Monday, November 3, 2025

সাধারণ মানুষের জীবন তিলে তিলে শেষ করার যে পন্থা কেন্দ্রের বিজেপি সরকার নিয়েছে, এবার তার বিরুদ্ধে সরব হলেন খোদ কেন্দ্রীয় মন্ত্রী তথা প্রবীন বিজেপি নেতা নিতিন গড়করি। স্বাস্থ্যক্ষেত্রে জিএসটি কমানোর আবেদন জানিয়ে অর্থমন্ত্রী নির্মলা সীতারমনকে চিঠি দিলেন তিনি। লোকসভা থেকে রাজ্যসভা – যেভাবে বিরোধীরা বারবার সরব হচ্ছেন কেন্দ্রের জনবিরোধী বাজেট নিয়ে, তা যে কতটা যুক্তিসঙ্গত তা প্রমাণ করে দিচ্ছে কেন্দ্রীয় মন্ত্রীর চিঠিই।

কেন্দ্রীয় বাজেটে জীবনদায়ী ওষুধ নিয়ে তেমনভাবে সুখবর দিতে পারেননি অর্থমন্ত্রী নির্মলা সীতারমন। তার উপর এবারের বাজেটে বাড়িয়ে দেওয়া হয়েছে জীবন ও চিকিৎসা বিমার উপর জিএসটি। জীবন বাঁচানোর জন্য যে বিমা সাধারণ মানুষ করে থাকেন তার উপরে কেন্দ্র ১৮ শতাংশ জিএসটি বসিয়েছে। এর আগে এলআইসির মতো সংস্থাকে দায়িত্ব নিয়ে ধ্বংসের পথে এগিয়ে দিয়েছে কেন্দ্রের বিজেপি সরকার। ফলে জীবন বিমা সংক্রান্ত লগ্নিতে আগ্রহ কমেছে ভারতীয়দের।

তারপরেও চিকিৎসা বিমা করেন দেশের মানুষ, বিপদের সময়ে জীবন বাঁচানোর স্বার্থে। এবার তার উপরও ১৮ শতাংশ জিএসটির বোঝা সেই বিমাতেও মানুষের আগ্রহ কমাবে বলে দাবি বিমা সংস্থার কর্মীদের। নাগপুর ডিভিশনাল লাইফ ইনসিওরেন্স কর্পোরেশন এমপ্লয়িজ ইউনিয়নের পক্ষ থেকে নিতিন গড়করিকে একটু স্মারকলিপি দেওয়া হয়। সেখানে তাঁরা ১৮ শতাংশ জিএসটি কমানোর আবেদন জানান। সেই স্মারকলিপির প্রেক্ষিতে অর্থমন্ত্রীকে চিঠি লেখেন নিতিন গড়করি। তিনি দাবি করেন, জীবন বিমার উপরে জিএসটি চাপানোর অর্থ জীবনের অনিশ্চয়তার উপরে কর চাপানো।

সেই সঙ্গে চিঠিতে তিনি দাবি করেন, কোনও ব্যক্তি যিনি নিজের পরিবারের রক্ষার্থে জীবন বিমার পথে যান, তাঁর উপরে কর চাপানো তাঁর জীবনের অনিশ্চয়তাকে বাড়িয়ে দেয়। একইভাবে চিকিৎসা বিমার উপর জিএসটির বোঝা চাপালে সেই ব্যবসাতেও প্রবল ক্ষতির মুখে পড়েন এই ক্ষেত্রের কর্মীরা, জানান গড়করি।

Related articles

ঝুলনকে নিয়েই সাফল্যের উদযাপন স্মৃতিদের, বাঙালির গর্ব বিশ্বকাপজয়ী রিচা

পঙ্কজ রায় থেকে সৌরভ গঙ্গোপাধ্যায় বা ঝুলন গোস্বামী, ক্রিকেট বিশ্বের দরবারে বাংলার মুখ অনেকেই। কিন্তু সৌরভ-ঝুলনদের পাশে ছিল...

মায়ানগরীতেই স্বপ্নপূরণ, এক নজরে ব্যাটে বলে ধামাকাদার ম্যাচের স্কোর বোর্ড

মুম্বইকে বলা হয় মায়ানগরী। কত স্বপ্ন এখানে সফল হয়। এই মুম্বইয়ের ওয়াংখেড়ে স্টেডিয়ামে ২০১১ সালে ২ এপ্রিল ওয়ানডে...

ক্রিকেটে বিশ্ব চ্যাম্পিয়ন ভারতের মেয়েরা: শুভেচ্ছা প্রধানমন্ত্রী, মুখ্যমন্ত্রীর ও ক্রীড়ামন্ত্রীর

রবিবারের মধ্যরাতে রচিত হল নতুন ইতিহাস। প্রথমবার বিশ্ব চ্যাম্পিয়ন ভারতের মহিলা ক্রিকেট ব্রিগেড। ইতিহাস রচনা হওয়ার রাতে ভারতীয়...

দীপ্তি-শেফালিদের হাত ধরেই বিশ্ব জয়ের তৃপ্তি, ইতিহাস সৃষ্টি হরমনপ্রীতদের

বিশ্বসেরা ভারত(India)। মহিলাদের একদিনের বিশ্বকাপে দক্ষিণ আফ্রিকাকে হারিয়ে চ্যাম্পিয়ন টিম ইন্ডিয়া। মুম্বই ইতিহাস সৃষ্টি ভারতীয় মহিলা দলের। প্রোটিয়াদের ...
Exit mobile version