পরিস্থিতি স্বাভাবিক হলেও এখনই চালু হচ্ছে না কলকাতা-ঢাকা মৈত্রী এক্সপ্রেস

কোটা সংস্কারের বিরোধিতায় ছাত্র আন্দোলনের জেরে অগ্নিগর্ভ পরিস্থিতি হয় বাংলাদেশে। সেনা নামতে হয়। কার্ফু জারি হয়। বন্ধ হয় ইন্টারনেট। এই পরিস্থিতিতে বন্ধ করা হয় কলকাতা-ঢাকা মৈত্রী এক্সপ্রেস (Kolkata-Dhaka Maitri Express)। তবে, সেদেশে সুপ্রিম কোর্টের রায়ের পরে ধীরে ধীরে স্বাভাবিক হচ্ছে বাংলাদেশের পরিস্থিতি। শুরু হয়েছে আমদানি-রফতানিও। এখনও ভারত-বাংলাদেশের (India-Bangladesh) মধ্যে চালানো গেল না মৈত্রী এক্সপ্রেস। ভারতীয় রেলের তরফে জানানো হয়েছে, সোমবার পর্যন্ত বন্ধই থাকবে মৈত্রী এক্সপ্রেস। কবে চালু করা হবে- সেবিষয়ে এখনও কিছু জানানো হয়নি।সংস্কারের বিরোধিতায় ছাত্র আন্দোলনের জেরে তীব্র উত্তেজনা ছড়ায় বাংলাদেশে। এর জেরে ১৯ জুলাই থেকে পুরোপুরি বন্ধ মৈত্রী এক্সপ্রেস চলাচল। ঢাকার মধ্যেও ট্রেন চলাচল বন্ধের সিদ্ধান্ত নেওয়া হয়। শুক্রবারের সরকারি হিসেবে অনুযায়ী, এ পর্যন্ত সংস্কার আন্দোলনে মোট ২০৯ জন নিহত হয়েছেন। পরিস্থিতি স্বাভাবিক হতেই বৃহস্পতিবার থেকে স্বল্প দূরত্বে ট্রেন চলাচল শুরু হয়েছে। কলকাতা থেকে ১৩১০৮ কলকাতা-ঢাকা মৈত্রী এক্সপ্রেসেরও (Kolkata-Dhaka Maitri Express) রওনা হওয়ার কথা ছিল। কিন্তু সেই ট্রেন বাতিল করা হয়। রেলের তরফ থেকে জানানো হয়েছে, যে সব যাত্রীরা ওই ট্রেনের টিকিট কেটেছিলেন তাঁরা টাকা ফেরত পাবেন। এর জন্য কলকাতায় বিশেষ টিকিট কাউন্টার খোলা হয়েছে। বিদেশি যাত্রীদের প্যাসেঞ্জার রিজার্ভেশন সিস্টেমের সময় অনুযায়ী টিকিটের টাকা ফেরত দেওয়া হবে। তবে, কবে থেকে মৈত্রী এক্সপ্রেস চলবে- তা এখনও জানানো হয়নি।