Sunday, November 16, 2025

ফের বিজেপিতে ধস! তৃণমূলে যোগদানের হিড়িক তিন জেলায়

Date:

প্রতিদিন তাসের ঘরের মতো ভাঙছে বিজেপি। জেলায় জেলায় যোগদানের হিড়িক পড়ে গিয়েছে তৃণমূল কংগ্রেসে। কেন্দ্রের একের পর এক বঞ্চনার প্রতিবাদ আর মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বে ও অভিষেক বন্দ্যোপাধ্যায়ের সেনাপতিত্বে বাংলার উন্নয়নের ধারায় শামিল হতে বিজেপি ছেড়ে তৃণমূলে নাম লেখাচ্ছেন কর্মীরা।

কোচবিহারের তুফানগঞ্জ, মুর্শিদাবাদের সামশেরগঞ্জে এবং দক্ষিণ ২৪ পরগনার কুলতলিতে বিজেপিতে বিরাট ধস নামে। শনিবার কুলতলির মেরিগঞ্জ ২ গ্রাম পঞ্চায়েত এলাকায় সাংসদ প্রতিমা মণ্ডল ও বিধায়ক গণেশচন্দ্র মণ্ডল, জেলা পরিষদ সদস্য খান জিয়াউল হকের হাত থেকে তৃণমূল কংগ্রেসের পতাকা নেন বিজেপির সহস্রাধিক কর্মী। কোচবিহারের তুফানগঞ্জের ২ ব্লকের বারোকোদালি ১ অঞ্চলের প্রধান সুদর্শন রায়-সহ দুই পঞ্চায়েত সদস্য উৎপল সিংহ ও অঞ্জনা বর্মন বিজেপি ছেড়ে তৃণমূল কংগ্রেসে যোগ দেন। শুক্রবার রাতে তাঁদের হাতে দলের পতাকা তুলে দিয়েছেন তৃণমূল কংগ্রেসের জেলা সভাপতি অভিজিৎ দে ভৌমিক। সুদর্শন রায় বলেন, বিজেপি দলে থেকে গ্রামের উন্নয়ন সম্ভব নয়। তা বুঝেই তারা তৃণমূল কংগ্রেসে যোগ দিয়েছেন৷ জেলা সভাপতি অভিজিৎ দে ভৌমিক বলেন, লোকসভা নির্বাচনে বিজেপি হারের পর থেকে দলে দলে গ্রাম পঞ্চায়েত প্রধান ও পঞ্চায়েত সদস্যরা তৃণমূল কংগ্রেসে যোগ দিয়েছেন৷এর ফলে তৃণমূল কংগ্রেসের হাতে আসে আরও একটি পঞ্চায়েত। এদিকে সামশেরগঞ্জের নিমতিতার বিজেপির গ্রাম পঞ্চায়েত সদস্যের হাতে তৃণমূলের পতাকা তুলে দেন বিধায়ক আমিরুল ইসলাম।

কুলতলিতে তৃণমূলে যোগদানের পর সাংসদ প্রতিমা মণ্ডল বলেন, বাংলার প্রতি কেন্দ্রের একের পর এক বঞ্চনার পরেও দলনেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ও দলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বে পশ্চিমবঙ্গের উন্নয়নের জারি রয়েছে। বিজেপির কর্মীরা তাঁদের ভুল বুঝতে পেরে তৃণমূলে আসছেন। বিধায়ক গণেশচন্দ্র মণ্ডল বলেন, নির্বাচনী প্রচারে এসে বিজেপির নেতারা রীতিমতো ভাঁওতা, মিথ্যাচার করে গেছেন৷ বিজেপি কর্মীরা বুঝেছেন তাঁদের এতদিন ভুল বোঝানো হয়েছে৷

আরও পড়ুন- শীঘ্রই জিআই ট্যাগ পাবে কলকাতা জুয়েলারি, জানালেন MSME- এর জয়েন্ট ডিরেক্টর 

 

Related articles

কলকাতা দর্শন: ডিসেম্বরেই শহর ভ্রমণে নতুন উদ্যোগ! চালু হচ্ছে বিশেষ পর্যটন বাস পরিষেবা

শীতের মৌসুমে কলকাতার পর্যটন শিল্পকে তেজ দিতে নতুন পদক্ষেপ নিল রাজ্য পরিবহণ দফতর। ডিসেম্বরের শুরু থেকে চালু হতে...

কাপড়ের ব্যবসা করে জীবন কাটাচ্ছেন ধর্ষণের দায়ে জেল খাটা বলিউড নায়ক!

বলিউডের (Bollywood) একসময়ের নামকরা হিরো এখন রিয়েল লাইফে জিরো। 'গ্যাংস্টার'-এর মতো সুপারহিট সিনেমায় অভিনয়ের পর ধর্ষণের দায়ে সাত...

ডিসেম্বরেই সম্পন্ন হবে নিয়োগ প্রক্রিয়া! এসএসসির তালিকা প্রকাশ হতেই জানালেন শিক্ষামন্ত্রী

কারা ডাক পেলেন একাদশ-দ্বাদশ শ্রেণির ইন্টারভিউ তালিকায়, এবার সেই নাম প্রকাশ করল এসএসসি। শনিবার ২০ হাজার নামের এক...

চলতি মাসেই কাজ শেষের লক্ষ্য! এসআইআর ফর্ম সংগ্রহে কড়া নির্দেশ মুখ্য নির্বাচনী আধিকারিকের

রাজ্যের সমস্ত ভোটদাতার কাছ থেকে এসআইআর ফর্ম সংগ্রহের কাজে আরও গতি আনতে নির্দেশ দিলেন মুখ্য নির্বাচনী আধিকারিক মনোজ...
Exit mobile version