Saturday, January 10, 2026

নিটের প্রশ্নফাঁসকাণ্ডে স্কুল প্রিন্সিপালদের সঙ্গে জড়িত ডাক্তারি পড়ুয়ারাও! চাঞ্চল্যকর দাবি সিবিআইয়ের

Date:

Share post:

নিটকাণ্ডে (NEET) ফের প্রকাশ্যে এল চাঞ্চল্যকর তথ্য! আগেই তদন্তে নেমে পুড়ে যাওয়া কিছু প্রশ্নপত্র উদ্ধার করেছিল কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা সিবিআই (CBI)। তা থেকেই তারা জানতে পারল বেশকিছু তথ্য। সূত্রের খবর, এবার গ্রেফতার হতে পারেন হাজারিবাগের (Hazaribag) এক স্কুলের প্রিন্সিপালও (Principal)। কারণ সিবিআই-র দাবি এই প্রশ্ন চুরির সঙ্গে জড়িত রয়েছেন তিনি।

এদিকে সিবিআই নিটের প্রশ্নফাঁস সংক্রান্ত ইস্যুতে জানিয়েছে, গত ৫ মে ঝাড়খণ্ডের হাজারিবাগের ওয়েসিস স্কুল থেকে প্রশ্নফাঁস হয়েছিল। এই কাণ্ডের মূল পাণ্ডা পঙ্কজ কুমারের সঙ্গে যুক্ত ছিলেন ওই স্কুলের প্রিন্সিপাল, ভাইস-প্রিন্সিপালও। শুধু তাই নয়, প্রশ্ন চুরির পর তা পাঠিয়ে দেওয়া হত হাজারিবাগের একদল এমবিবিএস পড়ুয়ার কাছে। তারাই তা সমাধান করে দিত। এরপর একে একে সেগুলি টাকার বিনিময়ে বিক্রি করে দেওয়া হত পরীক্ষার্থীদের কাছে।

কেন্দ্রীয় গোয়েন্দা সংস্থার দাবি, এই কাজের জন্য মূল অভিযুক্তের মতো দায়ী ওয়েসিস স্কুলের প্রিন্সিপাল এবং ভাইস প্রিন্সিপাল। ট্রাঙ্ক-ভর্তি প্রশ্নপত্র তাঁদের স্কুলের কন্ট্রোল রুমেই রাখা হয়েছিল। সেখান থেকেই তা চুরি করা হয় এবং চারদিকে ছড়িয়ে দেওয়া হয়‌। সূত্রের খবর, ৩৫ থেকে ৬০ লক্ষ টাকায় ফাঁস হওয়া প্রশ্নপত্র কিনেছিলেন পড়ুয়ারা! চুক্তি ছিল, ডাক্তারিতে সুযোগ পেলে দিতে হবে আরও ২০ লক্ষ টাকা করে। এভাবে ১২০ থেকে ১৫০ জন পরীক্ষার্থীর কাছে গিয়েছিল এই ফাঁস হওয়া প্রশ্নপত্র। বিহারের পড়ুয়াদের জন্য রেট বাঁধা ছিল ৩৫-৪৫ লাখ টাকায়, আর অন্যদের জন্য ৫৫-৬০ লাখ টাকা।


spot_img

Related articles

হিমাচলে বাস দুর্ঘটনায় মৃত বেড়ে ১৪, রাজস্থানের জয়পুরে অডির ধাক্কায় আহত একাধিক!

হিমাচল প্রদেশের (Himachal Pradesh) সিরমৌর জেলার মর্মান্তিক দুর্ঘটনায় মৃতের সংখ্যা বেড়ে ১৪। শুক্রবার দুপুরে সিমলা থেকে রাজগড় হয়ে...

কঠিন, দুর্ভাগ্যজনক: ইডি তল্লাশিতে প্রতিক্রিয়া IPAC-এর, উদ্দেশ্য নিয়ে প্রশ্ন তৃণমূলের

নিজেদের কাজের ধরণ ও রাজনৈতিক সংযোগের উদাহরণ তুলে ধরে বৃহস্পতিবারের ইডি হানাকে কঠিন ও দুর্ভাগ্যজনক বলে দাবি করা...

নতুন করে কাজের চাপে আত্মঘাতী বিএলও! আতঙ্কে মৃত্যু দুই ভোটারেরও

নিজেদের কাজের টার্গেট পূরণের জন্য ক্রমশ চাপ বাড়ানো হচ্ছে রাজ্যে সরকারি কর্মী বিএলওদের উপর। তার জেরে ক্রমশ মৃত্যুর...

তাহেরপুরে অভিষেকের সভা: ভিড়ের ছবি বুঝিয়ে দিল মতুয়ারা কার পক্ষে

কিছুদিন আগে নদিয়ায় রানাঘাটে সভা করার কথা ছিল প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির। আবহাওয়ার কারণে তিনি সেখানে পৌঁছাতে না পেরে...