Wednesday, August 20, 2025

কার্গিল দিবসে পাঠানকোটে ঢুকল জঙ্গিরা! জম্মুতে জারি হাই অ্যালার্ট

Date:

একসঙ্গে সাত সন্দেহভাজন জঙ্গির সীমান্ত পেরিয়ে ভারতে আসার খবরে ফের চাঞ্চল্য পঞ্জাব, জম্মুতে। শুক্রবার সকালেই কার্গিলে সেনা জওয়ানদের উদ্দেশে সম্মান জানাতে গিয়ে কেন্দ্রের বিজেপি সরকারের সেনার প্রতি দরদের বাণী শুনিয়েছিলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। তার ১২ ঘণ্টা পেরোতে না পেরোতেই জঙ্গি সতর্কতা পাঠানকোটে। ফের একবার কেন্দ্রের ভ্রান্তনীতিতে শঙ্কায় দেশের সেনা জওয়ানদের নিয়ে। প্রমাণিত হল মোদির বাণী তার কাজকে মোটেও প্রতিফলিত করে না।

পঞ্জাবের পাঠানকোটে সাত সন্দেহভাজন ব্যক্তিকে দেখেন এক মহিলা। তিনি নিরাপত্তা রক্ষীদের জানান বিষয়টি। এরপরই পাঠানকোট সহ জম্মুতে জারি হয় হাই অ্যালার্ট। ছুটি দিয়ে দেওয়া হয় জম্মুর স্কুলগুলিতে। শুরু হয় সেনা জওয়ান ও নিরাপত্তা বাহিনীর চিরুনি তল্লাশি। অভিযোগকারী মহিলার থেকে সন্দেহভাজনদের ছবি আঁকানো হয়। সেই ছবি বিভিন্ন এলাকায় ছড়িয়ে জঙ্গিদের খোঁজ শুরু করে পঞ্জাব পুলিশও।

ঠিক একমাস আগে পঞ্জাবের পাঠানকোট ও গুরুদাসপুর এলাকায় কিছু সন্দেহভাজন জঙ্গিকে দেখেন গ্রামের কৃষকরা। তারপর তাদের সন্ধানে তল্লাশি শুরু হতেই কাশ্মীর উপত্যকায় শুরু হয়ে যায় ভারতীয় সেনার উপর হামলার ঘটনা। একমাসে প্রায় ২০ জন ভারতীয় সেনা জওয়ান শহিদ হয়েছেন। পুঞ্চ থেকে ডোডা তল্লাশি চালিয়ে বেশ কিছু জঙ্গি নিকেশ হলেও সম্পূর্ণ জঙ্গিমুক্ত বলে স্বীকার করতে পারেনি ভারতীয় সেনা। তারই মধ্যে ফের জঙ্গি অনুপ্রবেশের ঘটনায় ফের প্রশ্নের মুখে দেশের নিরাপত্তা।

Related articles

শিয়ালদহে ফিল্মি ড্রামা! কাঞ্চনার ‘রণচণ্ডী’ রূপে চমকাল যাত্রীরা

সকালের ব্যস্ত শিয়ালদহ স্টেশন হঠাৎ যেন সিনেমার সেট! নিত্যযাত্রীদের ভিড়ের মধ্যেই হাজির টলিপাড়ার পরিচিত মুখ কাঞ্চনা মৈত্র। গায়ে...

পরিযায়ী শ্রমিক ইস্যুতে কেন্দ্রকে চিঠি রাজ্যপালের, পাল্টা দাবি তৃণমূলের

রাজ্যের প্রায় ২১ লক্ষাধিক পরিযায়ী শ্রমিকের দুর্দশা নিয়ে কেন্দ্রকে সরাসরি চিঠি দিলেন রাজ্যপাল সি ভি আনন্দ বোস। রাজভবন...

সুন্দরবনে বাড়ল কুমিরের সংখ্যা

সুন্দরবনে বাড়ল নোনা জলের কুমিরের সংখ্যা। বন দফতরের সর্বশেষ সমীক্ষা অনুযায়ী এখন এই সংখ্যা দাঁড়িয়েছে আনুমানিক ২৪২-এ। এর...

খড়্গপুর স্টেশনে মর্মান্তিক দুর্ঘটনা, লোহার বিমে চাপা পড়ে প্রাণ গেল ৮ বছরের শিশুর

খড়্গপুর রেলস্টেশমে মর্মান্তিক ঘটনা। লোহার বিম পড়ে গিয়ে মৃত্যু হল আট বছরের এক শিশুর। দুর্ঘটনাটি ঘটেছে খড়্গপুর রেলস্টেশনের...
Exit mobile version