ওয়েনাড়ে লাফিয়ে বাড়ছে মৃত্যু, পরিদর্শনে যাবেন রাহুল-প্রিয়াঙ্কা

ওয়েনাড়ের এই বিপদের সময়ে মানুষের পাশে দাঁড়ানোর জন্য ওয়েনাড় যাওয়ার পরিকল্পনা করেছেন রাহুল-প্রিয়াঙ্কা। বুধবার তাঁরা যেতে পারেন

কেরালার ওয়েনাড়ে উদ্ধারকাজ শুরু হতেই হু হু করে বাড়তে শুরু করল মৃতের সংখ্যা। ভূমিধ্বসে যে ব্যাপক সংখ্যার মানুষ নিখোঁজ ছিলেন, তাঁদের উদ্ধারে বায়ুসেনাকেও নামানো হল। এপর্যন্ত মৃতের সংখ্যা ৭০ ছাড়িয়েছে। জখম হয়েছেন ৭০ জন। নিখোঁজ বহু। শুরু হয়েছে উদ্ধারকাজ। এখনও পর্যন্ত উদ্ধার করা হয়েছে ২৫০ জনকে। পুলিশের অনুমান, ধ্বংসস্তূপের নীচে বহু মানুষ আটকে রয়েছেন। এই পরিস্থিতিতে ওয়েনাড় যাওয়ার পরিকল্পনা করেছেন লোকসভার বিরোধী দলনেতা রাহুল গান্ধী।

উদ্ধারকার্যে হাত লাগিয়েছে, কেরলের বিপর্যয় মোকাবিলা বাহিনী, এনডিআরএফ, বায়ুসেনা এবং নৌসেনা। ঘটনাস্থলে পাঠানো হয়েছে বায়ুসেনার হেলিকপ্টার, এমআই ১৭ ও একটি এএলএইচ। ধ্বংসস্তূপে কেউ চাপা পড়ে রয়েছে কিনা সেই বিষয়ে জানতে স্নিফার ডগ ও ড্রোনের সাহায্য নিচ্ছে কেরল পুলিশ। তবে প্রবল বৃষ্টির জেরে ব্যাহত হচ্ছে উদ্ধারকাজ। এদিকে কোঝিকরে প্রবল বৃষ্টির জেরে ধস নেমেছে। ভেসে গিয়েছে একটি সেতু। ভেঙেছে চারটি বাড়ি। মৌসম ভবন জানিয়েছে, আজ ওয়েনাড়ে ঝড়-বৃষ্টি হবে। ওয়েনাড়ের মেপ্পাডি ছাড়াও সবচেয়ে বেশি ক্ষতি হয়েছে মুন্ডাকাই, নুলপুঝা, চুরালমালা, আট্টামালা গ্রামগুলিতে।

ত্রিবান্দ্রম ডিভিশনে কেরালার ভাল্লাখোল নগর ও ওয়াডাক্কানচেরির মধ্যে জল ভরে যায় রেললাইনে। পাহাড়ের গা বেয়ে হুহু করে মাটি গোলা জল নেমে আসতে থাকে। এই পরিস্থিতিতে বড়সড় দুর্ঘটনার হাত থেকে রক্ষা পেল একটি ট্রেন। রেলের এক কর্মীর তৎপরতায় দাঁড় করিয়ে দেওয়া হয় ট্রেনটি।

ইতিমধ্যেই লোকসভার অধিবেশন চলাকালীন কেন্দ্র ও রাজ্য যৌথ উদ্যোগে ওয়েনাড়ের মানুষের পাশে দাঁড়ানোর আর্জি জানান। কেন্দ্রের সঙ্গে একজোট হয়ে এই পরিস্থিতিতে উদ্ধারকাজের আর্জিও জানান। প্রতিরক্ষা মন্ত্রী রাজনাথ সিং সেনার পক্ষ থেকে সব রকম সাহায্যেরও আশ্বাস দেন। ওয়েনাড় থেকে সাংসদ নির্বাচিত হয়েছিলেন রাহুল গান্ধী। কিন্তু তিনি সেই লোকসভা কেন্দ্র ছেড়ে এখন আমেঠির সাংসদ। ওয়েনাড়ে উপনির্বাচনে কংগ্রেসের পক্ষ থেকে লড়াই করবেন প্রিয়াঙ্কা গান্ধী। ওয়েনাড়ের এই বিপদের সময়ে মানুষের পাশে দাঁড়ানোর জন্য ওয়েনাড় যাওয়ার পরিকল্পনা করেছেন রাহুল-প্রিয়াঙ্কা। বুধবার তাঁরা যেতে পারেন। ইতিমধ্যেই কেন্দ্র সরকারের তরফে মৃতদের পরিবার পিছু ২ লক্ষ টাকা ও আহত, ক্ষতিগ্রস্থ পরিবারগুলিকে ৫০ হাজার টাকা করে দেওয়া হবে।