Thursday, August 28, 2025

৩১ ডিসেম্বরের মধ্যে বকেয়া টাকা দিন, রাজ্যের উন্নয়নের খতিয়ান তুলে ধরে কেন্দ্রকে তোপ মানসের

Date:

কেন্দ্রের বঞ্চনার বিরুদ্ধে এবার কড়া হুঁশিয়ারি দিলেন জল সম্পদ উন্নয়নমন্ত্রী মানস ভুঁইয়া। শুক্রবার কলকাতায় নিজের দফতরে সাংবাদিক বৈঠকে কেন্দ্রকে একহাত নিয়ে তিনি বলেন, আগামী ৩১ ডিসেম্বরের মধ্যে কেন্দ্রীয় সরকার অর্থ বরাদ্দ না করলে, রাজ্যে সরকার নিজেরাই প্রকল্প রূপায়ণে অগ্রসর হবে। এ জন্য প্রয়োজনীয় অর্থ রাজ্য সরকারই দেবে বলে জলসম্পদ উন্নয়ন মন্ত্রী মানস ভুঁইয়া জানিয়েছেন।

মন্ত্রী এদিন জানান, ঘাটাল মাস্টার প্ল্যান-সহ রাজ্যের বেশকিছু গুরুত্বপূর্ণ প্রকল্প কেন্দ্রীয় বরাদ্দের অভাবে শুরু হতে পারছে না। তাই আমাদের জনদরদী মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় রাজ্যের কোষাগার থেকেই এইসব প্রকল্পে রূপায়ণের সিদ্ধান্ত নিয়েছেন। ইতিমধ্যেই ঘাটাল মাস্টারপ্ল্যান, মুড়িগঙ্গার উপর সেতু-সহ একাধিক প্রকল্পে টাকা বরাদ্দের কথা ঘোষণা করেছেন। এই মর্মেই তিনি কেন্দ্রকে হুঁশিয়ারি দিয়েছেন। ডেডলাইন দিয়ে জানিয়ে দিয়েছেন, কেন্দ্র যা সিদ্ধান্ত নেওয়ার ৩১ ডিসেম্বরের মধ্যে নিক। তারপর রাজ্য নিজের সিদ্ধান্তেই চলবে। মন্ত্রী জানান, ক্ষুদ্র সেচের প্রসারে তার দফতর ২ হাজার ২৮৮টি সেচ-প্রকল্প বসিয়েছে। এতে ৫৫ হাজার ৮৫৬ হেক্টর জমি সেচসেবিত হয়েছে। এ জন্য ব্যয় হয়েছে প্রায় ৫১২ কোটি টাকা।

তিনি জানান, সুন্দরবন এলাকায় ৬০০ কিলোমিটার লবণাক্ত জমিতে সংরক্ষিত বৃষ্টির জল থেকে কৃষিকাজ করা হয়েছে। ৩ লক্ষ ৯৬ হাজার পুকুর খনন হয়েছে জল ধরো জল ভরো প্রকল্পে। এক বছরে ৯১৭৯টি জল ধরো জলভরা প্রকল্প করতে সক্ষম হয়েছি আমরা। ২২ হাজার ৫২৫টি পরিবার তারপরে উপকৃত হয়েছে। এছাড়া আরও নানা জনমুখী প্রকল্প নেওয়া হয়েছে।

আরও পড়ুন- মুখ্যমন্ত্রী কেজরিওয়ালের বাসভবনে মমতা, পাশে থাকার বার্তা

 

Related articles

রজতজয়ন্তীতে ডব্লিউবিএনইউজেএসকে উচ্চ প্রশংসা, মুখ্যমন্ত্রীকে ধন্যবাদ প্রধান বিচারপতির

কলকাতার পশ্চিমবঙ্গ জাতীয় আইন বিশ্ববিদ্যালয় (ডব্লিউবিএনইউজেএস)-এর উৎকর্ষতা এখন বেঙ্গালুরুর থেকেও এগিয়ে—রজতজয়ন্তী অনুষ্ঠানে এমন মন্তব্য করলেন কলকাতা হাই কোর্টের...

এসএসসি নিয়োগ পরীক্ষা পিছবে না, আবেদন খারিজ করল সুপ্রিম কোর্ট 

স্কুল সার্ভিস কমিশনের নিয়োগ পরীক্ষা পিছিয়ে দেওয়ার দাবিতে সুপ্রিম কোর্টে মামলা করেও লাভ হলো না কিছু প্রার্থীর। দেশের...

যাত্রীদের জন্য দুঃসংবাদ! রবিবার টালিগঞ্জ থেকে ক্ষুদিরাম পর্যন্ত বন্ধ মেট্রো 

কলকাতার ব্লু লাইনের যাত্রীদের জন্য দুঃসংবাদ। আগামী রবিবার মহানায়ক উত্তম কুমার (টালিগঞ্জ) থেকে শহিদ ক্ষুদিরাম স্টেশন পর্যন্ত বন্ধ...

এনএইচএম কর্মীদের বড় উপহার, উৎসবের মুখে বোনাস ঘোষণা রাজ্যের 

উৎসবের দোরগোড়ায় জাতীয় স্বাস্থ্য মিশনের কাজে নিযুক্ত রাজ্যের স্বেচ্ছাসেবক ও চুক্তিভিত্তিক কর্মীদের জন্য বড় ঘোষণা করল রাজ্য সরকার।...
Exit mobile version