছে, রাজস্থানের সিকরের ৫০ টির মধ্যে ৩৭ টি সেন্টারের পরীক্ষার্থীরাই শীর্ষ নম্বর প্রাপ্তির তালিকায়।আর এউ তথ্য সামনে আসতেই প্রশ্ন উঠেছে, কিছু নির্দিষ্ট শহর বা এলাকার কয়েকটি সেন্টারই পরীক্ষায় টপ স্কোরিং কেন্দ্র কীভাবে হয়।
রাজস্থানে চলতি বছরের নিট পরীক্ষায় মোট ২৭ হাজার ২১৬ জন পরীক্ষা দিয়েছেন। তাঁদের মধ্যে ৬৫০ স্কোর করেছেন ২ হাজার ৩৭ জন। এদিকে, দেশের মোট ২৩ লক্ষ ৩৩ হাজার ১৬২ জন নিট পরীক্ষার্থীর ফলাফলের তথ্য এনটিএ প্রকাশ করেছে। এই ফল প্রকাশিত হতেই দেখা যাচ্ছে, যে ৫০ টি পরীক্ষা কেন্দ্রে সবচেয়ে বেশি নম্বর প্রাপ্ত পরীক্ষার্থীদের মধ্যে ৩৭ টি রাজস্থানের সিকরের। এই কেন্দ্রগুলিতে সবচেয়ে বেশি শতাংশ পরীক্ষার্থী ৬৫০ স্কোর করেছেন।

আসলে ৬৫০ স্কোর থাকলে সরকারি মেডিক্যাল কলেজে পড়ার সুযোগ পাওয়া যায়। পুরো বিষয়টি নিয়ে সিবিআই তদন্তের দাবি উঠেছে। ইতিমধ্যেই নিট নিয়ে সুপ্রিম কোর্টে মামলা দায়ের হয়েছে। এবার দাবি উঠেছে সিবিআই তদন্তের। যদিও ইতিমধ্যেই নিট পরীক্ষায় প্রশ্ন ফাঁস সংক্রান্ত নানান অভিযোগের সিবিআই তদন্ত শুরু করেছে । বিহার, দিল্লি, হরিয়ানা, মহারাষ্ট্রে নিটের পরীক্ষার হাই স্কোরিং ক্লাস্টার সামনে এসেছে। এবার শীর্ষ নম্বর প্রাপ্তি নিয়ে সিবিাই তদন্তের দাবি উঠেছে।

 

Related articles

যোগীরাজ্যের পাঠ্যপুস্তকে বাদ কেন রবীন্দ্রনাথকে? সাংসদ ঋতব্রতর প্রশ্নে অস্বস্তিতে কেন্দ্র

উত্তরপ্রদেশের দ্বাদশ শ্রেণির পাঠ্যপুস্তক থেকে রবীন্দ্রনাথ ঠাকুরকে কি বাদ দেওয়া হয়েছে? তৃণমূলের রাজ্যসভার সাংসদ ঋতব্রত বন্দ্যোপাধ্যায়ের প্রশ্নে স্পষ্টতই...

প্রয়াত সিপিএম নেতা-প্রাক্তন মন্ত্রী দীনেশচন্দ্র ডাকুয়া

প্রয়াত সিপিএমের বর্ষীয়ান নেতা দীনেশচন্দ্র ডাকুয়া। বুধবার এনআরএস হাসপাতালে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন তিনি। বয়স হয়েছিল ৯৫ বছর।...

উপাচার্য নিয়োগের ইন্টারভিউয়ে ডাক মেলেনি! শীর্ষ আদালতে শান্তা দত্ত 

স্থায়ী উপাচার্য নিয়োগের ইন্টারভিউ পর্বে ডাক পাননি কলকাতা বিশ্ববিদ্যালয়ের অন্তর্বর্তী উপাচার্য শান্তা দত্ত। যোগ্য হয়েও তাঁকে সুযোগ দেওয়া...

১৫ দিনেই রেকর্ড সাফল্য! রাজ্যে সাড়া ফেলল ‘আমাদের পাড়া আমাদের সমাধান’ কর্মসূচি

মাত্র পনেরো দিনেই নজির গড়ল মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের নতুন কর্মসূচি, ‘আমাদের পাড়া আমাদের সমাধান’। রাজ্যের মানুষের হাতে উন্নয়নের...
Exit mobile version