Thursday, August 28, 2025

অভিষেকের প্রশ্নের মুখে মোবাইল গ্রাহকদের অতিরিক্ত আর্থিক চাপের কথা মানল কেন্দ্র!

Date:

এক ধাক্কায় মোবাইল রিচার্জের খরচ মাত্রাতিরিক্ত বেড়ে যাওয়ায় সমস্যায় পড়েছেন সাধারণ মানুষ। নিত্য প্রয়োজনীয় জিনিসের মূল্যবৃদ্ধির সঙ্গে পাল্লা দিয়ে এখন মোবাইলের রিচার্জ করতে বাড়তি টাকা গুনতে হচ্ছে আমজনতাকে। অথচ কেন্দ্রের নতুন সরকারের তাই নিয়ে কোনও হেলদোল নেই। বরং শিল্পপতিদের তোষণে ব্যস্ত মোদি- শাহদের নড়বড়ে জোট সরকার। দেশের মানুষের স্বার্থের কথা মাথায় রেখে সংসদে চলতি অধিবেশন চলাকালীন টেলিকম রেগুলেটরি অথরিটি অফ ইন্ডিয়ার (Telecom Regulatory Authority of India) দায়িত্ব পালন নিয়ে সরব তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায় (Abhishek Banerjee)। কেন মোবাইল কোম্পানিগুলোর উপর কোনও নিয়ন্ত্রণ নেই ট্রাই- এর? এইভাবে মোবাইলের খরচ বেড়ে যাওয়ায় দেশের প্রায় ৯০ শতাংশ মোবাইল গ্রাহক অতিরিক্ত আর্থিক চাপের সম্মুখীন হয়েছে বলে অধিবেশনে অভিযোগ করেছে বাংলার শাসকদল। এবার অভিষেকের প্রশ্নের লিখিত জবাব দিতে গিয়ে সাধারণ মানুষের এই অতিরিক্ত বোঝার কথা কার্যত মেনে নিলেন কেন্দ্রীয় যোগাযোগ ও গ্রামোন্নয়ন মন্ত্রকের রাষ্ট্রমন্ত্রী চন্দ্রশেখর পেমমাসানি (Chandra S. Pemmasani)। যদিও TRAI-এর দায়িত্ব পালনের প্রসঙ্গ তিনি এড়িয়ে গেছেন।

মন্ত্রী জানিয়েছেন ভারতী এয়ারটেল লিমিটেড, রিলায়েন্স জিও ইনফোকম লিমিটেড এবং ভোডাফোন আইডিয়া লিমিটেড নামে ৩ টি টেলিকম পরিষেবা প্রদানকারী সংস্থা সম্প্রতি শুল্ক বৃদ্ধি করেছে। এবং প্রায় ৯০ শতাংশ গ্রাহক এই তিন কোম্পানির পরিষেবা ব্যবহার করেন। অর্থাৎ আমজনতার উপর চাপিয়ে দেওয়া এই অতিরিক্ত আর্থিক চাপ সম্পর্কে যথেষ্ট অবগত কেন্দ্র সরকার। অথচ তা নিয়ন্ত্রণে আনার কোনও পদক্ষেপ নেই জনবিরোধি সরকারের। উপরন্ত TRAI-এর দায়িত্ব সম্পর্কিত অভিষেকের প্রশ্নের কোনও উত্তর দিতে না পেরে তিনি বিষয়টিকে অন্যদিকে ঘোরানোর চেষ্টা করেছেন। দায় ঝেড়ে ফেলার চেষ্টা করে কেন্দ্রীয় রাষ্ট্রমন্ত্রী বলেছেন, TRAI স্বাধীন ভাবে ভারতে টেলিযোগাযোগ পরিষেবার শুল্ক নিয়ন্ত্রণ করে। এবং এই মুহূর্তের নিয়ন্ত্রক শুল্ক বিধান অনুসারে, টেলিযোগাযোগ পরিষেবার জন্য ট্যারিফ নাকি সহনীয় পর্যায়ে রয়েছে বলেই দাবি তাঁর। জাতীয় রোমিং, গ্রামীণ ফিক্সড লাইন পরিষেবা, মোবাইল নম্বর পোর্টেবিলিটি চার্জ এবং লিজড ২ সার্কিট ইত্যাদি পরিষেবাগুলির জন্য ট্যারিফ ট্রাই দ্বারা নিয়ন্ত্রিত হয় ৷ কিন্তু যেখানে বেসরকারি সংস্থা এভাবে নিজেদের মর্জি মতো দাম বাড়াচ্ছে সেক্ষেত্রে BSNl-এর ভূমিকা কী? মন্ত্রী জানিয়েছেন, BSNL৭.৯০ শতাংশ মার্কেট শেয়ার সহ মোবাইল পরিষেবা দিচ্ছে। অর্থাৎ প্রায় নব্বই শতাংশ মার্কেট শিল্পপতিদের হাতে তুলে দিয়ে সাধারণ মানুষকে সমস্যায় ফেলা এই সরকার শুধুই নিজেদের আখের গোছাতে ব্যস্ত।


Related articles

‘বাপ কা বেটা’, আর্যবীরের ব্যাটিং তাণ্ডবে পিতা সেহবাগের ছায়া

কথায় আছে বাপ কা বেটা। এই কথাটা যেন বাস্তবে পরিণত করছেন বীরেন্দ্র সেহবাগ (Virender Sehwag) পুত্র আর্যবীর (Aaryavir...

রাজ্যসঙ্গীতে শুরু TMCP-র প্রতিষ্ঠা দিবসের অনুষ্ঠান, বাংলার হেনস্থার প্রতিবাদে সরব ছাত্র পরিষদ 

তৃণমূল ছাত্র পরিষদের প্রতিষ্ঠা দিবসের (TMCP Foundation Day) অনুষ্ঠানে বাংলার জয়গান। গান্ধী মূর্তির পাদদেশে আয়োজিত সমাবেশে রাজ্য সঙ্গীত...

মমতা-অভিষেকের পোস্টার হাতে জয় বাংলা স্লোগান, ভিড় বাড়ছে মেয়ো রোডে

তৃণমূল ছাত্র পরিষদের প্রতিষ্ঠা দিবস (TMCP foundation day) উপলক্ষে সকাল থেকে শহরের সব পথ মিশেছে মেয়ো রোডের রাস্তায়।...

জম্মু-কাশ্মীরের বান্দিপোরায় সেনার সঙ্গে গুলির লড়াই, মৃত ২ জঙ্গি!

বৃহস্পতির সকাল থেকেই ভূস্বর্গে সেনা-জঙ্গির লড়াই। নিয়ন্ত্রণ রেখা পেরিয়ে ভারতে অনুপ্রবেশের চেষ্টা করতেই বান্দিপোরায় দুই জঙ্গিকে খতম করল...
Exit mobile version