Sunday, November 9, 2025

বিল আটকে গাজোয়ারি! রাজ্যপাল-কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রককে নোটিশ সুপ্রিম কোর্টের

Date:

রাজভবনে (Rajbhawan) আটকে রয়েছে একাধিক বিল। দীর্ঘদিন হয়ে গেলেও সিভি আনন্দ বোস (CV Anand Bose) সেই বিলে সই করছেন না বলে অভিযোগ। যার পরিপ্রেক্ষিতে রাজভবনে (Rajbhawan) একাধিক বিল আটকে রয়েছে। সেই মামলায় এবার রাজভবনকে নোটিশ ধরাল সুপ্রিম কোর্ট (Supreme Court of India)। নোটিশ জারি করা হয়েছে কেন্দ্রীয় স্বরাষ্ট্র মন্ত্রকের (Union Home Affairs) জন্যও। রাজ্যপালের বিরুদ্ধে দিনকয়েক আগেই অভিযোগ তুলে সুপ্রিম কোর্টে মামলা দায়ের করে রাজ্য সরকার‌। তারপরই সুপ্রিম কোর্টের নোটিশে বেকায়দায় রাজ্যপাল সিভি আনন্দ বোস।

বৃহস্পতিবার শীর্ষ আদালতের প্রধান বিচারপতি ডিওয়াই চন্দ্রচূড়, বিচারপতি জেবি পার্দিওয়ালা এবং বিচারপতি মনোজ মিশ্রের বেঞ্চে এই মামলার শুনানি হয়। যদিও মৌখিকভাবে রাজ্যপালকে নোটিশ দেওয়ার কথা জানিয়েছেন প্রধান বিচারপতি। তবে রাজ্যের সাংবিধানিক প্রধান হওয়ার কারণে সংবিধানের রক্ষাকবচ রয়েছে রাজ্যপালের। সেকারণেই সিভি আনন্দ বোসের সচিবের বিরুদ্ধে মামলা দায়ের করে রাজ্য। উল্লেখ্য, রাজ্য বিধানসভায় যে বিলগুলি পাশ করা হয়, রাজ্যপালের সম্মতি পেলে তবেই তা আইনে পরিণত হতে পারে। সেই কারণে বিল স্বাক্ষরের জন্য পাঠানো হয় রাজভবনে।

কিন্তু রাজ্যের অভিযোগ, গত কয়েক মাসে প্রচুর বিল রাজভবনে জমা পড়ে রয়েছে। রাজ্যপাল কোনওটিতে সম্মতি দেননি। যেকারণে রাজ্যের সমস্যা প্রতিদিন বাড়ছিল। রাজ্যপাল বোসকে একাধিকবার অনুরোধ করলেও লাভের লাভ কিছুই হয়নি। এদিন রাজ্যের আইনজীবী সাফ জানিয়েছেন, এভাবে বিধানসভায় পাশ হওয়া বিল দীর্ঘদিন রাজভবন ফেলে রাখতে পারে না। এরপরই সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতি জানান, তাঁরা রাজভবন এবং কেন্দ্রীয় স্বরাষ্ট্র মন্ত্রককে এ বিষয়ে নোটিশ জারি করছেন। এখন দেখার নোটিশ পেয়ে রাজ্যপালের অবস্থানের কোন ও পরিবর্তন হয় কী না।


Related articles

বেঁচে থাকলে রবীন্দ্রনাথ-নজরুলকে অনুপ্রবেশকারী বলে দাগিয়ে দিত! পুরুলিয়ার সভা থেকে বিজেপিকে আক্রমণ দেবাংশুর

ভাগ্যিস রবীন্দ্রনাথ, নজরুল বেঁচে নেই। নইলে বিজেপি রবীন্দ্রনাথকে রোহিঙ্গা ও নজরুলকে অনুপ্রবেশকারী বলে দাগিয়ে দিত। শনিবার পুরুলিয়া শহরের...

টাকা পেয়েও কাজে দেরি! ‘বাংলার বাড়ি’ নিয়ে কড়া প্রশাসন, রিপোর্ট চাইল নবান্ন

প্রথম দফায় ১ লক্ষ ২০ হাজার টাকা পাওয়ার পরও বহু উপভোক্তা এখনও ‘বাংলার বাড়ি’ প্রকল্পের কাজ শুরু করেননি।...

ঝুলনের চোখে বাংলার সেরা ক্রিকেটার রিচা, মহিলা ক্রিকেটের প্রশংসায় পঞ্চমুখ সৌরভ

বাংলার বিশ্বকাপ জয়ী একমাত্র ক্রিকেট তারকা রিচা ঘোষের (Richa Ghosh) সম্বর্ধনা অনুষ্ঠানে শনিবার ইডেন গার্ডেন্সে বিশেষ অনুষ্ঠানের আয়োজন...

সৌরভ ছাড়া অন্য কারও ICC সভাপতি থাকার কথা নয়: বললেন ‘ঠোঁটকাটা’ মমতা

ছিল বিশ্বজয়ী ক্রিকেটার রিচা ঘোষের (Richa Ghosh) সংবর্ধনা অনুষ্ঠান। শনিবার ইডেনে সেই অনুষ্ঠানে বোমা ফাটালেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের...
Exit mobile version