Thursday, August 28, 2025

এক যুগের দাম্পত্যের ইতি, বিচ্ছেদের মরশুমে এবার ভাঙছে ঋষি কৌশিকের সংসার!

Date:

টলিপাড়ায় (Tollywood) এখন শুধুই ভাঙনের ছবি। চর্চার কেন্দ্রবিন্দুতে যখন যিশু – নীলাঞ্জনার কুড়ি বছরের দাম্পত্য, ঠিক তখনই স্যোশাল মিডিয়ায় রহস্যময় পোষ্ট দিয়ে জল্পনা বাড়িয়েছিলেন টেলি তারকা ঋষি কৌশিক (Rishi Kaushik)। কিছুদিন আগেই অভিনেতা তাঁর সোশ্যাল মিডিয়া ওয়ালে লেখেন, ‘মেরুদণ্ডহীন, আত্মসন্মানহীন, লোভী এবং আপাদমস্তক ভুল মানুষের সাথে পথ চলার চাইতে সারাজীবন একলা চলা অত্যন্ত সুখ, শান্তি এবং সন্মানের।’ তখন থেকেই বাংলা টেলি ইন্ডাস্ট্রিতে সিঁদুরে মেঘ দানা বাঁধছিল। এবার ফেসবুক লাইভে নিজের জীবনের করুণ কাহিনী বললেন ‘ইষ্টি কুটুম’ অভিনেতা।

ছোট পর্দার অতি পরিচিত মুখ ঋষি এই মুহূর্তে বাংলার পাশাপাশি হিন্দি সিরিয়ালেও অভিনয় করছেন। একাধিক ওয়েব সিরিজ নিয়ে ব্যস্ত ‘এখানে আকাশ নীল’ ধারাবাহিকের ডাক্তার উজান। সম্প্রতি তাঁকে দেখা গিয়েছে অঙ্কুশ হাজরার ‘মির্জ়া’-তে। কঙ্গনা রানাউতের ‘ইমার্জেন্সি’-তে মুজিবুর রহমানের চরিত্রেও অভিনয় করেছেন তিনি। এসবের মাঝেই সমাজমাধ্যমে উঠে এলো তাঁর জীবনের করুণ কাহিনী? বৃহস্পতিবার ফেসবুক লাইভে তিনি একটি ‘গল্প’ বলেন। অভিনেতা জানান, ভীষণই উশৃঙ্খল, বেপরোয়া একটি মেয়ে আর একটি ছেলে সম্পর্কে আসে। তাঁদের বিয়েও হয়। মেয়েটির তরফে মিথ্যে প্রতিশ্রুতি দেওয়া হয় যে, বিয়ের পর পরিস্থিতি বদলে যাবে। কিন্তু হিতে বিপরীত হয় পরিস্থিতি। সে আরও উশৃঙ্খল হয়ে ওঠে। ক্রমাগত ছেলেটির জীবনের সব ব্যাপারে হস্তক্ষেপ করতে শুরু করে। দীর্ঘ ১২ বছর ছেলেটি সব সহ্য করে সংসার বাঁচানোর তাগিদে সবটা সহ্য করে এসেছে কিন্তু আর নয়। তার স্ত্রী বাইরে লোকের কাছে নিজেকে লক্ষ্মীমন্ত দেখায়। একই সঙ্গে ইদানিং নাকি সবাইকে বলে বেড়াচ্ছে যে ছেলেটি নাকি মানসিক রোগী হয়ে গিয়েছে। এই অবস্থায় ছেলেটির কী করা উচিত বলে জানতে চেয়েছেন ঋষি। এরপরই শুরু হয়েছে ফিসফাস। ‘এই করুণ দাম্পত্য কাহিনি কি অভিনেতার নিজের?’, ঋষি ফেসবুক লাইভের কমেন্ট বক্সে প্রশ্ন ছুঁড়ে দিয়েছেন অনেকে। অভিনেতা তাঁর ভিডিওতে একযুগ ধরে এই দাম্পত্য যন্ত্রণা সহ্য করার কথা জানিয়েছেন। আর ঋষি কৌশিকের বিয়ের বয়সও ১২ বছর। ২০১২ সালের নভেম্বর মাসে দেবযানীর সঙ্গে সাতপাকে বাঁধা পড়েন তিনি। তবে ইদানিং শোনা যাচ্ছে তারকাদম্পতি আর একছাদের তলাতেও থাকছেন না। জল্পনা আরও বাড়ছে।


Related articles

সাত লুকের ‘বহুরূপ’ সোহমের, চ্যালেঞ্জ নিয়ে চমকে দিলেন অভিনেতা

যা কখনও হয়নি তা এখন হবে, এবার হবে। সেলিব্রেটিদের রিল - রিয়েলের আলাদা রূপ আর লুক নিয়ে কম...

উন্মুক্ত শৌচমুক্ত ৯৪ পুরসভা, স্বচ্ছতার শংসাপত্র বাংলাকে

শহরাঞ্চলে আর খোলা শৌচের দৃশ্য নেই। পুরসভাগুলির উদ্যোগ এবং পুর দফতরের তদারকিতে উন্মুক্ত শৌচমুক্ত হয়েছে কলকাতা সহ রাজ্যের...

ফাঁকা কেন্দ্রগুলিতে দ্রুত ইআরও–এইআরও নিয়োগের নির্দেশ কমিশনের 

ফাঁকা পড়ে থাকা একাধিক বিধানসভা কেন্দ্রে দ্রুত ইলেক্টোরাল রেজিস্ট্রেশন আধিকারিক (ইআরও) এবং অ্যাসিসটেন্ট ইলেক্টোরাল রেজিস্ট্রেশন আধিকারিক (এইআরও) নিয়োগের...

নথিভুক্ত অথচ নিষ্ক্রিয় রাজনৈতিক দলগুলিকে শুনানিতে তলব করল কমিশন 

নির্বাচন কমিশনের নির্দেশে ফের সক্রিয় হল রাজ্যের মুখ্য নির্বাচনী আধিকারিকের দফতর। নথিভুক্ত হলেও কার্যত নিষ্ক্রিয় রাজনৈতিক দলগুলিকে শুনানিতে...
Exit mobile version