Saturday, November 29, 2025

নিজেকে শেষ করতে ১৯ তলা থেকে ঝাঁ.প দেওয়ার কথা ভেবেছিলেন শামি! বি.স্ফোরক উমেশ যাদব

Date:

মহম্মদ শামির বন্ধু উমেশ কুমার যাদব এবার বিস্ফোরক দাবি করলেন। উমেশ জানিয়েছেন, এক সময় নিজেকে শেষ করে দেওয়ার কথা ভেবেছিলেন শামি। শুভঙ্কর মিশ্রের পডকাস্ট-এ দেওয়া সাক্ষাৎকারে এমনই দাবি করেছেন উমেশ। আসলে শামি তাঁর ভাল বন্ধু। অনেকটা সময় শামিকে খুব কাছ থেকে দেখেছেন উমেশ। তিনি জানিয়েছেন, স্ত্রী হাসিন জাহানের সঙ্গে বিচ্ছেদের পরিস্থিতি শামির জন্য বেশ চাপের ছিল। কারণ হাসিন তার বিরুদ্ধে নির্যাতনের মামলাও করেছিলেন।এক পাকিস্তানি মহিলার কাছ থেকে টাকা নিয়ে শামির বিরুদ্ধে ম্যাচ ফিক্সিংয়ের অভিযোগও তুলেছিলেন তিনি। যদিও কর্তৃপক্ষ শামিকে এই অভিযোগ থেকে অব্যহতি দিয়েছে।

তার বন্ধু উমেশ কুমার এবার শুভঙ্কর মিশ্রর পডকাস্টে জানান, একটা সময় শামি নিজেকে শেষ করার কথা ভাবতে শুরু করেছিলেন।ভারতীয় ফাস্ট বোলারের বন্ধু উমেশ একটি সাক্ষাৎকারে শামির সম্পর্কে বলেছেন, শামি সেই সময় সবকিছুর সাথে লড়াই করছিল। ও আমার সঙ্গে আমার বাড়িতে থাকত। কিন্তু যখন ফিক্সিংয়ের অভিযোগ ওঠে, তখন ও ভেঙে পড়েছিল। শামি বলেছিল, ও সব কিছু সহ্য করতে পারে, তবে দেশের সঙ্গে বিশ্বাসঘাতকতার অভিযোগ সহ্য করতে পারবেন না। উমেশ আরও বলেন, সেই রাতে বড় কিছু করতে চেয়েছিল ও। ভোর ৪টের দিকে যখন ঘুম থেকে উঠেছিলাম জল খেতে, আমি রান্নাঘরের দিকে যাচ্ছিলাম, তখন দেখলাম ও ১৯ তলার বারান্দায় দাঁড়িয়ে ছিল। আমি বুঝতে পারছিলাম, ও কী করার কথা ভাবছে!

তিনি আরও বলেন, আমি মনে করি সেই রাত ছিল শামির জীবনের দীর্ঘতম রাত। পরে একদিন যখন আমরা কথা বলছিলাম, ওর ফোনে একটি মেসেজ আসে, জানা যায় শামিকে মামলার তদন্ত কমিটি থেকে ক্লিন চিট দেওয়া হয়েছে। বিশ্বকাপ জেতার পরও হয়তো সেদিনের মতো খুশি হত না ও।
উমেশ বলেন, ও বলছিল, আমি যদি আজ মহম্মদ শামি না হতাম, কেউ আমার পরিস্থিতি নিয়ে চিন্তা করত না। মিডিয়া এতে আগ্রহী হত না। তাহলে আমি কেন সেই জিনিসটি ছেড়ে দেব যা আমাকে শামি হিসাবে পরিচিতি দিয়েছে। তাই আমি ক্রিকেট খেলব। আগের থেকেও ভাল খেলব।

 

Related articles

গ্যাস সিলিন্ডার ফেটে ভয়াবহ অগ্নিকাণ্ড: নৈহাটিতে ভষ্মীভূত অন্তত সাতটি বাড়ি

ভয়াবহ আগুনে একের পরে এক বাড়িতে আগুন উত্তর চব্বিশ পরগণার নৈহাটিতে। প্রাথমিকভাবে স্থানীয়দের দাবি, গ্যাস সিলিন্ডার (gas cylinder)...

বহরমপুরে খুন তৃণমূল কর্মী: অভিযোগের তির কংগ্রেসের দিকে

রাতের অন্ধকারে দুষ্কৃতী তাণ্ডব মুর্শিদাবাদের বহরমপুরে। ছুরির আঘাতে প্রাণ গেল তৃণমূল কর্মীর। কংগ্রেস কর্মীদের সঙ্গে বচসার জেরে তৃণমূল...

সোমবার লোকায়ুক্ত নির্বাচনে বৈঠক নবান্নে: বিরোধী দলনেতাকে আমন্ত্রণে বিরূপ উত্তর!

রাজ্যের লোকায়ুক্ত নিয়োগের বৈঠক ডাকল রাজ্য প্রশাসন। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের সভাপতিত্বে রাজ্যের লোকায়ুক্ত (Lokayukta) নির্ধারণ করে তাঁর নিয়োগ...

বিহুর রিসেপশনে নক্ষত্র সমাবেশ, বাইরে দাঁড়িয়ে ছেলের বিয়ের অতিথি আপ্যায়ন স্বয়ং খরাজের

জয়িতা মৌলিক পর্দায় তিনি যতই ডাকসাইটে করা ধাঁচের বাবা হোন না কেন বাস্তবে একেবারে উল্টো। নিজে গেটে দাঁড়িয়ে সারাক্ষণ...
Exit mobile version