Wednesday, November 5, 2025

কার্গিল দিবসে পাঠানকোটে ঢুকল জঙ্গিরা! জম্মুতে জারি হাই অ্যালার্ট

Date:

একসঙ্গে সাত সন্দেহভাজন জঙ্গির সীমান্ত পেরিয়ে ভারতে আসার খবরে ফের চাঞ্চল্য পঞ্জাব, জম্মুতে। শুক্রবার সকালেই কার্গিলে সেনা জওয়ানদের উদ্দেশে সম্মান জানাতে গিয়ে কেন্দ্রের বিজেপি সরকারের সেনার প্রতি দরদের বাণী শুনিয়েছিলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। তার ১২ ঘণ্টা পেরোতে না পেরোতেই জঙ্গি সতর্কতা পাঠানকোটে। ফের একবার কেন্দ্রের ভ্রান্তনীতিতে শঙ্কায় দেশের সেনা জওয়ানদের নিয়ে। প্রমাণিত হল মোদির বাণী তার কাজকে মোটেও প্রতিফলিত করে না।

পঞ্জাবের পাঠানকোটে সাত সন্দেহভাজন ব্যক্তিকে দেখেন এক মহিলা। তিনি নিরাপত্তা রক্ষীদের জানান বিষয়টি। এরপরই পাঠানকোট সহ জম্মুতে জারি হয় হাই অ্যালার্ট। ছুটি দিয়ে দেওয়া হয় জম্মুর স্কুলগুলিতে। শুরু হয় সেনা জওয়ান ও নিরাপত্তা বাহিনীর চিরুনি তল্লাশি। অভিযোগকারী মহিলার থেকে সন্দেহভাজনদের ছবি আঁকানো হয়। সেই ছবি বিভিন্ন এলাকায় ছড়িয়ে জঙ্গিদের খোঁজ শুরু করে পঞ্জাব পুলিশও।

ঠিক একমাস আগে পঞ্জাবের পাঠানকোট ও গুরুদাসপুর এলাকায় কিছু সন্দেহভাজন জঙ্গিকে দেখেন গ্রামের কৃষকরা। তারপর তাদের সন্ধানে তল্লাশি শুরু হতেই কাশ্মীর উপত্যকায় শুরু হয়ে যায় ভারতীয় সেনার উপর হামলার ঘটনা। একমাসে প্রায় ২০ জন ভারতীয় সেনা জওয়ান শহিদ হয়েছেন। পুঞ্চ থেকে ডোডা তল্লাশি চালিয়ে বেশ কিছু জঙ্গি নিকেশ হলেও সম্পূর্ণ জঙ্গিমুক্ত বলে স্বীকার করতে পারেনি ভারতীয় সেনা। তারই মধ্যে ফের জঙ্গি অনুপ্রবেশের ঘটনায় ফের প্রশ্নের মুখে দেশের নিরাপত্তা।

Related articles

বিলাসপুরের ট্রেন দুর্ঘটনায় মৃত বেড়ে ৮: মৃত চালকের উপরই দায় চাপানোর চেষ্টা!

বরাবর যেভাবে ট্রেন দুর্ঘটনায় মৃত ট্রেনের চালকের উপর দায় চাপিয়ে অব্যবস্থা ও পরিকাঠামোর অভাবকে ঢাকা দেওয়ার চেষ্টা করে...

ঠাকুরবাড়িতে প্রকাশ্যে ঘরোয়া কোন্দল! শান্তনুর সঙ্গ ছাড়লেন দাদা সুব্রত 

মতুয়া সংগঠন ঘিরে দীর্ঘদিনের অন্দরের টানাপোড়েন এবার প্রকাশ্যে। পারিবারিক অশান্তি এবং সংগঠনের ক্ষমতা ভাগাভাগি নিয়ে ঠাকুরবাড়িতে দেখা দিল...

বিরোধীদের কুৎসায় কালি: রাজ্যে SIR প্রক্রিয়ার প্রথমদিন শান্তিপূর্ণ, তথ্য পেশ কমিশনের

নির্বাচন কমিশনের তরফে বিএলও। রাজনৈতিক দলের তরফে বিএলএ। রাজ্যের নাগরিক ভোটার। এই তিনের সমন্বয়ে মঙ্গলবার থেকে গোটা রাজ্যে...

খুব তাড়াতাড়ি আসবেন কলকাতায়, মুখ্যমন্ত্রীর শুভেচ্ছাবার্তার উত্তরে জানান শাহরুখ

রবিবার শাহরুখ খানের ৬০তম জন্মদিন ছিল। এদিন শাহরুখকে শুভেচ্ছা জানিয়েছিলেন বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। সেই শুভেচ্ছার এবার উত্তর...
Exit mobile version