Wednesday, August 27, 2025

মহুয়ার আর্জিতে সম্মতি, কানওয়ার যাত্রাপথে দোকান মালিকদের নামে ‘না’ সুপ্রিম কোর্টের

Date:

ধর্মীয় বিভেদ তৈরি করা উত্তরপ্রদেশ ও উত্তরাখণ্ড সরকারের নির্দেশকে সপাটে চড় সর্বোচ্চ আদালতের (Supreme Court)। তৃণমূল (TMC) সাংসদ মহুয়া মৈত্রর (Mahua Moitra) আর্জিতে দুই বিজেপি (BJP) সরকারের সংবিধান বিরোধী নির্দেশে কড়া বার্তা সুপ্রিম কোর্টের। সুপ্রিম কোর্টের নির্দেশ দেশের সংবিধান ও ভারতের নাগরিকদের জয় বলে দাবি করেন মহুয়া।সোমবার থেকে শুরু হয়েছে বাৎসরিক কানওয়ার যাত্রা। উত্তর ভারতের রাজ্যগুলিতে হিন্দু ধর্মের মানুষ তীর্থযাত্রায় গঙ্গা থেকে জল নিয়ে বিভিন্ন মন্দিরে যান এই সময়ে। সেই যাত্রাপথে সব রকমের খাবারের দোকানে বিক্রেতা ও ব্যবসায়ীদের নাম লেখা বাধ্যতামূলক করে উত্তরপ্রদেশ সরকার। ১৮ জুলাই উত্তরপ্রদেশ সরকার এই নিয়ম লাগু করার পরে ১৯ জুলাই উত্তরাখণ্ড সরকারও সেই নিয়ম রাজ্য লাগু করে। উদ্দেশ্য অন্য ধর্মের ব্যবসায়ীদের থেকে খাবার খাওয়া থেকে বিরত রাখা তীর্থযাত্রীদের।

এই নির্দেশকে সংবিধান বিরোধী ও ধর্মীয় বিভেদ তৈরি করা, দাবি করে সুপ্রিম কোর্টে (Supreme Court) মামলা দায়ের করেন মহুয়া। সেই মামলায় সোমবার সর্বোচ্চ আদালত প্রথমেই দুই রাজ্যের নির্দেশিকায় স্থগিতাদেশ দেয়। অর্থাৎ দোকানে নাম থাকা কখনই বাধ্যতামূলক নয়, পর্যবেক্ষণ বিচারপতি হৃষিকেশ রায় ও বিচারপতি এসভিএন ভাট্টির। সেই সঙ্গে আদালতের পর্যবেক্ষণ, যেন স্পষ্ট করে লেখা থাকে তাঁরা কী ধরনের খাবার বিক্রি করছেন। মামলায় দুই রাজ্যের সরকারের কাছে জবাব তলব করেছে শীর্ষ আদালত।

সর্বোচ্চ আদালতের এই অন্তর্বর্তী নির্দেশে সংবিধানের প্রতি আস্থা প্রকাশ করেন তৃণমূল সাংসদ। তিনি জানান, “কানওয়ার যাত্রায় উত্তরপ্রদেশ ও উত্তরাখণ্ড সরকারের বেআইনি ও সংবিধান বিরোধী নির্দেশে সবেমাত্র স্থগিতাদেশ পাওয়া গিয়েছে। এই নির্দেশে ধর্মীয় বিভেদ তৈরি হত, তাই আমরা এর বিরোধিতায় আদালতের দ্বারস্থ হই। সুপ্রিম কোর্ট এই নির্দেশ সম্পূর্ণভাবে থামিয়ে দিয়েছে এবং সব নির্দেশে স্থগিতাদেশ দিয়েছে। এটা সংবিধান ও ভারতের নাগরিকদের বিরাট জয়।”






Related articles

বিরক্ত মিঠুন? এড়াচ্ছেন বঙ্গ বিজেপির একাধিক কর্মসূচি

বারবার রং বদল করে আপাতত গেরুয়াতে ঠেকেছেন ডিস্কো ড্যান্সার মিঠুন চক্রবর্তী (Mithun Chakraborty)। ভোটের আগে বা বিজেপির. (BJP)...

আরজি কর কাণ্ডে ভুয়ো প্রচারের অভিযোগ! নোটিশ চিকিৎসক সুবর্ণ গোস্বামীকে

আরজি কর মেডিক্যাল কলেজ হাসপাতালের চিকিৎসক পড়ুয়া অভয়ার মৃত্যুকে ঘিরে ভুয়ো প্রচার মামলায় নোটিশ ধরাল কলকাতা পুলিশ। পুলিশের...

দুর্গাপুজোর আগে রাজ্যে ডেঙ্গি-উদ্বেগ! টানা বৃষ্টিতে বাড়ছে আশঙ্কা 

দুর্গোৎসবের মুখে একদিকে নিম্নচাপের জেরে টানা বৃষ্টি, অন্যদিকে ডেঙ্গি সংক্রমণ রাজ্যবাসীর কপালে ভাঁজ বাড়াচ্ছে। জুলাইয়ের শেষ দিক থেকে...

মহিলা স্বনির্ভর গোষ্ঠীর স্টলে হঠাৎ মুখ্যমন্ত্রী! কিনলেন শাড়ি 

বর্ধমানে প্রশাসনিক সভায় এসে হঠাৎ স্বনির্ভর গোষ্ঠীর স্টলে হাজির মুখ্যমন্ত্রী। শুধু মহিলাদের হাতের কাজই ঘুরে দেখলেন না, কেনাকাটাও...
Exit mobile version