Saturday, May 3, 2025

ওয়েনাড়ে লাফিয়ে বাড়ছে মৃতের সংখ্যা! উদ্ধারকাজে ‘ভিলেন’ বৃষ্টি, বন্ধ স্কুল-কলেজ

Date:

লাগাতার বৃষ্টির (Rain) জেরে মাত্র চার ঘণ্টার ব্যবধানে পরপর তিনবার ধস! আর তাতেই মৃত্যুপুরীর চেহারা নেয় কেরলের (Kerala) ওয়েনাড় (Waynad)। মঙ্গলবার সকাল থেকে জোরকদমে শুরু হয়েছে উদ্ধারকাজ। পরিস্থিতি দ্রুত নিয়ন্ত্রণে আনতে নামানো হয়েছে সেনা। কিন্তু দুর্যোগের আশঙ্কা এখনই পিছু ছাড়ছে না বলেই জানিয়েছে আবহাওয়া দফতর। আগামী ৪৮ ঘণ্টা কেরলের বিভিন্ন জেলায় ভারী বৃষ্টিপাতের পূর্বাভাস রয়েছে। ইতিমধ্যে রাজ্যে দু’দিনের শোক পালনের ডাক দিয়েছে পিনারাই বিজয়নের সরকার। আগামী দু’দিন রাজ্যে জাতীয় পতাকা অর্ধনমিত থাকবে।


ওয়েনাড়ের মেপ্পাড়ি এলাকায় ধ্বংসস্তূপের তলা থেকে বুধবার সকাল পর্যন্ত ১৪৩ জনের দেহ উদ্ধার করা সম্ভব হয়েছে। তবে এখনও আটকে রয়েছেন অনেকেই। ইতিমধ্যে শতাধিক মানুষকে উদ্ধার করে হাসপাতালে ভর্তি করানো হয়েছে। এ দিকে, বিপর্যস্ত ওয়েনাড়ের উপর থেকে এখনই বিপদ কাটছে না। মৌসম ভবন জানিয়েছে, বৃহস্পতিবার পর্যন্ত ওয়েনাড় এবং তার পার্শ্ববর্তী এলাকায় ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। জারি করা হয়েছে কমলা সতর্কতা। ইতিমধ্যে কেরলের বিভিন্ন জেলায় বুধবার স্কুল, কলেজ বন্ধের সিদ্ধান্ত নেওয়া হয়েছে। পরিস্থিতি স্বাভাবিক না হলে বৃহস্পতিবারও শিক্ষাপ্রতিষ্ঠান বন্ধ থাকতে পারে বলে সরকারি সূত্রে খবর। অন্যদিকে, ধসের কারণে রাস্তাঘাটের অবস্থা শোচনীয়। বেশিরভাগ জায়গাতে রাস্তা ধসে গিয়েছে বলে খবর।

গত কয়েক দিন ধরে ক্রমাগত ভারী বৃষ্টি হচ্ছে কেরলে। মনে করা হচ্ছে, এই ভারী বৃষ্টির কারণে মঙ্গলবার রাত ২টো থেকে ভোর ৪টের মধ্যে ওয়েনাড়ের মেপ্পাড়ি এলাকায় পর পর ধস নেমেছে। আর তার জেরে প্রায় কাদায় মিশে গিয়েছে গোটা এলাকা। ঘুমের মধ্যেই মৃত্যু হয়েছে বহু মানুষের। কিছু বুঝে ওঠার আগেই কাদামাটিতে চাপা পড়েছেন বাসিন্দারা।


Related articles

পাকিস্তান থেকে পণ্য আমদানিতে না ভারতের, ঢুকবে না পাক পতাকার জাহাজ

জলে মারার পরিকল্পনা বাস্তবায়িত হয়েছে। অপেক্ষা ছিল পাকিস্তানি পণ্যের উপর নিষেধাজ্ঞারও। এবার স্থলপথ ও জলপথে পাকিস্তান থেকে কোনও...

উইকেন্ডে সামান্য কমলো হলমার্ক সোনার দাম! 

শনিবারে সোনার দামে (Gold Price today) বড়সড় পরিবর্তন না হলেও হলমার্ক সোনার দাম ৯০ হাজারের নীচে পৌঁছেছে বলে...

হাই মাদ্রাসা-আলিম-ফাজিল পরীক্ষায় পাশের হার ৯০.৩২ শতাংশ

পশ্চিমবঙ্গ মধ্যশিক্ষা পর্ষদের মাধ্যমিক পরীক্ষার ফল ঘোষণার পরের দিনে হাই মাদ্রাসা বোর্ডের (High Madrasah Examination 2025 results) ফলাফল...

ডবল ইঞ্জিন রাজ্যেই প্রশাসনিক ব্যর্থতা! গোয়ায় পদপিষ্টের ঘটনায় তোপ অভিষেকের

বারবার বিজেপির ডবল ইঞ্জিন রাজ্যগুলিতেই প্রশাসনিক ব্যর্থতার কারণে মৃত্যু মিছিল। অথচ বাংলায় কিছু হলেই সেই দিল্লির বিজেপি নেতারা...
Exit mobile version