Thursday, August 21, 2025

শ্রীলঙ্কায় উড়ে যাওয়ার আগে বিরাট প্রসঙ্গে মুখ খুললেন গম্ভীর, কী বললেন টিম ইন্ডিয়ার নতুন হেড কোচ ?

Date:

সিরিজ খেলতে আজই শ্রীলঙ্কায় উড়ে গেল ভারতীয় দল। লঙ্কানদের বিরুদ্ধে তিনটি টি-২০ এবং তিনটি একদিনের ম্যাচ খেলবেদ ভারতীয় দল। তবে তার আগে ফের একবার বিরাট কোহলি এবং নিজের সম্পর্ক নিয়ে মুখ খুললেন টিম ইন্ডিয়ার নতুন হেড কোচ গৌতম গম্ভীর।

২০২৩ আইপিএল-এ কোহলি এবং গম্ভীরের ঝামেলা গোটা ক্রিকেটবিশ্ব দেখেছে। তবে ২০২৪ সালে সেই বিবাদ মিটিয়ে নেন দু’জনে। এবার ভারতীয় দলের কোচ তিনি। ভাগাভাগি করবেন ড্রেসিংরুম। এবার পরিস্তিতি আলাদা। কথা হয়েছে কোহলির সঙ্গে ? এদিন সাংবাদিক সম্মেলনে এমনই প্রশ্ন উড়ে যায় টিম ইন্ডিয়ার হেড কোচের কাছে? আর সেই নিয়ে মুখ খোলেন গম্ভীর। বললেন, বিরাটের সঙ্গে কথা হয়েছে। তবে কী কথা হয়েছে তা বলব না। এদিন প্রধান নির্বাচক অজিত আগারকারকে পাশে বসিয়ে গম্ভীর বলেন, “ সবটাই টিআরপির খেলা। আমার সঙ্গে বিরাটের কী হয়েছে সেটা আমরা ছাড়া কেউ জানে না। আমরা সেটা কখনওই প্রকাশ্যে আনিনি। তখন পরিস্থিতি আলাদা ছিল। ওর গায়ে একটা দলের জার্সি ছিল। আমার গায়ে অন্য দলের জার্সি ছিল। আমরা নিজেদের দলের জন্য সর্বোচ্চ সীমা পর্যন্ত যেতে চেয়েছিলাম। নিজেদের দলের জন্য সব করেছিলাম। এখন আমরা একই দলে। বিরাট পেশাদার। ও বড় ব্যাটার। দেশের জন্য খেলে। আমারও লক্ষ্য ভারতকে জেতানো। তাই এখানে দু’জনেরই লক্ষ্য এক। দেশের জন্য আমরা একসঙ্গে লড়াই করব। কোনও সমস্যা হবে না।”

টিম ইন্ডিয়ার কোচ হওয়ার পর বিরাটের সঙ্গে কথা হয়েছে বলে জানান গম্ভীর। তবে কী কথা হয়েছে তা বলতে নারাজ টিম ইন্ডিয়ার হেড কোচ। এই নিয়ে তিনি বলেন, “ বিরাটের সঙ্গে আমার কথা হয়েছে। কোচ হওয়ার আগে ও পরে আমরা কথা বলেছি। কী কথা হয়েছে তা জানাব না। আমরা এখন একই দলে। আমাদের লক্ষ্য একই।“

আরও পড়ুন- কেন হার্দিককে সরিয়ে টি-২০ তে নেতা সূর্য? মুখ খুললেন আগারকার


Related articles

যোগীরাজ্যের পাঠ্যপুস্তকে বাদ কেন রবীন্দ্রনাথকে? সাংসদ ঋতব্রতর প্রশ্নে অস্বস্তিতে কেন্দ্র

উত্তরপ্রদেশের দ্বাদশ শ্রেণির পাঠ্যপুস্তক থেকে রবীন্দ্রনাথ ঠাকুরকে কি বাদ দেওয়া হয়েছে? তৃণমূলের রাজ্যসভার সাংসদ ঋতব্রত বন্দ্যোপাধ্যায়ের প্রশ্নে স্পষ্টতই...

প্রয়াত সিপিএম নেতা-প্রাক্তন মন্ত্রী দীনেশচন্দ্র ডাকুয়া

প্রয়াত সিপিএমের বর্ষীয়ান নেতা দীনেশচন্দ্র ডাকুয়া। বুধবার এনআরএস হাসপাতালে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন তিনি। বয়স হয়েছিল ৯৫ বছর।...

উপাচার্য নিয়োগের ইন্টারভিউয়ে ডাক মেলেনি! শীর্ষ আদালতে শান্তা দত্ত 

স্থায়ী উপাচার্য নিয়োগের ইন্টারভিউ পর্বে ডাক পাননি কলকাতা বিশ্ববিদ্যালয়ের অন্তর্বর্তী উপাচার্য শান্তা দত্ত। যোগ্য হয়েও তাঁকে সুযোগ দেওয়া...

১৫ দিনেই রেকর্ড সাফল্য! রাজ্যে সাড়া ফেলল ‘আমাদের পাড়া আমাদের সমাধান’ কর্মসূচি

মাত্র পনেরো দিনেই নজির গড়ল মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের নতুন কর্মসূচি, ‘আমাদের পাড়া আমাদের সমাধান’। রাজ্যের মানুষের হাতে উন্নয়নের...
Exit mobile version