Wednesday, November 5, 2025

বিজেপির বাংলা ভাগের চক্রান্ত, দিল্লিতে গিয়ে প্রতিবাদের বার্তা মুখ্যমন্ত্রীর

Date:

বিজেপির নেতা থেকে মন্ত্রী, বাংলা ভাগের চক্রান্তের বিরোধিতায় সরব মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banerjee)। একেবারে জেলার নাম উল্লেখ করে সংসদে দাঁড়িয়ে বিজেপির সাংসদ যেভাবে বাংলা ভাগের ছক কষেছেন, তার প্রতিবাদ দিল্লিতে গিয়ে নীতি আয়োগের (Niti Aayog) বৈঠকেও তোলার বার্তা দিলেন মমতা বন্দ্যোপাধ্যায়। মন্ত্রী থেকে বিজেপি নেতা, নাম না করে ‘অ্যাটিটিউট’কে (attitude) কটাক্ষ মুখ্যমন্ত্রীর।

বৃহস্পতিবারই সংসদে দাঁড়িয়ে ঝাড়খণ্ডের বিজেপি সাংসদ নিশিকান্ত দুবে (Nishikant Dubey) বাংলার মালদহ ও মুর্শিদাবাদকে কেন্দ্রশাসিত অঞ্চল করার দাবি জানান। অন্যদিকে কেন্দ্রীয় মন্ত্রী তথা রাজ্যের বিজেপি সাংসদ সুকান্ত মজুমদারও (Sukanta Majumder) উত্তর বাংলাকে ভাগ করার বার্তা প্রধানমন্ত্রীকে জানানোর কথা প্রকাশ্যে ঘোষণা করেন। শুক্রবার দিল্লি রওনা দেওয়ার আগে সেই বিজেপি নেতা মন্ত্রীদের একহাত নেন রাজ্যের মুখ্যমন্ত্রী। তিনি বলেন, “যা আচরণ মন্ত্রী থেকে গোটা বিজেপি দলের। বাংলাকে ভাগ করার চক্রান্ত। একদিকে অর্থনৈতিক অবরোধ (blockade), জিওগ্রাফিকাল অবরোধ, পলিটিকাল অবরোধ। বিভিন্ন দিক দিয়ে ঘিরে দেশটাকে টুকরো টুকরো করে দেওয়ার পরিকল্পনা।”

সেই সঙ্গে বিজেপি পদ্ধতিগতভাবে বাংলা ও দেশভাগের চক্রান্তের প্রতিবাদ করে মুখ্যমন্ত্রীর জবাব, “সংসদের অধিবেশন চলাকালীন মন্ত্রী নিজে বাংলা ভাগের বক্তব্য রাখছেন। তারপর থেকে বিভিন্ন দলীয় কর্মী বিভিন্ন ধরনের বক্তব্য দিচ্ছেন। বিহার, ঝাড়খণ্ড, অসম, বাংলাকে ভাঙার বক্তব্য দিচ্ছেন। আমরা তীব্র নিন্দা করছি এই আচরণের। বাংলাকে ভাগ করার অর্থ ভারতকে ভাগ করা। আমরা এটা সমর্থন করি না।”

Related articles

বিলাসপুরের ট্রেন দুর্ঘটনায় মৃত বেড়ে ৮: মৃত চালকের উপরই দায় চাপানোর চেষ্টা!

বরাবর যেভাবে ট্রেন দুর্ঘটনায় মৃত ট্রেনের চালকের উপর দায় চাপিয়ে অব্যবস্থা ও পরিকাঠামোর অভাবকে ঢাকা দেওয়ার চেষ্টা করে...

ঠাকুরবাড়িতে প্রকাশ্যে ঘরোয়া কোন্দল! শান্তনুর সঙ্গ ছাড়লেন দাদা সুব্রত 

মতুয়া সংগঠন ঘিরে দীর্ঘদিনের অন্দরের টানাপোড়েন এবার প্রকাশ্যে। পারিবারিক অশান্তি এবং সংগঠনের ক্ষমতা ভাগাভাগি নিয়ে ঠাকুরবাড়িতে দেখা দিল...

বিরোধীদের কুৎসায় কালি: রাজ্যে SIR প্রক্রিয়ার প্রথমদিন শান্তিপূর্ণ, তথ্য পেশ কমিশনের

নির্বাচন কমিশনের তরফে বিএলও। রাজনৈতিক দলের তরফে বিএলএ। রাজ্যের নাগরিক ভোটার। এই তিনের সমন্বয়ে মঙ্গলবার থেকে গোটা রাজ্যে...

খুব তাড়াতাড়ি আসবেন কলকাতায়, মুখ্যমন্ত্রীর শুভেচ্ছাবার্তার উত্তরে জানান শাহরুখ

রবিবার শাহরুখ খানের ৬০তম জন্মদিন ছিল। এদিন শাহরুখকে শুভেচ্ছা জানিয়েছিলেন বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। সেই শুভেচ্ছার এবার উত্তর...
Exit mobile version