Saturday, November 8, 2025

দিল্লির জলমগ্ন কোচিং সেন্টারে মৃত্যুর ঘটনায় গ্রেফতার ২, বেসমেন্টে ব্যবসা নিয়ে প্রশ্ন

Date:

দিল্লির রাজেন্দ্রনগরে কোচিং সেন্টারে (IAS Coaching centre, Rajendra Nagar) জল ঢুকে তিন IAS পড়ুয়ার মৃত্যুতে সেখানকার মালিক এবং কো-অর্ডিনেটরকে গ্রেফতার করল পুলিশ। শনিবার সন্ধ্যায় অত্যধিক বৃষ্টির কারণে রাজধানীর রাস্তায় জল জমে যায়। সেই সময় বেসমেন্টের ওই লাইব্রেরিতে অন্তত ৩০ জন ছাত্রছাত্রী পড়াশোনা করছিলেন। অন্যান্য দিন সন্ধ্যা ৭টার মধ্যে লাইব্রেরি বন্ধ হয়ে গেলেও শনিবার তা বন্ধ করা যায়নি। বাইরে বৃষ্টি বাড়তে থাকায় কিছুক্ষণ পর বেসমেন্টে হু হু করে জল ঢুকতে শুরু করে। একটি মাত্র দরজার কারণে অনেকেই বেরোতে পারেননি। খবর যায় দমকলে, দ্রুত ঘটনাস্থলে পৌঁছয় NDRF কর্মীরা। ততক্ষণে জলে ডুবে দুই মহিলা সহ তিন পড়ুয়ার মৃত্যু হয়েছে। এরপরই পার্কিংয়ের জায়গায় কোচিং সেন্টার নিয়ে প্রশ্ন উঠতে শুরু করে। তদন্তে পুলিশ।

কোচিং কর্তৃপক্ষ জানিয়েছে বেসমেন্টে লাইব্রেরির পাশাপাশি একটি ক্লাসরুমও ছিল। চলতি মাসেই দিল্লির দমকল দফতরের কাছ থেকে ছাড়পত্র পেয়েছিল ওই কোচিং সেন্টার। সেই সংক্রান্ত নথি অনুযায়ী সেন্টারে অগ্নিনির্বাপণ ব্যবস্থা রয়েছে। তবে বেসমেন্ট আবাসনের নিয়ম অনুযায়ী কোচিং সেন্টার চালানো হয়নি। প্রাথমিকভাবে মনে করা হচ্ছে নিকাশি ব্যবস্থার দিকে খুব বেশি লক্ষ্য না দেওয়ার কারণে এই দুর্ঘটনা। কেন সেন্টারে ঢোকার এবং বেরোনোর জন্য একটি মাত্র দরজা রাখা হয়েছিল তাও খতিয়ে দেখছে পুলিশ।


Related articles

আজ সোনার মেয়ে রিচার সংবর্ধনায় সিএবির অনুষ্ঠান, মুখ্যমন্ত্রীর সঙ্গে থাকবেন টলিতারকারাও

বাঙালি ক্রিকেটার হিসেবে বিশ্ব জয় করেছেন রিচা ঘোষ (Richa Ghosh)। দেশের বিভিন্ন প্রান্ত থেকে শুভেচ্ছা ভালোবাসায় আপ্লুত শিলিগুড়ির...

মতুয়া-ফায়দা লোটার চেষ্টা: অনশন মঞ্চে হঠাৎ হাজির বাম-কংগ্রেস!

বাংলার শাসকদল তৃণমূলের বিরোধিতা করাই বাংলার বাম নেতৃত্ব ও কংগ্রেসের নেতা কর্মীদের স্বভাবসিদ্ধ। বিরোধিতার পর্যায়টা এক এক সময়ে...

জন্মদিনে চরম অসৌজন্য! অভিষেককে নিয়ে বিজেপির পোস্টে সরব নেটদুনিয়া

বাংলায় বরাবর সৌজন্যের রাজনীতি দেখিয়ে এসেছে সব রাজনৈতিক দল। বাম আমলে সিপিআইএম নেতা থেকে তৃণমূল বা কংগ্রেস নেতাদের...

আইএসএল নিয়ে প্রবল অনিশ্চয়তা, অনুশীলনই বন্ধ রাখল মোহনবাগান

অনির্দিষ্টকালের জন্য বন্ধ থাকবে মোহনবাগানের(Mohun Bagan) সিনিয়র দলের অনুশীলন। খবর অনুযায়ী, আইএসএল নিয়ে প্রবল অনিশ্চয়তা। টেন্ডার সংক্রান্ত বিষয়...
Exit mobile version