Sunday, August 24, 2025

ভাইকে দেখতে গিয়ে হাসপাতালে আক্রান্ত ডেপুটি ম্যাজিস্ট্রেট! কল্যাণীর হাসপাতালে চাঞ্চল্য

Date:

অসুস্থ ভাইকে দেখতে হাসপাতালে গিয়ে আক্রান্ত হলেন ডেপুটি ম্যাজিস্ট্রেট (Deputy Magistrate)। সূত্রের খবর, শনিবার হাসপাতালের (Hospital) ভিতরে খাবার নিয়ে ঢুকতে গেলে অশান্তির সূত্রপাত। এরপরই নিরাপত্তারক্ষীদের সঙ্গে বচসায় জড়িয়ে পড়েন তিনি। অভিযোগ, বচসা চলাকালীন নিরাপত্তাকর্মীর মারেই ডেপুটি ম্যাজিস্ট্রেটের মুখ ফেটে রীতিমতো রক্তারক্তি কাণ্ড কল্যাণীর গান্ধী মেমোরিয়াল হাসপাতালে (Kalyani Gandhi Memorial Hospital)। এদিকে খবর পেয়েই তড়িঘড়ি ঘটনাস্থলে পৌঁছয় পুলিশ। ইতিমধ্যে আটক করা হয়েছে দুই নিরাপত্তারক্ষীকে (Security Guard)।

পুলিশ সূত্রে খবর, আক্রান্ত সুশান্তকুমার বালা ডেপুটি ম্যাজিস্ট্রেট হিসেবে বিধাননগরে কর্মরত। শুক্রবার রাতে হৃদরোগে আক্রান্ত হয়ে কল্যাণীর গান্ধী মোমোরিয়াল হাসপাতালে ভর্তি হন তেহট্টের বাসিন্দা অখিলচন্দ্র বালা। অসুস্থতার খবর পেয়ে শনিবার দুপুরে তাঁকে দেখতে আসেন তাঁর দাদা সুশান্ত। হাসপাতালে ঢুকতে গেলে তাঁদের রীতিমতো বাধা দেওয়া হয়। এরপরই নিরাপত্তারক্ষীদের সঙ্গে বচসায় জড়িয়ে পড়েন তাঁরা। অভিযোগ, সেই সময় নিরাপত্তারক্ষীরা তাঁদের উপর চড়াও হন। চলতে থাকে ঘুষি, লাথি। বেধড়ক মারধরের অভিযোগ ওঠে ওই হাসপাতালের নিরাপত্তারক্ষীদের বিরুদ্ধে।

গান্ধী মেমোরিয়াল হাসপাতালের মেডিক্যাল সুপার আশিস মৈত্র বলেন, “নিরাপত্তা কর্মীরা সকলে এক্স সার্ভিসম্যান। ওদের বলাই আছে ভিজিটিং আওয়ার্সের বাইরে কাউকে ভিতরে ঢুকতে না দিতে। সেই নির্দেশই পালন করছিল ওরা। তবে যা ঘটেছে তা খুবই দুর্ভাগ্যজনক।”

Related articles

যোগীরাজ্যে দলিত ইঞ্জিনিয়ারকে জুতোপেটা বিজেপি নেতার! ভাইরাল ভিডিও

সংবিধান রক্ষার বুলি আওড়ালেও বাস্তবে দলিত–আদিবাসীদের প্রতি ঘৃণা আর বৈষম্যই প্রকাশ পাচ্ছে বিজেপির শাসনে। যোগীরাজ্যে বিদ্যুৎ দফতরের এক...

বিশ্বের ২০ লক্ষ মানুষকে বাঁচানোর চ্যালেঞ্জ: সাপের বিষের ওষুধও এবার বানাবে AI

স্কুল জীবনে বিজ্ঞানের সুফল ও কুফল সকলেই কম বেশি পড়ে থাকি। তারপরেও বিজ্ঞানের কোনও প্রযুক্তি হাতে এলে তার...

চিকিৎসায় গাফিলতির জেরে একবালপুরের নার্সিংহোম বন্ধের নির্দেশ স্বাস্থ্য কমিশনের

আরএমও সেজে অন্তঃসত্ত্বা মহিলাকে ভুল ইঞ্জেকশন দিয়েছিলেন চিকিৎসকের সহকারী, এবার অভিযুক্ত একবালপুরের ওই নার্সিংহোম বন্ধের নির্দেশ দিল স্বাস্থ্য...

‘মেরেই জেলে যাবো’, হুমকির পর স্ত্রীকে পিটিয়ে খুন স্বামীর

দাম্পত্য অশান্তি শেষমেশ রক্তাক্ত পরিণতির দিকে গড়াল। হুগলির দাদপুর থানার বিলাতপুর এলাকায় স্বামীর হাতে খুন হলেন স্ত্রী। ঘটনার...
Exit mobile version