Saturday, November 8, 2025

অসাধ্যসাধন কলকাতা পুলিশের, লাইভ ভিডিও দেখে যুবকের প্রাণ বাঁচাতে পথে চার থানা! 

Date:

ফের নয়া দৃষ্টান্ত স্থাপন! প্রতিদিনই শহরের অলিগলিতে দিনরাত অক্লান্ত পরিশ্রম করে শহরবাসীর নিরাপত্তায় বদ্ধপরিকর কলকাতা পুলিশ (Kolkata Police)। এবার এমন এক কাণ্ড সামনে এল যা শুনে চমকে যাবেন আপনিও। কিন্তু কলকাতা পুলিশের প্রচেষ্টায় সেই অসাধ্যসাধন সম্ভব হয়েছে।

ঠিক কি ঘটেছিল?

আত্মহত্যা করতে পারেন এক তরুণ! এমন তথ্য আসে লালবাজারে (Lal bazar)৷ কিন্তু ওই তরুণের কোনও পরিচয় ছিল না পুলিশের কাছে৷ কিন্তু কিভাবে আত্মহত্যা আটকানো সম্ভব তা ভেবে দীর্ঘ সময় নষ্ট না করে কলকাতা পুলিশের চারটি থানার অফিসার এবং কর্মীরা তল্লাশি অভিযান শুরু করেন। শেষমেশ মানসিক অবসাদগ্রস্ত ওই তরুণকে সময় মতো খুঁজে বের করে তাঁকে প্রাণে বাঁচাতে সক্ষম হন কলকাতা পুলিশের আধিকারিকরা৷ ঘটনার সূত্রপাত শনিবার। রাত এগারোটা নাগাদ কলকাতা পুলিশের সোশ্যাল মিডিয়া পেজে একটি লিঙ্ক পাঠান একজন তরুণ৷ সেই লিঙ্কটি ছিল একটি ফেসবুক লাইভের৷ ফেসবুক লাইভে এক তরুণ আত্মহত্যার হুমকি দিচ্ছিলেন৷

সঙ্গে সঙ্গে ওই তরুণের ফেসবুক পেজে খুঁজে দেখে তাঁর সম্পর্কে তথ্য জোগাড়ের চেষ্টা করা হয়৷ কিন্তু ওই প্রোফাইলটি লক করা ছিল বলে বিস্তারিত কিছু জানতে পারেনি পুলিশ৷ এরপর দেরি না করে যে ব্যক্তি ওই ফেসবুক লাইভের লিঙ্ক কলকাতা পুলিশকে পাঠিয়েছিলেন, তাঁর সঙ্গে যোগাযোগ করা হয়৷ তিনি জানান, আত্মহত্যার হুমকি দেওয়া ওই তরুণ একসময় তাঁর সহপাঠী ছিলেন। কিন্তু ওই তরুণের পুরনো একটি নম্বর ছাড়া তাঁর সম্পর্কে আর কোনও তথ্যই পুলিশকে দিতে পারেননি। পরে ওই মোবাইল নম্বরটি ট্র্যাক করার চেষ্টা করতেই পুলিশ জানতে পারে ওই নম্বরটি বেহালা অঞ্চলের একজনের নামে রয়েছে৷ এরপরই লালবাজারের পক্ষ থেকে পর্ণশ্রী থানায় ফোন করে তড়িঘড়ি ওই তরুণকে খুঁজে বের করতে বলা হয়৷ পাশাপাশি একই নির্দেশ দেওয়া হয় বেহালা থানার ওসিকেও৷ সতর্ক করা হয় সরশুনা থানাকেও৷

 

এরপরই বেহালা থানা এলাকায় ওই তরুণের খোঁজে রাতেই তল্লাশিতে নামেন তিন জন এসআই পদমর্যাদার অফিসার৷ শেষ পর্যন্ত পর্ণশ্রীতে ওই তরুণের বাড়ি খুঁজে বের করেন বেহালা থানার আধিকারিকরা৷ পরে পুলিশ তরুণকে মৃত্যুমুখ থেকে বাঁচায়। আত্মহত্যার হুমকি দেওয়া ওই তরুণ পুলিশ অফিসারদের জানান, কয়েকটি বিষয় নিয়ে হতাশ হয়েই চরম সিদ্ধান্ত নেওয়ার কথা ভেবেছিলেন তিনি৷ তবে কলকাতা পুলিশের এমন অসামান্য প্রচেষ্টায় খুশি পরিবারের সদস্য থেকে শুরু করে স্থানীয়রা।

Related articles

মতুয়া-ফায়দা লোটার চেষ্টা: অনশন মঞ্চে হঠাৎ হাজির বাম-কংগ্রেস!

বাংলার শাসকদল তৃণমূলের বিরোধিতা করাই বাংলার বাম নেতৃত্ব ও কংগ্রেসের নেতা কর্মীদের স্বভাবসিদ্ধ। বিরোধিতার পর্যায়টা এক এক সময়ে...

জন্মদিনে চরম অসৌজন্য! অভিষেককে নিয়ে বিজেপির পোস্টে সরব নেটদুনিয়া

বাংলায় বরাবর সৌজন্যের রাজনীতি দেখিয়ে এসেছে সব রাজনৈতিক দল। বাম আমলে সিপিআইএম নেতা থেকে তৃণমূল বা কংগ্রেস নেতাদের...

আইএসএল নিয়ে প্রবল অনিশ্চয়তা, অনুশীলনই বন্ধ রাখল মোহনবাগান

অনির্দিষ্টকালের জন্য বন্ধ থাকবে মোহনবাগানের(Mohun Bagan) সিনিয়র দলের অনুশীলন। খবর অনুযায়ী, আইএসএল নিয়ে প্রবল অনিশ্চয়তা। টেন্ডার সংক্রান্ত বিষয়...

জন্মদিনে মানুষের ভালবাসা মনে করিয়ে দেয় কর্তব্য: ভিড়ে মিশে গেলেন অভিষেক

সকাল হওয়ার অপেক্ষা নয়। রাত ১২টা বাজার অপেক্ষায় ছিল বাংলার বিপুল জনতা। জননেতা, তৃণমূল সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক...
Exit mobile version