Wednesday, November 12, 2025

শরৎ-এর হার, পরবর্তী পর্বে মনিকা, তিরন্দাজিতে হতাশ করল দীপিকারা, বক্সিং-এ দাপট নিখাতের, এক নজরে অলিম্পিক্সের খবর

Date:

আজ প্যারিস অলিম্পিক্সে দ্বিতীয় দিন। আর দ্বিতীয় দিনেই মানু ভাকের হাত ধরে এসেছে ব্রোঞ্জ পদক। শুরুটা ভালোই করে ভারতীয় ক্রীড়াবিদরা। দিনের শুরুতেই পদকের আশা বাঁচিয়ে রাখেন পিভি সিন্ধু, রমিতা জিন্দালরা। পদকের আশা বাঁচিয়ে রাখেন মনিকা বাত্রাও। তবে হতাশ করেন শরৎ কমল , অঙ্কিতা ভকত, ভজন কৌর ও দীপিকা কুমারী।চলুন দেখে নেওয়া যাক অলিম্পিক্সের দ্বিতীয় দিন কেমন কাটল ভারতের।

এদিন তিরন্দাজির মেয়েদের দলগত বিভাগের কোয়ার্টার ফাইনালে নেদারল্যান্ডসের কাছে হেরে যায় ভারত। ভারতের হয়ে এই ইভেন্টে লড়াই চালান অঙ্কিতা ভকত, ভজন কৌর ও দীপিকা কুমারী। ভারতীয় দল প্রথম সেট ৫১-৫২ পয়েন্টের ব্যবধানে হেরে যায়। ২টি সেট পয়েন্ট পেয়ে যায় নেদারল্যান্ডস। দ্বিতীয় সেটও ভারত হেরে যায় ৪৯-৫৪ ব্যাবধানে। নেদারল্যান্ডসের সেট পয়েন্ট দাঁড়ায় ৪। তৃতীয় সেটে ভারত পরাজিত হয় ৪৮-৫৩ ব্যবধানে। ফলে ০-৬ সেট পয়েন্টে কোয়ার্টার ফাইনালে হার মানেন দীপিকারা।

অপরদিকে টেবিল টেনিসে ঘটে অঘটন। মেনস সিঙ্গলসের রাউন্ড অফ ৬৪-এর ম্যাচে স্লোভেনিয়ার ডেনি কজুলের কাছে হেরে যান শরৎ কমল। ২-৪ গেমে ম্যাচ হেরে যান ভারতীয় তারকা। ম্যাচের ফলফল ১২-১০, ৯-১১, ৬-১১, ৭-১১, ১১-৮, ১০-১২।টেবিল টেনিসে শরৎ হারলেও, আশা বাঁচিয়ে রাখেন মনিকা বাত্রা। উইমেন্স সিঙ্গলসের রাউন্ড অফ ৬৪-এর ম্যাচে গ্রেট ব্রিটেনের অ্যানা হার্সির বিরুদ্ধে লড়াই ছিল মনিকা বাত্রার। মনিকা জিতে নেন নিজের প্রথম ম্যাচ। তিনি ৪-১ ব্যবধানে পরাজিত করেন ব্রিটিশ তারকাকে। ম্যাচের ফল ১১-৮, ১২-১০, ১১-৯, ৯-১১ ও ১১-৫।

এদিকে বক্সিং-এ ও দাপট ভারতের মেয়েদের। বক্সিংয়ে মেয়েদের ৫০ কেজি বিভাগের রাউন্ড অফ ৩২-এর ম্যাচে জার্মানির ম্যাক্সি ক্লোয়েৎজারের বিরুদ্ধে লড়াই ছিল নিখাত জারিনের। নিখাত ৫-০ ব্যবধানে উড়িয়ে দেন প্রতিপক্ষকে।

আরও পড়ুন- এশিয়া কাপ ফাইনালে হার ভারতের


Related articles

আবারও আন্তর্জাতিক মঞ্চে সিস্টার নিবেদিতা ইউনিভার্সিটি, চিনে ‘ব্রিকস স্কিলস কম্পিটিশন’-এ ভারতের প্রতিনিধিত্ব করবে ছাত্রছাত্রীরা

ফের ইতিহাস গড়ল সিস্টার নিবেদিতা ইউনিভার্সিটি (এসএনইউ)। গত বছরের পর আবারও এই প্রতিষ্ঠানের শিক্ষার্থীরা নির্বাচিত হয়েছে চিনে অনুষ্ঠিত...

বিজেপিকে সুবিধা করে দিতেই BLA নিয়োগে নয়া নির্দেশিকা ! কমিশনকে তোপ তৃণমূলের

জাতীয় নির্বাচন কমিশনের নতুন নির্দেশিকা ঘিরে উত্তাল রাজনৈতিক মহল। বুথ লেভেল এজেন্ট (BLA) নিয়োগের নিয়ম পরিবর্তন করে এক...

বোধি ভবনের বার্ষিক উৎসব, সংবর্ধিত অভিনেত্রী মাধবী মুখোপাধ্যায়

দক্ষিণ কলকাতার অন্যতম সেরা CBSE বিদ্যালয় বোধি ভবন কলেজিয়েট স্কুলে মঙ্গলবার অনুষ্ঠিত হল বার্ষিক অনুষ্ঠান। এই উপলক্ষে উত্তম...

সঙ্গীত পরিচালকের ভূমিকায় সৃজিত?

১৫ বছর টলিউডে রাজত্ব করেছেন। ঝুলিতে রয়েছে দুর্দান্ত সব ছবি। কিন্তু এবার সঙ্গীত পরিচালকের ভূমিকায় কাজ করতে চলেছেন...
Exit mobile version