ধর্মীয় বিভেদ তৈরি করা উত্তরপ্রদেশ ও উত্তরাখণ্ড সরকারের নির্দেশকে সপাটে চড় সর্বোচ্চ আদালতের (Supreme Court)। তৃণমূল (TMC) সাংসদ মহুয়া মৈত্রর (Mahua Moitra) আর্জিতে দুই বিজেপি (BJP) সরকারের সংবিধান বিরোধী নির্দেশে কড়া বার্তা সুপ্রিম কোর্টের। সুপ্রিম কোর্টের নির্দেশ দেশের সংবিধান ও ভারতের নাগরিকদের জয় বলে দাবি করেন মহুয়া।
এই নির্দেশকে সংবিধান বিরোধী ও ধর্মীয় বিভেদ তৈরি করা, দাবি করে সুপ্রিম কোর্টে (Supreme Court) মামলা দায়ের করেন মহুয়া। সেই মামলায় সোমবার সর্বোচ্চ আদালত প্রথমেই দুই রাজ্যের নির্দেশিকায় স্থগিতাদেশ দেয়। অর্থাৎ দোকানে নাম থাকা কখনই বাধ্যতামূলক নয়, পর্যবেক্ষণ বিচারপতি হৃষিকেশ রায় ও বিচারপতি এসভিএন ভাট্টির। সেই সঙ্গে আদালতের পর্যবেক্ষণ, যেন স্পষ্ট করে লেখা থাকে তাঁরা কী ধরনের খাবার বিক্রি করছেন। মামলায় দুই রাজ্যের সরকারের কাছে জবাব তলব করেছে শীর্ষ আদালত।
সর্বোচ্চ আদালতের এই অন্তর্বর্তী নির্দেশে সংবিধানের প্রতি আস্থা প্রকাশ করেন তৃণমূল সাংসদ। তিনি জানান, “কানওয়ার যাত্রায় উত্তরপ্রদেশ ও উত্তরাখণ্ড সরকারের বেআইনি ও সংবিধান বিরোধী নির্দেশে সবেমাত্র স্থগিতাদেশ পাওয়া গিয়েছে। এই নির্দেশে ধর্মীয় বিভেদ তৈরি হত, তাই আমরা এর বিরোধিতায় আদালতের দ্বারস্থ হই। সুপ্রিম কোর্ট এই নির্দেশ সম্পূর্ণভাবে থামিয়ে দিয়েছে এবং সব নির্দেশে স্থগিতাদেশ দিয়েছে। এটা সংবিধান ও ভারতের নাগরিকদের বিরাট জয়।”