Saturday, November 8, 2025

ভয়াবহ অগ্নিকাণ্ড গিরীশ পার্কে! অগ্নিদগ্ধ ১, ঘণ্টা দেড়েকের চেষ্টায় নিয়ন্ত্রণে 

Date:

ফের কলকাতায় (Kolkata) অগ্নিকাণ্ড (Fire)! শুক্রবার সকালে উত্তর কলকাতার গিরীশ পার্ক (Girish Park) থানা এলাকার ছাতুবাবুর বাজারের কাছে একটি টিনের চালের বাড়িতে আচমকাই আগুন লেগে যায়। কালো ধোঁয়ায় ঢেকে যায় গোটা এলাকা। এদিকে অগ্নিকাণ্ডের খবর পেতেই ঘটনাস্থলে পৌঁছয় দমকলের পাঁচটি ইঞ্জিন। শেষ পাওয়া খবর ঘণ্টা দেড়েকের চেষ্টায় নিয়ন্ত্রণে আসে আগুন। আগুন লাগার খবর পেয়েই ঘটনাস্থলে পৌঁছন রাজ্যের মন্ত্রী শশী পাঁজা (Sashi Panja)।

তবে এদিন আগুন লাগার পরপরই বাড়ির ভিতরে থাকা সদস্যরা আতঙ্কিত হয়ে বাইরে বেরিয়ে আসেন। তবে সূত্রের খবর একজনের অগ্নিদগ্ধ হওয়ার খবর পাওয়া গিয়েছে। তাঁকে ইতিমধ্যে ভর্তি করা হয়েছে হাসপাতালে। ঘটনাকে কেন্দ্র করে রীতিমতো চাঞ্চল্য ছড়িয়েছে এলাকায়। সূত্রের খবর, শুক্রবার সকাল সাড়ে আটটা নাগাদ গিরিশ পার্ক থানা সংলগ্ন ছাতুবাবুর বাজারের কাছে একটি বাড়ি থেকে গলগল করে কালো ধোঁয়া বের হতে দেখা যায়। তড়িঘড়ি খবর দেওয়া হয় দমকলে। এদিকে ঘিঞ্জি এলাকা হওয়ায় দ্রুত গতিতে ছড়াতে থাকে আগুন। দগ্ধ হন একজন। এদিকে ঘটনাস্থলে পৌঁছে যুদ্ধকালীন তৎপরতায় আগুন আয়ত্তে আনার কাজ শুরু করেন দমকল আধিকারিকরা। বাড়ি থেকে বের করে আনা হয় বাসিন্দাদের।

প্রাথমিকভাবে মনে করা হচ্ছে, গ্যাস সিলিন্ডার ফেটে এই ভয়াবহ অগ্নিকাণ্ড। যদিও এখনই অগ্নিকাণ্ডের কারণ নিশ্চিতভাবে বলা সম্ভব নয়। তবে বর্তমানে আগুন নিয়ন্ত্রণে এলেও বাড়িতে থাকা সমস্ত জিনিস পুড়ে ছাই হয়ে গিয়েছে। এদিন ঘিঞ্জি এলাকা হওয়ায় আগুন নিয়ন্ত্রণে আনতে বেগ পেতে হয় দমকলকে। প্রায় দেড়ঘণ্টার চেষ্টায় আয়ত্তে আসে আগুন। মন্ত্রী শশী পাঁজা বলেন, অত্যন্ত দ্রুততার সঙ্গে নিয়ন্ত্রণে এসেছে আগুন। তবে ঠিক কী কারণে আগুন লাগল তা জানার চেষ্টা চলছে। তবে ঘিঞ্জি এলাকায় আগুন লাগায় তা বিধ্বংসী আকার নেয়। সমস্ত পরিস্থিতি খতিয়ে দেখা হচ্ছে।


Related articles

টাকা পেয়েও কাজে দেরি! ‘বাংলার বাড়ি’ নিয়ে কড়া প্রশাসন, রিপোর্ট চাইল নবান্ন

প্রথম দফায় ১ লক্ষ ২০ হাজার টাকা পাওয়ার পরও বহু উপভোক্তা এখনও ‘বাংলার বাড়ি’ প্রকল্পের কাজ শুরু করেননি।...

ঝুলনের চোখে বাংলার সেরা ক্রিকেটার রিচা, মহিলা ক্রিকেটের প্রশংসায় পঞ্চমুখ সৌরভ

বাংলার বিশ্বকাপ জয়ী একমাত্র ক্রিকেট তারকা রিচা ঘোষের (Richa Ghosh) সম্বর্ধনা অনুষ্ঠানে শনিবার ইডেন গার্ডেন্সে বিশেষ অনুষ্ঠানের আয়োজন...

সৌরভ ছাড়া অন্য কারও ICC সভাপতি থাকার কথা নয়: বললেন ‘ঠোঁটকাটা’ মমতা

ছিল বিশ্বজয়ী ক্রিকেটার রিচা ঘোষের (Richa Ghosh) সংবর্ধনা অনুষ্ঠান। শনিবার ইডেনে সেই অনুষ্ঠানে বোমা ফাটালেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের...

বঙ্গ রাজনীতিতে নতুন দল! চেয়ারম্যান হিসাবে নিজের নাম ঘোষণা হুমায়ুন কবীরের

বারবার দল বিরোধী কথাবার্তা। দলের পদক্ষেপ নিয়ে প্রকাশ্যে সমালোচনা। এবার মুখোশ খুলল হুমায়ুন কবীরের। তিনি এবার নিজেই দল...
Exit mobile version