Sunday, November 9, 2025

NEET বিরোধী প্রস্তাব পাস বিধানসভায়, ফের রাজ্যের হাতেই ডাক্তারির প্রবেশিকা?

Date:

NEET বি.রোধী প্রস্তাব পাস বিধানসভায়, ফের রাজ্য়ের হাতেই ডাক্তারির প্রবেশিকা?

মুখ্যমন্ত্রীর ঘোষণা অনুযায়ী বিধানসভায় পাস হল NEET বিরোধী বিল। পরিষদীয় মন্ত্রী শোভনদেব চট্টোপাধ্যায় বুধবার বিধানসভায় এই প্রস্তাব আনেন। তিনি দাবি করেন স্বাধীনতার পরে দেশের সব থেকে বড় দুর্নীতি এই কেলেঙ্কারি। রাজ্যের হাতে এই পরীক্ষার ভার যতদিন ছিল ততদিন কোনও দুর্নীতি হয়নি উদাহরণ তুলে ধরে ফের ডাক্তারির প্রবেশিকা পরীক্ষার দায়িত্ব রাজ্যগুলির হাতে তুলে দেওয়ার দাবি ওঠে বিধানসভায়।

ইতিমধ্যেই তামিলনাড়ু ও কেরালা এই পরীক্ষার বিরুদ্ধে বিধানসভায় প্রস্তাব পাশ করেছে। মুম্বই থেকে ফেরার পরে মুখ্যমন্ত্রীর মমতা বন্দ্যোপাধ্যায় জানিয়েছিলেন রাজ্যের বিধানসভাতেও NEET বিরোধী প্রস্তাব আনা হবে। সেই মতো বুধবার এই প্রস্তাব এনে পরিষদীয় মন্ত্রী দাবি করেন, কেন্দ্রীয় সরকারের নতুন শিক্ষানীতিতে সমগ্র শিক্ষা ব্যবস্থাকে চারটি সি-এর উপর দাঁড় করিয়ে দেওয়া হয়েছে। এগুলি হল কেন্দ্রীকরণ বা সেন্ট্রালাইজেশন বাণিজ্যিকীকরণ বা কমার্শিয়ালাইজেশন সাম্প্রদায়িকরণ বা কমিউনালাইজেশন এবং দুর্নীতি বা করাপশন। NEET দুর্নীতি তার মধ্যে অন্যতম।

রাজ্যের শিক্ষামন্ত্রী এই দুর্নীতিতে যতটুকু পর্দা সরেছে, তাকে হিমশৈলের চূঁড়া বলে দাবি করেন। তিনি বলেন, নিট নিয়ে গন্ডগোলের দুটো ধাপ বা স্তর আছে। একটা গ্রেস, আরেকটা নাম্বার জালিয়াতি। লুকিয়ে চুরিয়ে বিপুল সংখ্যক পরীক্ষার্থীকে গ্রেস দেওয়ার ফলে ২৪ লক্ষ পড়ুয়া ক্ষতিগ্রস্ত হয়েছেন। অন্যদিকে সরকার প্রশ্ন ফাঁসের অভিযোগ না মানলেও বিহার মহারাষ্ট্র রাজস্থান সহ বিভিন্ন রাজ্য থেকে প্রশ্ন অভিযুক্তদের গ্রেফতার করা হয়েছে বলে শিক্ষামন্ত্রী অভিযোগ করেন। তিনি বলেন, “নিট পরীক্ষায় যে প্রশ্ন ফাঁস হয়েছে কেন্দ্রীয় শিক্ষা মন্ত্রী তা স্বীকার করে নিয়েছেন। তা সত্ত্বেও নিট ইউ জি পরীক্ষা বাতিল করা হয়নি। আজ হিমশৈলর চূড়া বললাম। এর গভীরতা ও ঘণত্ব অনেক বেশি।”

সেই সঙ্গে এই ইস্যুতে নরেন্দ্র মোদিকে কটাক্ষ করে রাজ্যের শিক্ষামন্ত্রী দাবি করেন, “গোটা দেশে একজন চুপ করে আছেন নিট নিয়ে। তিনি হলেন দেশের প্রধানমন্ত্রী।” বাংলাকে নিয়ে তিন রাজ্যে প্রস্তাব পাস হওয়ায় এই প্রবেশিকার বিরোধিতা আরও জোরালো হল রাজ্যস্তর থেকে।

Related articles

বেঁচে থাকলে রবীন্দ্রনাথ-নজরুলকে অনুপ্রবেশকারী বলে দাগিয়ে দিত! পুরুলিয়ার সভা থেকে বিজেপিকে আক্রমণ দেবাংশুর

ভাগ্যিস রবীন্দ্রনাথ, নজরুল বেঁচে নেই। নইলে বিজেপি রবীন্দ্রনাথকে রোহিঙ্গা ও নজরুলকে অনুপ্রবেশকারী বলে দাগিয়ে দিত। শনিবার পুরুলিয়া শহরের...

টাকা পেয়েও কাজে দেরি! ‘বাংলার বাড়ি’ নিয়ে কড়া প্রশাসন, রিপোর্ট চাইল নবান্ন

প্রথম দফায় ১ লক্ষ ২০ হাজার টাকা পাওয়ার পরও বহু উপভোক্তা এখনও ‘বাংলার বাড়ি’ প্রকল্পের কাজ শুরু করেননি।...

ঝুলনের চোখে বাংলার সেরা ক্রিকেটার রিচা, মহিলা ক্রিকেটের প্রশংসায় পঞ্চমুখ সৌরভ

বাংলার বিশ্বকাপ জয়ী একমাত্র ক্রিকেট তারকা রিচা ঘোষের (Richa Ghosh) সম্বর্ধনা অনুষ্ঠানে শনিবার ইডেন গার্ডেন্সে বিশেষ অনুষ্ঠানের আয়োজন...

সৌরভ ছাড়া অন্য কারও ICC সভাপতি থাকার কথা নয়: বললেন ‘ঠোঁটকাটা’ মমতা

ছিল বিশ্বজয়ী ক্রিকেটার রিচা ঘোষের (Richa Ghosh) সংবর্ধনা অনুষ্ঠান। শনিবার ইডেনে সেই অনুষ্ঠানে বোমা ফাটালেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের...
Exit mobile version