ফের উত্তপ্ত জম্মু-কাশ্মীর, ভোররাতে গুলির লড়াইয়ে গুরুতর জখম জওয়ান!

জম্মু-কাশ্মীরে (Jammu and Kashmir) জঙ্গিদের সঙ্গে ভারতীয় সেনাবাহিনীর (Indian Army) গুলির লড়াই অব্যাহত। সোমবার রাজৌরির সেনাছাউনিতে অতর্কিতে সন্ত্রাসবাদী হামলার পর মঙ্গলবার ভোর ৩টে থেকে উপত্যকার বাত্তাল সেক্টরে জঙ্গিদের সঙ্গে নিরাপত্তাবাহিনীর গুলির লড়াই শুরু হয়েছে। শেষ পাওয়া খবর অনুযায়ী এক জওয়ান গুরুতর জখম হয়েছেন। ভারতীয় সেনাবাহিনীর (Indian Army) হোয়াইট নাইট কর্পস (White Knight Corps) এক্স হ্যান্ডলে পোস্ট করে মঙ্গলবারের অভিযানের কথা জানিয়েছে।

গত কয়েকদিন ধরেই খবরের শিরোনামে জম্মু কাশ্মীর। কখনও সেনাছাউনিতে, কখনও আবার সেনা কনভয়ে জঙ্গি হামলার খবর মিলেছে। সেনা সূত্রে খবর, বাত্তাল এলাকায় জঙ্গিদের অনুপ্রবেশের খবর পেয়ে অভিযান চালানো হয়। জঙ্গিদের পাল্টা আক্রমণে এক জওয়ানের পায়ে গুলি লাগায় তাঁকে দ্রুত হাসপাতালে ভর্তি করা হয়েছে। জম্মুর পাহাড়ি অঞ্চলে পাকিস্তান থেকে আসা ৪০ থেকে ৫০ জন জঙ্গির লুকিয়ে থাকার খবরে অভিযান চালায় ভারতীয় সেনা। ইতিমধ্যেই জঙ্গিটা পিছু হটতে শুরু করেছে বলে খবর। অনুপ্রবেশকারী জঙ্গিরা আধুনিক আগ্নেয়াস্ত্রের প্রশিক্ষণপ্রাপ্ত। আমেরিকায় তৈরি এম৪ কার্বাইন রাইফেলও রয়েছে বলে দাবি করেছে একটি সূত্র। পাশাপাশি, জঙ্গিদের কাছে চিনে তৈরি ইস্পাতের প্রলেপ দেওয়া বুলেট রয়েছে। বিশেষ সূত্রে খবর পাবার পরই জম্মুর পাহাড়ি এলাকায় তল্লাশি চালাচ্ছে সেনাবাহিনী। কাশ্মীর সীমান্তে এভাবে জঙ্গিদের বাড়বাড়ন্তে উপত্যকার নিরাপত্তা আবারও প্রশ্নের মুখে।


Previous articleআজ বিধানসভায় চার জয়ী প্রার্থীর শপথ গ্রহণ 
Next article“বিজেপি ভোটই করাতে জানে না”, রাজ্য নেতৃত্বকে কাঠগড়ায় তুলে দাবি দিলীপ-অর্জুনের