Wednesday, November 5, 2025

পক্ষপাতিত্ব মানব না, নীতি আয়োগের বৈঠকে ‘প্রতিবাদ’ করতে দিল্লি রওনা মুখ্যমন্ত্রীর

Date:

রাজ্যের প্রতি বঞ্চনা। বিজেপি বিরোধী সব রাজ্যের প্রতি বঞ্চনার প্রতিবাদ করতে নীতি আয়োগের বৈঠকে যোগ দেবেন বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banerjee)। আগে থেকে এই বৈঠকে যোগ দেওয়ার কথা জানিয়েছিলেন বাংলার মুখ্যমন্ত্রী। শুক্রবার সাংসদ অভিষেক বন্দ্যোপাধ্যায়কে (Abhishek Banerjee) নিয়ে দিল্লি রওনা দেওয়ার আগে কেন্দ্রের সামনে তীব্র প্রতিবাদের বার্তা দিলেন রাজ্যের মুখ্যমন্ত্রী।

কেন্দ্রীয় বাজেটে (Central Budget 2024) বিরোধী রাজ্যগুলির প্রতি বঞ্চনা নিয়ে দিল্লি রওনা দেওয়ার আগেই সরব হয়ে মমতা বলেন, “সাতদিন আগে লিখিত বক্তব্য চাওয়া হয়েছিল। সেই বক্তব্য জমা পড়ার সাতদিন পরে বাজেট হয়েছে। বাজেটে যেভাবে বাংলা সহ বিরোধী রাজ্যলোকে বঞ্চনা করা হয়েছে। বিমাতৃ সুলভ আচরণ করা হয়েছে। এই রাজনৈতিক পক্ষপাতিত্ব (biasness) মেনে নিতে পারছি না।”

এরই প্রতিবাদ তিনি নীতি আয়োগের বৈঠকে জানাবেন। মুখ্যমন্ত্রী বলেন, “এই পদক্ষেপের আমরা তীব্র নিন্দা করছি। এই পরিস্থিতিতে আমাদের ভয়েস রেকর্ড (voice record) করা উচিত। আমি অল্প কিছুক্ষণ থাকব, ভয়েস রেকর্ড করতে দিলে করব। নাহলে প্রতিবাদ করব। করে বেরিয়ে আসব।”

সেই সঙ্গে তিনি জানান ঝাড়খণ্ডের মুখ্যমন্ত্রী হেমন্ত সোরেনও (Hemant Soren) যোগ দিচ্ছেন নীতি আয়োগের বৈঠকে। বাংলার মত ঝাড়খণ্ডও কেন্দ্রীয় বাজেটে বঞ্চনার শিকার। দুই প্রতিবেশী রাজ্যের মুখ্যমন্ত্রী তাঁদের রাজ্যের জন্য কেন্দ্রের বঞ্চনার প্রতিবাদ করার পাশাপাশি বিরোধী রাজ্যগুলির প্রতিনিধিত্ব করারও বার্তা দেন মমতা। তিনি জানান, “চেষ্টা করব আমার রাজ্যের হয়ে কথা বলার। আমাদের তরফ থেকে আমরা সবার জন্য কথা বলব।”

Related articles

বিলাসপুরের ট্রেন দুর্ঘটনায় মৃত বেড়ে ৮: মৃত চালকের উপরই দায় চাপানোর চেষ্টা!

বরাবর যেভাবে ট্রেন দুর্ঘটনায় মৃত ট্রেনের চালকের উপর দায় চাপিয়ে অব্যবস্থা ও পরিকাঠামোর অভাবকে ঢাকা দেওয়ার চেষ্টা করে...

ঠাকুরবাড়িতে প্রকাশ্যে ঘরোয়া কোন্দল! শান্তনুর সঙ্গ ছাড়লেন দাদা সুব্রত 

মতুয়া সংগঠন ঘিরে দীর্ঘদিনের অন্দরের টানাপোড়েন এবার প্রকাশ্যে। পারিবারিক অশান্তি এবং সংগঠনের ক্ষমতা ভাগাভাগি নিয়ে ঠাকুরবাড়িতে দেখা দিল...

বিরোধীদের কুৎসায় কালি: রাজ্যে SIR প্রক্রিয়ার প্রথমদিন শান্তিপূর্ণ, তথ্য পেশ কমিশনের

নির্বাচন কমিশনের তরফে বিএলও। রাজনৈতিক দলের তরফে বিএলএ। রাজ্যের নাগরিক ভোটার। এই তিনের সমন্বয়ে মঙ্গলবার থেকে গোটা রাজ্যে...

খুব তাড়াতাড়ি আসবেন কলকাতায়, মুখ্যমন্ত্রীর শুভেচ্ছাবার্তার উত্তরে জানান শাহরুখ

রবিবার শাহরুখ খানের ৬০তম জন্মদিন ছিল। এদিন শাহরুখকে শুভেচ্ছা জানিয়েছিলেন বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। সেই শুভেচ্ছার এবার উত্তর...
Exit mobile version