Sunday, November 9, 2025

ফের বন্দুকবাজের হামলা আমেরিকায়। সেখানকার একটি পার্কে বহু মানুষ একটি জমায়েতে যোগ দিয়েছিলেন। সেখানেই আচমকা গুলি চলতে শুরু করে। রবিবার বিকেলে নিউইয়র্ক পুলিশের কাছে ফোন যায়। সকলে ভয়ে পালাতে থাকেন এবং অনেকের গায়ে বুলেট লেগেছে।সঙ্গে সঙ্গে ঘটনাস্থলে পৌঁছায় পুলিশ। নিউইয়র্কের রচেস্টারসিটির একটি পার্কে এই ঘটনা ঘটেছে। বন্দুকধারীর পরিচয় এখনও জানায়নি পুলিশ।

ঘটনায় ২০ বছরের এক যুবকের মৃত্য়ু হয়েছে।আরেকজনের অবস্থা আশঙ্কাজনক, তাকে হাসপাতালে ভর্তি করা হয়েছে। বাকি পাঁচজনের আঘাত গুরুতর নয়। তাদেরও হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছে।বন্দুকধারীর পরিচয় এখনও জানায়নি পুলিশ। ঘটনাস্থলে একাধিক অঞ্চলের পুলিশ উপস্থিত হয়েছে। গোটা এলাকা তারা ঘিরে দিয়েছে। বন্দুকধারীকে আদৌ গ্রেফতার করা গিয়েছে কি না, তা-ও স্পষ্ট নয়। ঘটনার পর নাগরিক সমাজের একটি অংশ ফের বন্দুকের লাইসেন্স অবাধে দেওয়া নিয়ে প্রশ্ন তুলেছে।জো বাইডেনের সরকার বন্দুক আইন নিয়ে বড়সড় পরিবর্তনের কথা বলেছিল। কিন্তু এখনও পর্যন্ত সেটি সেভাবে কার্যকর হয়নি। আর তার মধ্যেই একের পর এক ঘটনা ঘটে চলেছে আমেরিকায়।
এই হামলার তদন্তে নেমেছে একাধিক পুলিশ বিভাগ। আয়রনডেকোয়েত পুলিশ, মনরোই কাউন্ট্রি শেরিফস, রোচেস্টার পুলিশ ও নিউইয়র্ক স্টেট পুলিশ যৌথভাবে গোটা ঘটনার তদন্তে নেমেছে।উল্লেখ্য, আমেরিকার মাটিতে এই ধরনের হামলার ঘটনা অবশ্য প্রথমবার নয়। এর আগে দফায় দফায় আমেরিকার নানা প্রান্তে এই ধরনের হামলার ঘটনা ঘটেছে। গত ২১ জুলাই রবিবার এমনই ঘটনা ঘটেছিল মিসিসিপির এক নাইটক্লাবে।

 

Related articles

বেঁচে থাকলে রবীন্দ্রনাথ-নজরুলকে অনুপ্রবেশকারী বলে দাগিয়ে দিত! পুরুলিয়ার সভা থেকে বিজেপিকে আক্রমণ দেবাংশুর

ভাগ্যিস রবীন্দ্রনাথ, নজরুল বেঁচে নেই। নইলে বিজেপি রবীন্দ্রনাথকে রোহিঙ্গা ও নজরুলকে অনুপ্রবেশকারী বলে দাগিয়ে দিত। শনিবার পুরুলিয়া শহরের...

টাকা পেয়েও কাজে দেরি! ‘বাংলার বাড়ি’ নিয়ে কড়া প্রশাসন, রিপোর্ট চাইল নবান্ন

প্রথম দফায় ১ লক্ষ ২০ হাজার টাকা পাওয়ার পরও বহু উপভোক্তা এখনও ‘বাংলার বাড়ি’ প্রকল্পের কাজ শুরু করেননি।...

ঝুলনের চোখে বাংলার সেরা ক্রিকেটার রিচা, মহিলা ক্রিকেটের প্রশংসায় পঞ্চমুখ সৌরভ

বাংলার বিশ্বকাপ জয়ী একমাত্র ক্রিকেট তারকা রিচা ঘোষের (Richa Ghosh) সম্বর্ধনা অনুষ্ঠানে শনিবার ইডেন গার্ডেন্সে বিশেষ অনুষ্ঠানের আয়োজন...

সৌরভ ছাড়া অন্য কারও ICC সভাপতি থাকার কথা নয়: বললেন ‘ঠোঁটকাটা’ মমতা

ছিল বিশ্বজয়ী ক্রিকেটার রিচা ঘোষের (Richa Ghosh) সংবর্ধনা অনুষ্ঠান। শনিবার ইডেনে সেই অনুষ্ঠানে বোমা ফাটালেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের...
Exit mobile version