Monday, November 3, 2025

বিদেশে পড়তে গিয়ে গত ৫ বছরে ভারতীয় পড়ুয়াদের রেকর্ড মৃত্যু! কেন্দ্রীয় প্রতিমন্ত্রীর রিপোর্টে চাঞ্চল্য

Date:

Share post:

বিদেশে (Foreign) পড়তে গিয়ে রেকর্ড মৃত্যু ভারতীয় পড়ুয়ার (Indian Student)! গত ৫ বছরে বিদেশে পড়তে গিয়ে মৃত্যু হয়েছে ৬৩৩ পড়ুয়ার। লোকসভায় (Loksabha) সম্প্রতি এমনই পরিসংখ্যান তুলে ধরেছেন বিদেশমন্ত্রকের প্রতিমন্ত্রী কীর্তিবর্ধন সিং (Kirti Bardhan Singh)। কিন্তু লাগাতার ছাত্র মৃত্যুর পিছনে কী কারণ রয়েছে তাও জানানো হয়েছে রিপোর্টে। সেখানে স্পষ্ট উল্লেখ, প্রাকৃতিক কারণ ছাড়াও এর পিছনে অনেক কারণ রয়েছে। তবে বিগত ৫ বছরে সবচেয়ে বেশি ভারতীয় পড়ুয়ার কানাডাতে মৃত্যু হয়েছে বলে খবর। সেখানে ১৭২ ভারতীয় ছাত্রের প্রাণহানির ঘটনা ঘটেছে। তবে বিদেশমন্ত্রকের প্রতিমন্ত্রীর এমন রিপোর্ট দেখে একাধিক প্রশ্ন সামনে আসছে। শুধু বিদেশেই কেন? কোটা-সহ দেশের বহু বিশ্ববিদ্যালয়েও ছাত্রমৃত্যুর সংখ্যা নেহাত কম নয়। বিরোধীদের প্রশ্ন, যেখানে দেশের শিক্ষাব্যবস্থার এই হাল, নিটে প্রশ্নফাঁসের মতো বিষয় সামনে এসেছে। সেখানে বিদেশমন্ত্রকের প্রতিমন্ত্রী কেন শুধুমাত্র বিদেশে পড়তে গিয়ে ভারতীয় পড়ুয়াদের মৃতের সংখ্যা তুলে ধরলেন?

রিপোর্টে দেখা যাচ্ছে কানাডার পর তালিকায় দ্বিতীয় স্থানে রয়েছে আমেরিকা। এখানে ১০৮ ভারতীয় ছাত্রের মৃত্যু হয়েছে গত ৫ বছরে। অন্যদিকে ইংল্যান্ডে ৫৮, অস্ট্রেলিয়ায় ৫৭, রাশিয়ায় ৩৭, ইউক্রেনে ১৮, জার্মানিতে ২৪ এবং জর্জিয়া, কিরঘিজস্তান ও সাইপ্রাসে ১২ এবং চিনে ৮ জন ভারতীয় পড়ুয়ার মৃত্যু হয়েছে গত ৫ বছরে। কেন্দ্রীয় মন্ত্রীর দাবি, প্রাকৃতিক কারণ ছাড়াও মৃত ৬৩৩ পড়ুয়ার মধ্যে আততায়ী হামলায় মৃত্যু হয়েছে ১৯ জনের। কানাডাতে খুন হয়েছেন ৯ জন। আমেরিকায় আততায়ী হামলায় প্রাণ হারিয়েছেন ৬ জন।

পাশাপাশি রিপোর্টে উল্লেখ গত তিন বছরে ৪৮ ভারতীয় ছাত্রকে যুক্তরাষ্ট্র থেকে নির্বাসিত করা হয়েছে। তবে কী কারণে নির্বাসন সে সম্পর্কে কোনও নির্দিষ্ট রিপোর্ট সরকারের কাছে নেই। তবে সংসদে দাঁড়িয়ে কীর্তিবর্ধন বলেন, বিদেশের মাটিতে ভারতীয় পড়ুয়াদের মৃত্যুর ঘটনায় যথেষ্ট উদ্বিগ্ন ভারত সরকার। ইতিমধ্যে গত পাঁচ বছরে বিদেশে ভারতীয় ছাত্রমৃত্যুর ৬৩৩ টি ঘটনা রিপোর্ট করা হয়েছে। সাফ জানানো হয়েছে, প্রাকৃতিক কারণ ছাড়াও দুর্ঘটনা, চিকিৎসা, হামলা-সহ বিভিন্ন কারণে পড়ুয়াদের মৃত্যু হয়েছে।

spot_img

Related articles

‘বন্দেমাতরম’-এর সার্ধ শতবর্ষে রাজ্যজুড়ে উদযাপন, মুখ্যমন্ত্রীর সভাপতিত্বে সিদ্ধান্ত মন্ত্রিসভার 

বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়ের অমর সৃষ্টি ‘বন্দেমাতরম’-এর সার্ধ শতবর্ষ উদযাপন করবে রাজ্য সরকার। সোমবার নবান্নে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের সভাপতিত্বে অনুষ্ঠিত...

বিদেশি বন্দি-মুক্তির দাবি! জনস্বার্থ মামলা দায়ের কলকাতা হাইকোর্টে 

রাজ্যে মঙ্গলবার থেকে শুরু হচ্ছে ভোটার তালিকা সংশোধনীর কাজ বা এসআইআর। ঠিক এই সময়েই আফগানিস্তান, পাকিস্তান ও বাংলাদেশের...

রাজ্যের প্রতিটি জেলায় খুলছে সোশ্যাল মিডিয়া ইউনিট, সিদ্ধান্ত মন্ত্রিসভার

রাজ্যের উন্নয়নের কর্মযজ্ঞ এবার আরও দ্রুত মানুষের কাছে পৌঁছবে সামাজিক মাধ্যমের মাধ্যমে। সেই লক্ষ্যেই প্রতিটি জেলায় পৃথক সোশ্যাল...

অস্ট্রেলিয়ায় রাত জেগে স্মৃতিদের বিশ্বকাপজয়ের সাক্ষী থাকলেন সূর্যরা

মুম্বইয়ে বিশ্বকাপ জিতে ইতিহাস সৃষ্টি করেছে ভারতীয় মহিলা দল(Indian women team)। গোটা দেশ সাক্ষী থেকেছে হরমনপ্রীতদের অবিস্মরণীয় কীর্তির।...