Wednesday, May 7, 2025

কোভিড সারিয়ে স্বাভাবিক ছন্দে, বুধেই হোয়াইট হাউস থেকে জাতির উদ্দেশে ভাষণ বাইডেনের

Date:

দিনকয়েক আগেই কোভিডে (Covid) আক্রান্ত হয়ে প্রেসিডেন্ট (President) নির্বাচন (Election)থেকে সরে দাঁড়িয়েছিলেন। এরপর কয়েকদিন আইসোলেশনে থাকার পর কোভিডমুক্ত হলেন আমেরিকার প্রেসিডেন্ট জো বাইডেন (Joe Biden)। চিকিৎসকরা জানিয়েছেন হোয়াইট হাউসে (White House)ফিরতে কোন ও সমস্যা নেই বাইডেনের। সংবাদমাধ্যম সূত্রে খরব, মঙ্গলবারই নিজের বাসভবনে ফিরে এসেছেন প্রেসিডেন্ট। এদিকে বুধবারই জাতির উদ্দেশে ভাষণ দেওয়ার কথা বাইডেনের। প্রেসিডেন্ট নির্বাচনে থেকে নিজেকে সরিয়ে আনার পর এটাই বাইডেনের প্রথম ভাষণ। বুধবার হোয়াইট হাউস থেকে বাইডেন কী বার্তা দেন সেদিকে নজর থাকবে।


এদিকে ধীরে ধীরে সুস্থতার কথা সোশ্যাল মিডিয়ায় নিজেই জানান বাইডেন। তিনি লেখেন, আমি এখন অনেকটাই ভালো বোধ করছি। তারপরই তিনি বলেন, হোয়াইট হাউসে ফিরতে পেরে আমি খুশি। ইতিমধ্যে বাইডেনের কোভিড রিপোর্ট হোয়াইট হাউসের সচিবের কাছে জমা দেওয়া হয়েছে। উল্লেখ্য, ডেমোক্র্যাটদের একটা বড় অংশ বাইডেনকে নিয়ে নেতিবাচক মনোভাব দেখিয়েছে। তাঁর পরিবারও বাইডেনের ভোটে লড়ার সিদ্ধান্তের বিষয়ে সায় দেয়নি। একদিকে বয়সের ভার তো অন্যদিকে শারিরীক সমস্যা, দুয়ে মিলে রবিবার বাইডেন ঘোষণা করেন, তিনি আসন্ন প্রেসিডেন্ট নির্বাচনে লড়বেন না। এরপর গত ১৭ জুলাই বাইডেনের কোভিড পজিটিভ আসে। তারপরই প্রচার কর্মসূচি অসম্পূর্ণ রেখে নিভৃতবাসে যেতে হয় তাঁকে।


তবে বাইডেনের উত্তরসূরি হিসাবে নির্বাচনে ডেমোক্র্যাট শিবির থেকে ভাইস প্রেসিডেন্ট কমলা হ্যারিস প্রতিদ্বন্দ্বিতা করার দৌড়ে এগিয়ে রয়েছেন‌। কমলা জানান, প্রেসিডেন্ট পদপ্রার্থী হিসাবে লড়ার জন্য ডেমোক্র্যাট শিবিরের অন্দরে প্রয়োজনীয় সমর্থন পেয়েছেন তিনি। তবে এখনই প্রেসিডেন্ট পদপ্রার্থী হিসাবে পাকাপাকিভাবে কমলার নাম ঘোষণা করছে না ডেমোক্র্যাটরা। সেজন্য এখনও সপ্তাহ দু’য়েকের অপেক্ষা। অগাস্টের ৭ তারিখ আনুষ্ঠানিক ভাবে মনোনয়ন ঘোষণা করা হবে।


Related articles

আমরা শুধু নিরীহদের হত্যার বদলা নিয়েছি: রাজনাথ সিং

পহেলগাম হামলার যোগ্য জবাব দিয়েছে ভারত। তিন স্তরের সেনা একযোগে পাকিস্তানের ৯ জঙ্গিঘাঁটিতে হামলা চালিয়ে গুঁড়িয়ে দিয়েছে। পাকিস্তান...

কাঁধে কাঁধ মিলিয়ে লড়াইয়ের সময়, আতঙ্কিত হওয়ার কারণ নেই: বার্তা মুখ্যমন্ত্রীর

এটা বিভেদের সময় নয়। কাঁধে কাধ মিলিয়ে লড়াইয়ের সময়। আতঙ্কিত হওয়ার কারণ নেই। কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহের সঙ্গে...

অপারেশন সিন্দুরের উত্তর দিতে দুঘণ্টার বৈঠক! জাতীয় পতাকায় দফন জঙ্গিদের

রাতের অন্ধকারে জঙ্গি ঘাঁটি গুঁড়িয়ে দিতে ভারতের অপারেশন সিন্দুর। ২৫ মিনিটে ২৪ মিসাইল ও ড্রোন হামলা সফলভাবে চালায়...

পহেলগামে সিঁদুর মোছার বদলা ‘অপারেশন সিন্দুর’! কেন্দ্রীয় সরকারকে ধন্যবাদ সদ্য স্বামীহারা হিমাংশীর

পহেলগামে নৃশংস জঙ্গি হামলায় সদ্য বিবাহিত স্বামী লেফটেন্যান্ট বিনয় নারওয়ালকে হারিয়েছেন হিমাংশী। 'অপারেশন সিন্দুর'কে (Operation Sindur) তাই পহেলগাম...
Exit mobile version