Saturday, November 8, 2025

প্রথমবার সংসদে গিয়েই ‘কুকথার’ ফোয়ারা অভিজিতের! ক্ষমা চাইতে বাধ্য হল বিজেপি

Date:

প্রথমবার সংসদে গিয়েই কুকথার ফোয়ারা ছোটাচ্ছেন বিজেপি (BJP) সাংসদ অভিজিৎ গঙ্গোপাধ্যায় (Abhijit Ganguli)। এবার তাঁর বক্তব্যের লোকসভায় ক্ষমা চাইল বিজেপি। বৃস্পতিবার, অধিবেশনের শুরুতেই সংসদ-বিষয়ক মন্ত্রী কিরেণ রিজিজু (Kiren Rijiju) বলেন, যে মন্তব্য করা হয়েছে তাতে সংসদের মর্যাদা ক্ষুণ্ণ হয়েছে। এই ধরনের মন্তব্য কাঙ্ক্ষিত নয়। এর জন্য আমি দুঃখ প্রকাশ করছি। কোনও সাংসদ এই ধরনের মন্তব্য করে থাকলে অধ্যক্ষের হাতে ক্ষমতা আছে তাঁর বিরুদ্ধে যথাযথ ব্যবস্থা নেওয়ার। যদিও রিজিজু অভিজিতের নাম করেননি।

স্বভাব-উদ্ধত অভিজিৎ এখন আর বিচারপতি নেই। এজলাসে বসে তাঁর কুকথা, রাজনৈতিক পক্ষপাতদুষ্ট মন্তব্য করতেন তিনি। সংসদে গিয়েও নিজেকে সামলাতে পারছেন না তিনি। সেটাকে নিজের এজলাস ভেবে নিয়েছিলেন বিজেপি সাংসদ। তাই বুধবার তালজ্ঞান হারিয়ে কংগ্রেস সাংসদ তরুণ গগৈকে স্টুপিড বলেছেন। এই প্রথম সংসদে পা দিয়েই কুকথা বলায় বিজেপির অন্দরেই ব্যাপক ক্ষোভের সৃষ্টি হয়েছে। সংসদে কার্যত নাককাটা গিয়েছে তাদের। এই ধরনের ঘটনা যাতে ভবিষ্যতে আর না ঘটে, সে-ব্যাপারে কড়া ভাবেই সতর্ক করেন স্পিকার ওম বিড়লা।

বুধবার সাংসদ তথা প্রাক্তন বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায় যখন বাজেট নিয়ে বক্তব্য রাখছিলেন, সেই সময় কংগ্রেস সাংসদ তথা লোকসভার উপ-দলনেতা গৌরব গগৈ মহাত্মা গান্ধীর হত্যাকারী নাথুরাম গডসের প্রসঙ্গ তোলেন। তাঁকে জবাব দিতে গিয়ে অভিজিৎ গঙ্গোপাধ্যায় বলেন, স্টুপিডের (নির্বোধ) মতো কথা বলবেন না। রিজিজু বলেন, আমি কাউকে বাঁচানোর চেষ্টা করব না। কে উস্কানি দিয়েছে, সে-কথাও বলতে চাই না। তবে সংসদের মর্যাদা নষ্ট হওয়া উচিত নয়। স্পিকার বলেন, সংসদের মর্যাদা অক্ষুণ্ণ রেখে কথা বলতে হবে সাংসদদের। সবাইকে বলব, এমন শব্দ ব্যবহার করবেন না, যাতে মর্যাদায় আঘাত লাগে। সে বক্তব্যের মধ্যেই হোক বা আসনে বসেই হোক।






Related articles

মতুয়া-ফায়দা লোটার চেষ্টা: অনশন মঞ্চে হঠাৎ হাজির বাম-কংগ্রেস!

বাংলার শাসকদল তৃণমূলের বিরোধিতা করাই বাংলার বাম নেতৃত্ব ও কংগ্রেসের নেতা কর্মীদের স্বভাবসিদ্ধ। বিরোধিতার পর্যায়টা এক এক সময়ে...

জন্মদিনে চরম অসৌজন্য! অভিষেককে নিয়ে বিজেপির পোস্টে সরব নেটদুনিয়া

বাংলায় বরাবর সৌজন্যের রাজনীতি দেখিয়ে এসেছে সব রাজনৈতিক দল। বাম আমলে সিপিআইএম নেতা থেকে তৃণমূল বা কংগ্রেস নেতাদের...

আইএসএল নিয়ে প্রবল অনিশ্চয়তা, অনুশীলনই বন্ধ রাখল মোহনবাগান

অনির্দিষ্টকালের জন্য বন্ধ থাকবে মোহনবাগানের(Mohun Bagan) সিনিয়র দলের অনুশীলন। খবর অনুযায়ী, আইএসএল নিয়ে প্রবল অনিশ্চয়তা। টেন্ডার সংক্রান্ত বিষয়...

জন্মদিনে মানুষের ভালবাসা মনে করিয়ে দেয় কর্তব্য: ভিড়ে মিশে গেলেন অভিষেক

সকাল হওয়ার অপেক্ষা নয়। রাত ১২টা বাজার অপেক্ষায় ছিল বাংলার বিপুল জনতা। জননেতা, তৃণমূল সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক...
Exit mobile version