Tuesday, August 26, 2025

শীর্ষ আদালতে এবার এসএসসি অনুতীর্ণরা! ২৬ হাজার চাকরি মামলার সঙ্গেই শুনানি

Date:

এসএসসি (SSC)-এর অধীনে ২৬ হাজার চাকরি বাতিলের রায়কে চ্যালেঞ্জ করে আরও একটি মামলা দায়ের হল সুপ্রিম কোর্টে। শীর্ষ আদালতে মামলাটি শুনানির জন্য গৃহীত হয়। প্রধান বিচারপতি ডিওয়াই চন্দ্রচূড়, বিচারপতি জেবি পারদিওয়ালা এবং বিচারপতি মনোজ মিশ্রের বেঞ্চ জানায়, মূল মামলার সঙ্গে এই মামলাটি যুক্ত করে শুনানি হবে। আগামী ৬ অগস্ট মূল মামলার শুনানি রয়েছে। ওই দিনই এই মামলার শুনানি হবে।

শীর্ষ আদালতে এবার এসএসসি (SSC) অনুতীর্ণ চাকরি প্রার্থীদের একাংশ। মামলাকারীদের নাম ওয়েটিং লিস্টে, এমনকি উত্তীর্ণ হওয়ার তালিকাতেও নেই। নতুন নিয়োগ প্রক্রিয়াকে চ্যালেঞ্জ জানিয়েছে মামলাকারীরা। মামলার আবেদন মেরিটের ভিত্তিতে আবেদন শোনার আশ্বাস দেন।

প্রসঙ্গত, এসএসএসসি ২৬ হাজার চাকরি বাতিলের নির্দেশকে চ্যালেঞ্জ করে রাজ্য , স্কুল সার্ভিস কমিশন এবং চাকরিহারা প্রার্থীরা মামলা দায়ের করেন। সেই মামলার শুনানি আগামী ৬ আগস্ট। ২০১৬ এসএসসি নিয়োগের চাকরি বাতিল করেছিল কলকাতা হাইকোর্ট ডিভিশন বেঞ্চ।

এসএসসির নিয়োগ নিয়ে দুর্নীতির অভিযোগ ওঠে। কলকাতা হাইকোর্টের বিচারপতি দেবাংশু বসাক এবং বিচারপতি মহম্মদ শব্বর রশিদির ডিভিশন বেঞ্চ ২০১৬ সালের নিয়োগের প্রক্রিয়া বাতিল ঘোষণা করে। তার ফলে চাকরি যায় ২৫,৭৫৩ জনের। যাঁরা মেয়াদ-উত্তীর্ণ প্যানেলে চাকরি পেয়েছিলেন, যাঁরা সাদা খাতা জমা দিয়ে চাকরি পেয়েছিলেন, তাঁদের বেতন ফেরত দেওয়ার নির্দেশ দেওয়া হয়। চার সপ্তাহের মধ্যে ১২ শতাংশ হারে সুদ-সহ বেতন ফেরত দিতে বলা হয় ওই চাকরিপ্রাপকদের। সেই নির্দেশের বিরুদ্ধেই সুপ্রিম কোর্টে একাধিক মামলা উঠেছে।

আরও পড়ুন: সিবিআই-এর গরুপাচার মামলায় শর্তসাপেক্ষে জামিন অনুব্রতর!

 

Related articles

প্রাথমিক টেট-এর তথ্য ফাঁস হয়নি, বিভ্রান্তি কাটিয়ে জানালো পর্ষদ

নতুন জালিয়াতির বিরুদ্ধে কড়া রাজ্যের শিক্ষা দফতর। প্রাথমিক টেট-এর (Primary TET) তথ্য ফাঁস হওয়া নিয়ে নতুন করে বিভ্রান্তি...

ট্রাম্পের ছোঁয়া পলকাটা হিরেতে! মোদির গুজরাটেই বেকার অন্তত ১ লক্ষ শ্রমিক

বন্ধুত্বের বাহানায় বিপুল ক্ষতির মুখে গোটা দেশকে ঠেলে দিয়েছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। তবে বন্ধু ডোনাল্ড ট্রাম্পের বসানো শুল্কের...

ভয় পেয়েই কুকথা শান্তনুর! ফাঁস মতুয়াদের নিয়ে নোংরা রাজনীতি

মতুয়াদের নিয়ে রাজনীতি করতে মাঠে নেমেছিলেন খোদ নরেন্দ্র মোদি। ঠাকুরনগরের ঠাকুরবাড়িতে আধিপত্য কায়েমে বিজেপির নোংরা রাজনীতি দীর্ঘদিনের। ঠাকুরবাড়ির...

নীরবে প্রস্তুতি শামির, দলীপ দিয়েই কামব্যাকের লড়াই

কয়েকদিন আগে এশিয়া কাপের(Asia Cup) দল ঘোষণা হয়েছে। সেখানে সুযোগ পাননি মহম্মদ সামি(Mohammed Shami)। ভারতীয় দলে তিনি ফিরবেন...
Exit mobile version