Thursday, August 21, 2025

পরিস্থিতি স্বাভাবিক হলেও এখনই চালু হচ্ছে না কলকাতা-ঢাকা মৈত্রী এক্সপ্রেস

Date:

কোটা সংস্কারের বিরোধিতায় ছাত্র আন্দোলনের জেরে অগ্নিগর্ভ পরিস্থিতি হয় বাংলাদেশে। সেনা নামতে হয়। কার্ফু জারি হয়। বন্ধ হয় ইন্টারনেট। এই পরিস্থিতিতে বন্ধ করা হয় কলকাতা-ঢাকা মৈত্রী এক্সপ্রেস (Kolkata-Dhaka Maitri Express)। তবে, সেদেশে সুপ্রিম কোর্টের রায়ের পরে ধীরে ধীরে স্বাভাবিক হচ্ছে বাংলাদেশের পরিস্থিতি। শুরু হয়েছে আমদানি-রফতানিও। এখনও ভারত-বাংলাদেশের (India-Bangladesh) মধ্যে চালানো গেল না মৈত্রী এক্সপ্রেস। ভারতীয় রেলের তরফে জানানো হয়েছে, সোমবার পর্যন্ত বন্ধই থাকবে মৈত্রী এক্সপ্রেস। কবে চালু করা হবে- সেবিষয়ে এখনও কিছু জানানো হয়নি।সংস্কারের বিরোধিতায় ছাত্র আন্দোলনের জেরে তীব্র উত্তেজনা ছড়ায় বাংলাদেশে। এর জেরে ১৯ জুলাই থেকে পুরোপুরি বন্ধ মৈত্রী এক্সপ্রেস চলাচল। ঢাকার মধ্যেও ট্রেন চলাচল বন্ধের সিদ্ধান্ত নেওয়া হয়। শুক্রবারের সরকারি হিসেবে অনুযায়ী, এ পর্যন্ত সংস্কার আন্দোলনে মোট ২০৯ জন নিহত হয়েছেন। পরিস্থিতি স্বাভাবিক হতেই বৃহস্পতিবার থেকে স্বল্প দূরত্বে ট্রেন চলাচল শুরু হয়েছে। কলকাতা থেকে ১৩১০৮ কলকাতা-ঢাকা মৈত্রী এক্সপ্রেসেরও (Kolkata-Dhaka Maitri Express) রওনা হওয়ার কথা ছিল। কিন্তু সেই ট্রেন বাতিল করা হয়। রেলের তরফ থেকে জানানো হয়েছে, যে সব যাত্রীরা ওই ট্রেনের টিকিট কেটেছিলেন তাঁরা টাকা ফেরত পাবেন। এর জন্য কলকাতায় বিশেষ টিকিট কাউন্টার খোলা হয়েছে। বিদেশি যাত্রীদের প্যাসেঞ্জার রিজার্ভেশন সিস্টেমের সময় অনুযায়ী টিকিটের টাকা ফেরত দেওয়া হবে। তবে, কবে থেকে মৈত্রী এক্সপ্রেস চলবে- তা এখনও জানানো হয়নি।






Related articles

যোগীরাজ্যের পাঠ্যপুস্তকে বাদ কেন রবীন্দ্রনাথকে? সাংসদ ঋতব্রতর প্রশ্নে অস্বস্তিতে কেন্দ্র

উত্তরপ্রদেশের দ্বাদশ শ্রেণির পাঠ্যপুস্তক থেকে রবীন্দ্রনাথ ঠাকুরকে কি বাদ দেওয়া হয়েছে? তৃণমূলের রাজ্যসভার সাংসদ ঋতব্রত বন্দ্যোপাধ্যায়ের প্রশ্নে স্পষ্টতই...

প্রয়াত সিপিএম নেতা-প্রাক্তন মন্ত্রী দীনেশচন্দ্র ডাকুয়া

প্রয়াত সিপিএমের বর্ষীয়ান নেতা দীনেশচন্দ্র ডাকুয়া। বুধবার এনআরএস হাসপাতালে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন তিনি। বয়স হয়েছিল ৯৫ বছর।...

উপাচার্য নিয়োগের ইন্টারভিউয়ে ডাক মেলেনি! শীর্ষ আদালতে শান্তা দত্ত 

স্থায়ী উপাচার্য নিয়োগের ইন্টারভিউ পর্বে ডাক পাননি কলকাতা বিশ্ববিদ্যালয়ের অন্তর্বর্তী উপাচার্য শান্তা দত্ত। যোগ্য হয়েও তাঁকে সুযোগ দেওয়া...

১৫ দিনেই রেকর্ড সাফল্য! রাজ্যে সাড়া ফেলল ‘আমাদের পাড়া আমাদের সমাধান’ কর্মসূচি

মাত্র পনেরো দিনেই নজির গড়ল মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের নতুন কর্মসূচি, ‘আমাদের পাড়া আমাদের সমাধান’। রাজ্যের মানুষের হাতে উন্নয়নের...
Exit mobile version