এশিয়া কাপ ফাইনালে হার ভারতের

ম্যাচে এদিন টসে জিতে ব্যাট করার সিদ্ধান্ত নেন টিম ইন্ডিয়ার অধিনায়ক হরমনপ্রীত কৌরের দল।

তীরে এসে তরী ডুবল ভারতের। এদিন এশিয়া কাপ ফাইনালে হারের মুখ দেখল হরমনপ্রীত কৌরের দল। ফাইনালে শ্রীলঙ্কার কাছে ৮ উকেটে হারে টিম ইন্ডিয়া। ব্যর্থ গেল স্মৃতি মান্ধনার ৬০ রান। এদিন ব্যাট হাতে স্মৃতি ছাড়া কেউ দাপট দেখাতে পারেনি। বল হাতেও ব্যর্থ ছিল ভারতের প্রমিলা ব্রিগেড।

ম্যাচে এদিন টসে জিতে ব্যাট করার সিদ্ধান্ত নেন টিম ইন্ডিয়ার অধিনায়ক হরমনপ্রীত কৌরের দল। প্রথমে ব্যাট করতে নেমে ৬ উইকেট হারিয়ে ১৬৫ রান করে টিম ইন্ডিয়া। ভারতের হয়ে ৬০ রান করেন স্মৃতি। ১৬ রান করেন শেফালি ভার্মা। ১১ রান করেন অধিনায়ক হরমনপ্রীত কৌর। ৩০ রান করেন রিচা ঘোষ। লঙ্কানদের হয়ে ২ উইকেট কাভিশা দিলহারির। একটি করে উইকেট নেন প্রভধানি, সচিনি নিসানসালা এবং অধিনায়ক চামারি।

জবাবে ব্যাট করতে নেমে সহযে জয় তুলে নেয় লঙ্কান বাহিনী। বল হাতে দাপটই দেখাতে পারলেন না দীপ্তি শর্মা, রিচা ঘোষ, রেনুকা ঠাকুররা। মাত্র একটিই উইকেট পান দীপ্তি। লঙ্কানদের হয়ে হর্শিতা ৬৯ রানে অপরাজিত। ৬১ রান করেন চামারি।

আরও পড়ুন- ‘গীতা’ আমায় অনুপ্রেরণা জুগিয়েছে: অলিম্পিক্সে পদক জয়ের পরে প্রতিক্রিয়া মানু ভাকের


Previous article‘সেফ’ খেলছেন বিচারকরা, জামিন নাকচ করা নিয়ে তোপ প্রধান বিচারপতির
Next articleবোতলবন্দি কেনা জল খেয়ে অসুস্থ , চিকিৎসকের প্রেসক্রিপশন নিয়ে হাই কোর্টে ভুক্তভোগী