Wednesday, May 7, 2025

NEET বিরোধী প্রস্তাব পাস বিধানসভায়, ফের রাজ্যের হাতেই ডাক্তারির প্রবেশিকা?

Date:

NEET বি.রোধী প্রস্তাব পাস বিধানসভায়, ফের রাজ্য়ের হাতেই ডাক্তারির প্রবেশিকা?

মুখ্যমন্ত্রীর ঘোষণা অনুযায়ী বিধানসভায় পাস হল NEET বিরোধী বিল। পরিষদীয় মন্ত্রী শোভনদেব চট্টোপাধ্যায় বুধবার বিধানসভায় এই প্রস্তাব আনেন। তিনি দাবি করেন স্বাধীনতার পরে দেশের সব থেকে বড় দুর্নীতি এই কেলেঙ্কারি। রাজ্যের হাতে এই পরীক্ষার ভার যতদিন ছিল ততদিন কোনও দুর্নীতি হয়নি উদাহরণ তুলে ধরে ফের ডাক্তারির প্রবেশিকা পরীক্ষার দায়িত্ব রাজ্যগুলির হাতে তুলে দেওয়ার দাবি ওঠে বিধানসভায়।

ইতিমধ্যেই তামিলনাড়ু ও কেরালা এই পরীক্ষার বিরুদ্ধে বিধানসভায় প্রস্তাব পাশ করেছে। মুম্বই থেকে ফেরার পরে মুখ্যমন্ত্রীর মমতা বন্দ্যোপাধ্যায় জানিয়েছিলেন রাজ্যের বিধানসভাতেও NEET বিরোধী প্রস্তাব আনা হবে। সেই মতো বুধবার এই প্রস্তাব এনে পরিষদীয় মন্ত্রী দাবি করেন, কেন্দ্রীয় সরকারের নতুন শিক্ষানীতিতে সমগ্র শিক্ষা ব্যবস্থাকে চারটি সি-এর উপর দাঁড় করিয়ে দেওয়া হয়েছে। এগুলি হল কেন্দ্রীকরণ বা সেন্ট্রালাইজেশন বাণিজ্যিকীকরণ বা কমার্শিয়ালাইজেশন সাম্প্রদায়িকরণ বা কমিউনালাইজেশন এবং দুর্নীতি বা করাপশন। NEET দুর্নীতি তার মধ্যে অন্যতম।

রাজ্যের শিক্ষামন্ত্রী এই দুর্নীতিতে যতটুকু পর্দা সরেছে, তাকে হিমশৈলের চূঁড়া বলে দাবি করেন। তিনি বলেন, নিট নিয়ে গন্ডগোলের দুটো ধাপ বা স্তর আছে। একটা গ্রেস, আরেকটা নাম্বার জালিয়াতি। লুকিয়ে চুরিয়ে বিপুল সংখ্যক পরীক্ষার্থীকে গ্রেস দেওয়ার ফলে ২৪ লক্ষ পড়ুয়া ক্ষতিগ্রস্ত হয়েছেন। অন্যদিকে সরকার প্রশ্ন ফাঁসের অভিযোগ না মানলেও বিহার মহারাষ্ট্র রাজস্থান সহ বিভিন্ন রাজ্য থেকে প্রশ্ন অভিযুক্তদের গ্রেফতার করা হয়েছে বলে শিক্ষামন্ত্রী অভিযোগ করেন। তিনি বলেন, “নিট পরীক্ষায় যে প্রশ্ন ফাঁস হয়েছে কেন্দ্রীয় শিক্ষা মন্ত্রী তা স্বীকার করে নিয়েছেন। তা সত্ত্বেও নিট ইউ জি পরীক্ষা বাতিল করা হয়নি। আজ হিমশৈলর চূড়া বললাম। এর গভীরতা ও ঘণত্ব অনেক বেশি।”

সেই সঙ্গে এই ইস্যুতে নরেন্দ্র মোদিকে কটাক্ষ করে রাজ্যের শিক্ষামন্ত্রী দাবি করেন, “গোটা দেশে একজন চুপ করে আছেন নিট নিয়ে। তিনি হলেন দেশের প্রধানমন্ত্রী।” বাংলাকে নিয়ে তিন রাজ্যে প্রস্তাব পাস হওয়ায় এই প্রবেশিকার বিরোধিতা আরও জোরালো হল রাজ্যস্তর থেকে।

Related articles

পহেলগামের জঙ্গি হামলার জবাব দিল ভারত, জয় ইন্ডিয়া! বললেন মুখ্যমন্ত্রী 

পহেলগামের জঙ্গি হামলার বদলা নিল ভারতীয় সেনা (Indian Army)। অপারেশন সিঁন্দুরের (Operation Sindoor) মাধ্যমে প্রায় ৯০ জঙ্গিকে মারল...

পহেলগামের প্রত্যাঘাতে খুশি স্বজনহারারা, জেনে নিন কেন ‘OPERATION SINDOOR’ নামকরণ

ভূস্বর্গের নৈসর্গিক সৌন্দর্য উপভোগ করতে গিয়ে চোখের সামনে সবটা শেষ হয়ে গেছিল গত বাইশে এপ্রিল। পহেলগামে (Pahelgam attack)...

রাতেই POK-তে হামলা, বুধের সকালে দেশজুড়ে অসামরিক মহড়া 

কাশ্মীরের পহেলগামে জঙ্গি হামলার প্রায় দু সপ্তাহ পর মঙ্গলবার মধ্যরাতে পাক অধিকৃত কাশ্মীরে হামলা চালালো ভারত (Indian Army...

আজ শীর্ষ আদালতে DA মামলার শুনানি, সুপ্রিম রায়ে নজর সরকারি কর্মচারীদের

আজ দেশের শীর্ষ আদালতে (Supreme Court) পশ্চিমবঙ্গ সরকারি কর্মচারীদের ডিএ মামলার শুনানি। গত বাজেটে রাজ্য সরকার (Government of...
Exit mobile version