Friday, November 7, 2025

বুধে বিধানসভায় পেশ ন্যায় সংহিতা নিন্দা প্রস্তাব, তৈরি রিভিউ কমিটি

Date:

কেন্দ্রের তিন নতুন আইন পাশ হওয়া নিয়ে নিন্দা প্রস্তাব বুধবারই বিধানসভায় আনতে চলেছে রাজ্য সরকার। আইন প্রণয়নের আগে রাজ্যগুলির মতামত নিয়ে প্রস্তাব পাঠানোর বার্তা কেন্দ্র সরকারই দিয়েছিল। তারপরেও রাজ্যগুলির কোনও সংশোধনীই গ্রহণ করেনি স্বৈরাচারী মোদি সরকার। পাস হয়েছে তিন আইন। আইন প্রণয়নের তিন মাসের মধ্যে সেই আইন নিয়ে রাজ্যগুলির রিভিউ রিপোর্ট জমা দিতে হয়। ইতিমধ্যেই রাজ্যের পক্ষে রিভিউ কমিটি তৈরি হয়েছে। সেই কমিটির রিপোর্ট মেনে প্রয়োজনীয় সংশোধনী যাতে তিন আইনে আনে কেন্দ্রের মোদি সরকার, তার জন্য বিধানসভা থেকে জোরদার আন্দোলনের প্রস্তুতি নেওয়া শুরু।

ন্যায় সংহিতা, ভারতীয় নাগরিক সুরক্ষা সংহিতা ও সাক্ষ্য অধিনিয়ম – তিন আইনের সমস্যা নিয়ে ইতিমধ্যেই লোকসভায় বিরোধীরা সরব হয়েছেন। এবার রাজ্য বিধানসভায় এনিয়ে নিন্দা প্রস্তাব আনতে চলেছেন তৃণমূল। কয়েকদিন আগেই এই নিন্দা প্রস্তাব আনার কথা থাকলেও একদিকে উত্তরের জেলাগুলিতে কেন্দ্রের ভ্রান্ত জলনীতির কারণে বন্যা পরিস্থিতি ও বিজেপি নেতাদের অহেতুক রাজ্য ভাগের চক্রান্তের কারণে সেই প্রস্তাব আনার দিন পিছিয়ে যায়।

রাজ্যের তরফে কেন্দ্রকে নতুন তিন আইন নিয়ে রিভিউ করার জন্য প্রাক্তন বিচারপতি অসীমকুমার রায়ের নেতৃত্বে সাত সদস্যের কমিটি গঠন করেছে রাজ্য সরকার। সেই কমিটির রিপোর্ট মুখ্যমন্ত্রী পাস করার পরে তা কেন্দ্রের কাছে পাঠানো হবে। তবে রাজনৈতিকভাবেও তিন কালো আইনের প্রতিবাদ জানানোর প্রস্তুতি শুরু তৃণমূলের।

Related articles

দুর্নীতির অভিযোগ তোলা চিকিৎসকই দুর্নীতিতে অভিযুক্ত! সাসপেন্ড আখতার আলি

আরজিকরের চিকিৎসক তরণীর ধর্ষণ খুনের ঘটনার মধ্যেই আর্থিক দুর্নীতি ঘিরে শোরগোল শুরু হয় আর জি কর হাসপাতালে। গ্রেফতার...

দুর্যোগ পরিস্থিতি পর্যালোচনা: আগামী সপ্তাহেই উত্তরবঙ্গে যাচ্ছেন মুখ্যমন্ত্রী

ভয়াবহ দুর্যোগ পেরিয়ে মাথা তুলে দাঁড়ানোর পর্যায়ে উত্তরবঙ্গ। রাজ্য প্রশাসন ও স্থানীয় প্রশাসনের লাগাতার পরিষেবা ও পদক্ষেপে যোগাযোগ...

তালিকায় নাম নেই! কেউ স্ত্রীর জন্য, কেউবা বিএলও-র সামনেই প্রাণ দিলেন

রাজ্যের হাজার হাজার মানুষের নাম নেই ২০০২ সালের ভোটার তালিকায়। ইতিমধ্যেই রাজ্যের একাধিক জেলায় আতঙ্কে কেউ আত্মঘাতী, কেউবা...

শিলিগুড়িতে উৎসবের মেজাজেই সোনার মেয়েকে বরণ, নিজের অনুভূতির কথা জানালেন আপ্লুত রিচা

বিগত কয়েক বছর ধরেই পুরুষ এবং মহিলা ক্রিকেটের মধ্যে ব্যবধান একটু একটু কমছে। আইসিসি বিশ্বকাপ জিতে ভারতীয় ক্রিকেটেই...
Exit mobile version