Monday, August 25, 2025

মার্কিন নাগরিকদের ভারত ভ্রমণে নিষেধাজ্ঞা! হোয়াইট হাউসের নির্দেশিকায় মুখ পুড়ল দিল্লির 

Date:

নিরাপত্তার ইস্যুকে সামনে রেখে ভারতের বেশ কিছু রাজ্যে মার্কিন নাগরিকদের ভ্রমণে নিষেধাজ্ঞা জারি করল হোয়াইট হাউস (White house)। তালিকায় নাম রয়েছে মনিপুর (Manipur), জম্মু ও কাশ্মীরের(Jammu and Kashmir) মতো পর্যটনের অন্যতম গুরুত্বপূর্ণ দুই রাজ্য। এর পাশাপাশি মাওবাদী অধ্যুষিত পূর্ব ও মধ্য ভারতের বেশকিছু এলাকাতেও এড়িয়ে যাওয়ার কথা বলা হয়েছে। আমেরিকার বিদেশ দফতর থেকে জারি করা ‘ভারত ভ্রমণ সংক্রান্ত সংশোধিত পরামর্শ’ (USA Travel Advisory) শীর্ষক ওই নির্দেশিকায় বলা হয়েছে, অপরাধ এবং সন্ত্রাসবাদ বাড়ার কারণে ভারত ভ্রমণের ক্ষেত্রে ঝুঁকি বেড়েছে। সেই কারণেই এই সতর্কবার্তা জারি করা হয়েছে। বলাইবাহুল্য মোদি ঘনিষ্ঠ বাইডেনের দেশের এই নির্দেশিকায় মুখ পুড়ল নয়া দিল্লির। প্রধানমন্ত্রী হওয়ার পর নরেন্দ্র মোদিকে (Narendra Modi) একাধিকবার আমেরিকা সফরে যেতে দেখা গেছে। ভারতীয় বিদেশ মন্ত্রকের তরফে গর্ব করে বাইডেন সরকারের সঙ্গে এদেশের সখ্যতার কথা প্রচার করা হয়। অথচ দেখা গেল নিজের দেশের নাগরিকদের ভারতে ঘুরতে যেতেই বাধা দিচ্ছে আমেরিকার সরকার। গত কয়েক মাসে দেশের একাধিক শহরে যেভাবে বিদেশি পর্যটকদের হেনস্থা, এমনকি ধর্ষিত হওয়ার খবর সামনে এসেছে তাতে হোয়াইট হাউজের এই সিদ্ধান্তে যথেষ্ট ব্যাকফুটে নতুন কেন্দ্রের NDA সরকার।

বিগত এক দেড় বছর ধরে অশান্তির কারণে বারবার খবরের শিরোনামে উঠে এসেছে উত্তর পূর্বের রাজ্য মনিপুর। জম্মু ও কাশ্মীর-সহ পাকিস্তান সীমান্তের বিভিন্ন এলাকায় ক্রমাগত সন্ত্রাসবাদি হামলায় নিজেদের দেশের নাগরিককে সেখানে পাঠাতে ভয় পাচ্ছে আমেরিকা। যদিও পূর্ব লাদাখ এবং লেহ-তে যাওয়ার ক্ষেত্রে কোনও সতর্কতা জারি করা হয়নি কিন্তু বাইডেন সরকারের সিদ্ধান্তে ভারতের পর্যটন শিল্প ক্ষতিগ্রস্ত হওয়ার আশঙ্কা তৈরি হয়েছে। বিদেশি পর্যটকদের ভ্রমণসূচি বাতিল হওয়া এদেশের পর্যটন ব্যবসার ক্ষেত্রে শুভ লক্ষণ নয়। মার্কিন নাগরিকদের ভ্রমণের সুরক্ষার নিরিখে সামগ্রিকভাবে ভারতকে লেভেল ২-এ রাখা হয়েছে। কিন্তু দেশের বেশ কয়েকটি অংশকে (কাশ্মীর, মনিপুর, মধ্য এবং পূর্ব ভারতের কিছু এলাকা) লেভেল ৪-এ রাখা হয়েছে।


Related articles

দার্জিলিংয়ে প্রথম ইঞ্জিনিয়ারিং কলেজ, তাকদায় সূচনা নতুন দিগন্তের

চলতি সপ্তাহেই নতুন দিগন্ত খুলতে চলেছে দার্জিলিং পাহাড়ে। প্রথমবারের জন্য পাহাড় পাচ্ছে একটি ইঞ্জিনিয়ারিং কলেজ। সরকারি-বেসরকারি যৌথ উদ্যোগে...

ঘোষণা ছাড়াই টালিগঞ্জ থেকেই ঘুরছে মেট্রো! স্বস্তি উড়েছে যাত্রীদের

কথা দিয়ে কথা রাখছে না মেট্রো! কোনও ঘোষণা ছাড়াই নিজেদের ইচ্ছেমতো ট্রেন চালাচ্ছে মেট্রো কর্তৃপক্ষ। আর তাতেই ক্ষোভ...

গাজায় সাংবাদিকসহ ১৯ জনের মৃত্যু! নীরব নেতানিয়াহু

দুর্ভিক্ষপীড়িত গাজায় ফের রক্তক্ষয়ী হামলা চালাল ইজরায়েলি সেনা। সোমবার দুপুরে গাজার খান ইউনিসের নাসের হাসপাতালে একাধিক ক্ষেপণাস্ত্র ও...

শ্রমশ্রী প্রকল্পে ভুয়ো আবেদন রুখতে কড়া নজরদারি রাজ্যের 

ঘরে ফেরা পরিযায়ী শ্রমিকদের জন্য ঘোষিত শ্রমশ্রী প্রকল্পে প্রকৃত ও যোগ্য প্রার্থীরাই সুযোগ পান, তা নিশ্চিত করতে বিশেষ...
Exit mobile version