Saturday, November 8, 2025

ওয়েনাড়ে লাফিয়ে বাড়ছে মৃতের সংখ্যা! উদ্ধারকাজে ‘ভিলেন’ বৃষ্টি, বন্ধ স্কুল-কলেজ

Date:

লাগাতার বৃষ্টির (Rain) জেরে মাত্র চার ঘণ্টার ব্যবধানে পরপর তিনবার ধস! আর তাতেই মৃত্যুপুরীর চেহারা নেয় কেরলের (Kerala) ওয়েনাড় (Waynad)। মঙ্গলবার সকাল থেকে জোরকদমে শুরু হয়েছে উদ্ধারকাজ। পরিস্থিতি দ্রুত নিয়ন্ত্রণে আনতে নামানো হয়েছে সেনা। কিন্তু দুর্যোগের আশঙ্কা এখনই পিছু ছাড়ছে না বলেই জানিয়েছে আবহাওয়া দফতর। আগামী ৪৮ ঘণ্টা কেরলের বিভিন্ন জেলায় ভারী বৃষ্টিপাতের পূর্বাভাস রয়েছে। ইতিমধ্যে রাজ্যে দু’দিনের শোক পালনের ডাক দিয়েছে পিনারাই বিজয়নের সরকার। আগামী দু’দিন রাজ্যে জাতীয় পতাকা অর্ধনমিত থাকবে।


ওয়েনাড়ের মেপ্পাড়ি এলাকায় ধ্বংসস্তূপের তলা থেকে বুধবার সকাল পর্যন্ত ১৪৩ জনের দেহ উদ্ধার করা সম্ভব হয়েছে। তবে এখনও আটকে রয়েছেন অনেকেই। ইতিমধ্যে শতাধিক মানুষকে উদ্ধার করে হাসপাতালে ভর্তি করানো হয়েছে। এ দিকে, বিপর্যস্ত ওয়েনাড়ের উপর থেকে এখনই বিপদ কাটছে না। মৌসম ভবন জানিয়েছে, বৃহস্পতিবার পর্যন্ত ওয়েনাড় এবং তার পার্শ্ববর্তী এলাকায় ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। জারি করা হয়েছে কমলা সতর্কতা। ইতিমধ্যে কেরলের বিভিন্ন জেলায় বুধবার স্কুল, কলেজ বন্ধের সিদ্ধান্ত নেওয়া হয়েছে। পরিস্থিতি স্বাভাবিক না হলে বৃহস্পতিবারও শিক্ষাপ্রতিষ্ঠান বন্ধ থাকতে পারে বলে সরকারি সূত্রে খবর। অন্যদিকে, ধসের কারণে রাস্তাঘাটের অবস্থা শোচনীয়। বেশিরভাগ জায়গাতে রাস্তা ধসে গিয়েছে বলে খবর।

গত কয়েক দিন ধরে ক্রমাগত ভারী বৃষ্টি হচ্ছে কেরলে। মনে করা হচ্ছে, এই ভারী বৃষ্টির কারণে মঙ্গলবার রাত ২টো থেকে ভোর ৪টের মধ্যে ওয়েনাড়ের মেপ্পাড়ি এলাকায় পর পর ধস নেমেছে। আর তার জেরে প্রায় কাদায় মিশে গিয়েছে গোটা এলাকা। ঘুমের মধ্যেই মৃত্যু হয়েছে বহু মানুষের। কিছু বুঝে ওঠার আগেই কাদামাটিতে চাপা পড়েছেন বাসিন্দারা।


Related articles

মতুয়া-ফায়দা লোটার চেষ্টা: অনশন মঞ্চে হঠাৎ হাজির বাম-কংগ্রেস!

বাংলার শাসকদল তৃণমূলের বিরোধিতা করাই বাংলার বাম নেতৃত্ব ও কংগ্রেসের নেতা কর্মীদের স্বভাবসিদ্ধ। বিরোধিতার পর্যায়টা এক এক সময়ে...

জন্মদিনে চরম অসৌজন্য! অভিষেককে নিয়ে বিজেপির পোস্টে সরব নেটদুনিয়া

বাংলায় বরাবর সৌজন্যের রাজনীতি দেখিয়ে এসেছে সব রাজনৈতিক দল। বাম আমলে সিপিআইএম নেতা থেকে তৃণমূল বা কংগ্রেস নেতাদের...

আইএসএল নিয়ে প্রবল অনিশ্চয়তা, অনুশীলনই বন্ধ রাখল মোহনবাগান

অনির্দিষ্টকালের জন্য বন্ধ থাকবে মোহনবাগানের(Mohun Bagan) সিনিয়র দলের অনুশীলন। খবর অনুযায়ী, আইএসএল নিয়ে প্রবল অনিশ্চয়তা। টেন্ডার সংক্রান্ত বিষয়...

জন্মদিনে মানুষের ভালবাসা মনে করিয়ে দেয় কর্তব্য: ভিড়ে মিশে গেলেন অভিষেক

সকাল হওয়ার অপেক্ষা নয়। রাত ১২টা বাজার অপেক্ষায় ছিল বাংলার বিপুল জনতা। জননেতা, তৃণমূল সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক...
Exit mobile version