Wednesday, November 5, 2025

দু’বছরের বেশি সময় ধরে তিহাড় সংশোধনাগারে থাকার পর অবশেষে সিবিআই-এর (CBI) গরুপাচার মামলায় শর্তসাপেক্ষে জামিন পেলেন অনুব্রত মণ্ডল (Anubrata Mondal)। সূত্রের খবর আজ সুপ্রিম কোর্টে (Supreme Court) তাঁর জামিন মঞ্জুর করা হয়েছে। এদিন শুনানিতে বিচারপতি বেলা এম ত্রিবেদী এবং বিচারপতি সতীশচন্দ্র শর্মার ডিভিশন বেঞ্চে পর্যবেক্ষণ, এই মামলায় এনামুল হক-সহ বাকিদের জামিন দিয়ে দেওয়া হয়েছে। সে ক্ষেত্রে তদন্তের নামে বারবার অনুব্রতর জামিনের বিরোধিতা করা উচিত নয়। যদিও জামিন পেলেও এখনই জেল মুক্তি হচ্ছে না বীরভূমের নেতার।

২০২২ সালের আগস্ট মাসে নিজের বাড়ি থেকেই অনুব্রতকে গ্রেফতার করে সিবিআই। বেশ কিছুদিন আসানসোল সংশোধনাগারে রাখা হয়েছিল তাঁকে।পরে তিহাড় জেলে নিয়ে যাওয়া হয়।একই মামলায় ওই বছরের নভেম্বর মাসে ইডিও তাঁকে গ্রেফতার করে। এদিন আদালতে শুনানিতে বলা হয়েছে জামিন পেলেও কয়েকটি শর্ত মানতে হবে অনুব্রতকে। এই মামলার সঙ্গে জড়িত অভিযুক্ত বা সাক্ষীদের সঙ্গে তিনি কোনও রকম যোগাযোগ করতে পারবেন না। তদন্তকারীদের নির্দেশমতো তাঁকে সহযোগিতা করতে হবে। পাসপোর্ট সহ জরুরি ডকুমেন্ট জমা রাখতে হবে বীরভূমের নেতাকে। এই মুহূর্তে অনুব্রতর বিরুদ্ধে একাধিক মামলা রয়েছে তাই সিবিআই-এর একটি মামলা থেকে জামিন মিললেও আপাতত সংশোধনাগারই থাকতে হচ্ছে তাঁকে।


Related articles

বিলাসপুরের ট্রেন দুর্ঘটনায় মৃত বেড়ে ৮: মৃত চালকের উপরই দায় চাপানোর চেষ্টা!

বরাবর যেভাবে ট্রেন দুর্ঘটনায় মৃত ট্রেনের চালকের উপর দায় চাপিয়ে অব্যবস্থা ও পরিকাঠামোর অভাবকে ঢাকা দেওয়ার চেষ্টা করে...

ঠাকুরবাড়িতে প্রকাশ্যে ঘরোয়া কোন্দল! শান্তনুর সঙ্গ ছাড়লেন দাদা সুব্রত 

মতুয়া সংগঠন ঘিরে দীর্ঘদিনের অন্দরের টানাপোড়েন এবার প্রকাশ্যে। পারিবারিক অশান্তি এবং সংগঠনের ক্ষমতা ভাগাভাগি নিয়ে ঠাকুরবাড়িতে দেখা দিল...

বিরোধীদের কুৎসায় কালি: রাজ্যে SIR প্রক্রিয়ার প্রথমদিন শান্তিপূর্ণ, তথ্য পেশ কমিশনের

নির্বাচন কমিশনের তরফে বিএলও। রাজনৈতিক দলের তরফে বিএলএ। রাজ্যের নাগরিক ভোটার। এই তিনের সমন্বয়ে মঙ্গলবার থেকে গোটা রাজ্যে...

খুব তাড়াতাড়ি আসবেন কলকাতায়, মুখ্যমন্ত্রীর শুভেচ্ছাবার্তার উত্তরে জানান শাহরুখ

রবিবার শাহরুখ খানের ৬০তম জন্মদিন ছিল। এদিন শাহরুখকে শুভেচ্ছা জানিয়েছিলেন বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। সেই শুভেচ্ছার এবার উত্তর...
Exit mobile version