Thursday, August 21, 2025

সবজির দাম কমানোর জন্য টাস্ক ফোর্সকে সময় বেঁধে দিয়েছিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। তাঁর হুশিয়ারির পরই রাজ্যের বিভিন্ন বাজারে অভিযান চালান টাস্ক ফোর্সের সদস্যরা। এখন সবজির দাম অনেকটাই আয়ত্বের মধ্যে। ব্যতিক্রম আলু (Potatoes)। দাম তো কমেইনি, বরং ফের নতুন করে দাম বাড়ার মতো পরিস্থিতি তৈরি হয়ে গিয়েছে। কারণ, শনিবার থেকে অনির্দিষ্টকালের ধর্মঘটের ডাক দিয়েছেন প্রগতিশীল আলু ব্যবসায়ী সমিতি। রাজ্যজুড়ে আলু সরবরাহ বন্ধ থাকায় বাজারে বাজারে ঊর্ধ্বমুখী আলুর দাম। প্রতি কেজি আলুর দাম কোথাও ৪৫ আবার কোথাও ৫০ টাকা। কর্মবিরতির জেরে হিমঘরে আলু না নামায় প্রভাব পড়েছে বাজারে। আর এই সুযোগে গোডাউনে মজুত রাখা আলু খুচরো ব্যবসায়ীদের বিক্রি করে মুনাফা লুটছে পাইকারি বিক্রেতারা।

বাজারে আলুর (Potatoes) আকাশছোঁয়া দাম নিয়ে মধ্যবিত্তের নাভিশ্বাস। এবার সাধারণ মানুষকে স্বস্তি দিতে পদক্ষেপ শুরু করতে চলেছে রাজ্য সরকার। অবিলম্বে হিমঘর থেকে সঞ্চিত আলু বের করতে নির্দেশ নবান্নের। ২৬ টাকায় স্টোর মালিকদের থেকে আলু কিনবে সরকার। প্রত্যেক স্টোরে যে পরিমাণ আলু আছে তার ২০ শতাংশ আছে সরকারি হাতে। সেই ২০ শতাংশ আলু বাজারে নিয়ে আসছে সরকার। বাজারে আলুর যোগান বাড়িয়ে দাম হ্রাস করতেই এই সিদ্ধান্ত রাজ্যের।

ইতিমধ্যেই আলু নিয়ে মুখ্যসচিব সমস্ত জেলা শাসকদের সঙ্গে বৈঠক করেন মুখ্যসচিব। বৈঠকে নির্দেশ দিয়েছেন, যত দ্রুত সম্ভব হিমঘর থেকে আলু বাজারে আনতে হবে। ২০ শতাংশ আলু হিমঘর থেকে বের করতে পারলে অনেকটা সুরাহা হবে বলেই মনে করছে নবান্ন।

আরও পড়ুন: আচমকাই বুকে অসহ্য যন্ত্রণা! ফের এসএসকেএমে জ্যোতিপ্রিয়, কেমন আছেন এখন? 

 

Related articles

যোগীরাজ্যের পাঠ্যপুস্তকে বাদ কেন রবীন্দ্রনাথকে? সাংসদ ঋতব্রতর প্রশ্নে অস্বস্তিতে কেন্দ্র

উত্তরপ্রদেশের দ্বাদশ শ্রেণির পাঠ্যপুস্তক থেকে রবীন্দ্রনাথ ঠাকুরকে কি বাদ দেওয়া হয়েছে? তৃণমূলের রাজ্যসভার সাংসদ ঋতব্রত বন্দ্যোপাধ্যায়ের প্রশ্নে স্পষ্টতই...

প্রয়াত সিপিএম নেতা-প্রাক্তন মন্ত্রী দীনেশচন্দ্র ডাকুয়া

প্রয়াত সিপিএমের বর্ষীয়ান নেতা দীনেশচন্দ্র ডাকুয়া। বুধবার এনআরএস হাসপাতালে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন তিনি। বয়স হয়েছিল ৯৫ বছর।...

উপাচার্য নিয়োগের ইন্টারভিউয়ে ডাক মেলেনি! শীর্ষ আদালতে শান্তা দত্ত 

স্থায়ী উপাচার্য নিয়োগের ইন্টারভিউ পর্বে ডাক পাননি কলকাতা বিশ্ববিদ্যালয়ের অন্তর্বর্তী উপাচার্য শান্তা দত্ত। যোগ্য হয়েও তাঁকে সুযোগ দেওয়া...

১৫ দিনেই রেকর্ড সাফল্য! রাজ্যে সাড়া ফেলল ‘আমাদের পাড়া আমাদের সমাধান’ কর্মসূচি

মাত্র পনেরো দিনেই নজির গড়ল মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের নতুন কর্মসূচি, ‘আমাদের পাড়া আমাদের সমাধান’। রাজ্যের মানুষের হাতে উন্নয়নের...
Exit mobile version