চোপড়ায় অভিযানে গিয়ে আক্রান্ত পুলিশ, জলপাইগুড়িতে অল্পের জন্য প্রাণ রক্ষা!

উত্তর দিনাজপুরের চোপড়ায় (Chopra North Dinajpur) দুষ্কৃতীরাজ, বুধবার রাতে অভিযানে গিয়ে আক্রান্ত পুলিশ। ধারাল অস্ত্র নিয়ে চালানো হল হামলা। ঘটনায় গুরুতর জখম চার পুলিশ কর্মী। আহত পুলিশ কর্মীদের উদ্ধার করে শিলিগুড়ির একটি বেসরকারি হাসপাতালে ভর্তি করা হয়েছে।

চোপড়ার পাশাপাশি জলপাইগুড়িতেও পুলিশের উপর গুলি চালায় দুষ্কৃতীরা। তিন রাউন্ড গুলি চালিয়ে সেখান থেকে পালিয়ে যায় বলেই স্থানীয় সূত্রে খবর মিলেছে। বুধবার গভীর রাতে জলপাইগুড়ির দিন বাজার এলাকায় নাকা চেকিং করছিলেন জলপাইগুড়ি থানার পুলিশ আধিকারিকরা। সন্দেহভাজন গাড়ি দেখে ভেতরে থাকা ব্যক্তিদের জিজ্ঞাসাবাদ করতেই পালিয়ে যাওয়ার চেষ্টা করে তারা। দুষ্কৃতীদের ধাওয়া করেন পুলিশ কর্মীরা। অভিযোগ, সেই সময় পুলিশ কর্মীদের গাড়ি লক্ষ্য করে গুলি চালায় ওই দলটি। পুলিশ সূত্রে খবর, অন্তত তিন রাউন্ড গুলি চালিয়ে পালিয়ে যায় দুষ্কৃতী দল। গোটা ঘটনায় তদন্ত শুরু হয়েছে। অল্পের জন্য প্রাণ রক্ষা কোতোয়ালি থানার পুলিশের।