Wednesday, November 12, 2025

এত পরিষেবার পরও ফল খারাপ কেন? সিউড়ির পর্যালোচনা বৈঠকে প্রশ্ন পুরমন্ত্রীর

Date:

লোকসভা ভোটে দল সার্বিকভাবে ভাল ফল করেছে। তার পরেও যেখানে যেখানে ফল খারাপ হয়েছে, তার কারণ নিয়ে তৃণমূলের অন্দরমহলে চলেছে কাটাছেঁড়া। বারবার যে প্রশ্নটা উঠে আসছে, তা হল, এত পরিষেবার পরেও কেন মানুষ বিমুখ? তা নিয়েই পর্যালোচনা বৈঠকে বসলেন পুরমন্ত্রী ফিরহাদ হাকিম।

লোকসভা নির্বাচনে ২৯টি আসনে জয় পেলেও বেশ কিছু পুরসভায় পিছিয়ে রয়েছে তৃণমূল। তাই হারের পর্যালোচনা বৈঠকে নামলেন খোদ ফিরহাদ। মঙ্গলবার বীরভূম লোকসভার সিউড়ি পুরসভার প্রতিনিধিদের নিয়ে টাউন হলে পর্যালোচনা বৈঠকে করলেন পুরমন্ত্রী। জানা গিয়েছে, ফিরহাদ বলেছেন, মাত্র ৬২০০ ভোটে হার সিউড়ি পুরসভায়। সেখানে কিছু গোষ্ঠীদ্বন্দ্ব রয়েছে। এসব মেনে নেওয়া হবে না। একজনের সঙ্গে আরেকজনের ঝগড়া, কোনওভাবেই চলবে না। একসঙ্গে সবাইকে কাজ করতে হবে। সমন্বয়ের ভিত্তিতে কাজ করতে হবে।

এদিন কিছুটা হুঁশিয়ারির সুরে পুরমন্ত্রী বলেন, সংগঠনের নীতি-নিয়ম মেনে চলতে হবে। না মানলে দলে থাকা যাবে না। তিনি এটা স্পষ্ট করে দেন, স্থানীয় বিধায়ক বিকাশ রায়চৌধুরির সঙ্গে যোগাযোগ রেখে চলতে হবে কাউন্সিলরদের। বিকাশ যা বলবেন, তা শুনে সেই মতো এগোতে হবে, চলতে হবে। কিছুদিনের মধ্যেই সিউড়ি যেতে পারেন ফিরহাদ। ওখানে ৮৩ কোটি টাকার এক জলপ্রকল্প চালু করার কথা রয়েছে। তৃণমূলসূত্রে খবর, এর পরে রামপুরহাট, বোলপুর পুরসভা নিয়েও বৈঠক করবেন উনি।

আরও পড়ুন- ডার্বিতে খেলতে মরিয়া ম্যাকলারেন, আসন্ন মরশুমে নিজের পরিকল্পনা জানালেন বাগানের নতুন কোচ জোসে মোলিনা

 

Related articles

আবারও আন্তর্জাতিক মঞ্চে সিস্টার নিবেদিতা ইউনিভার্সিটি, চিনে ‘ব্রিকস স্কিলস কম্পিটিশন’-এ ভারতের প্রতিনিধিত্ব করবে ছাত্রছাত্রীরা

ফের ইতিহাস গড়ল সিস্টার নিবেদিতা ইউনিভার্সিটি (এসএনইউ)। গত বছরের পর আবারও এই প্রতিষ্ঠানের শিক্ষার্থীরা নির্বাচিত হয়েছে চিনে অনুষ্ঠিত...

বিজেপিকে সুবিধা করে দিতেই BLA নিয়োগে নয়া নির্দেশিকা ! কমিশনকে তোপ তৃণমূলের

জাতীয় নির্বাচন কমিশনের নতুন নির্দেশিকা ঘিরে উত্তাল রাজনৈতিক মহল। বুথ লেভেল এজেন্ট (BLA) নিয়োগের নিয়ম পরিবর্তন করে এক...

বোধি ভবনের বার্ষিক উৎসব, সংবর্ধিত অভিনেত্রী মাধবী মুখোপাধ্যায়

দক্ষিণ কলকাতার অন্যতম সেরা CBSE বিদ্যালয় বোধি ভবন কলেজিয়েট স্কুলে মঙ্গলবার অনুষ্ঠিত হল বার্ষিক অনুষ্ঠান। এই উপলক্ষে উত্তম...

সঙ্গীত পরিচালকের ভূমিকায় সৃজিত?

১৫ বছর টলিউডে রাজত্ব করেছেন। ঝুলিতে রয়েছে দুর্দান্ত সব ছবি। কিন্তু এবার সঙ্গীত পরিচালকের ভূমিকায় কাজ করতে চলেছেন...
Exit mobile version