Saturday, May 3, 2025

সাধারণ মানুষের জীবন তিলে তিলে শেষ করার যে পন্থা কেন্দ্রের বিজেপি সরকার নিয়েছে, এবার তার বিরুদ্ধে সরব হলেন খোদ কেন্দ্রীয় মন্ত্রী তথা প্রবীন বিজেপি নেতা নিতিন গড়করি। স্বাস্থ্যক্ষেত্রে জিএসটি কমানোর আবেদন জানিয়ে অর্থমন্ত্রী নির্মলা সীতারমনকে চিঠি দিলেন তিনি। লোকসভা থেকে রাজ্যসভা – যেভাবে বিরোধীরা বারবার সরব হচ্ছেন কেন্দ্রের জনবিরোধী বাজেট নিয়ে, তা যে কতটা যুক্তিসঙ্গত তা প্রমাণ করে দিচ্ছে কেন্দ্রীয় মন্ত্রীর চিঠিই।

কেন্দ্রীয় বাজেটে জীবনদায়ী ওষুধ নিয়ে তেমনভাবে সুখবর দিতে পারেননি অর্থমন্ত্রী নির্মলা সীতারমন। তার উপর এবারের বাজেটে বাড়িয়ে দেওয়া হয়েছে জীবন ও চিকিৎসা বিমার উপর জিএসটি। জীবন বাঁচানোর জন্য যে বিমা সাধারণ মানুষ করে থাকেন তার উপরে কেন্দ্র ১৮ শতাংশ জিএসটি বসিয়েছে। এর আগে এলআইসির মতো সংস্থাকে দায়িত্ব নিয়ে ধ্বংসের পথে এগিয়ে দিয়েছে কেন্দ্রের বিজেপি সরকার। ফলে জীবন বিমা সংক্রান্ত লগ্নিতে আগ্রহ কমেছে ভারতীয়দের।

তারপরেও চিকিৎসা বিমা করেন দেশের মানুষ, বিপদের সময়ে জীবন বাঁচানোর স্বার্থে। এবার তার উপরও ১৮ শতাংশ জিএসটির বোঝা সেই বিমাতেও মানুষের আগ্রহ কমাবে বলে দাবি বিমা সংস্থার কর্মীদের। নাগপুর ডিভিশনাল লাইফ ইনসিওরেন্স কর্পোরেশন এমপ্লয়িজ ইউনিয়নের পক্ষ থেকে নিতিন গড়করিকে একটু স্মারকলিপি দেওয়া হয়। সেখানে তাঁরা ১৮ শতাংশ জিএসটি কমানোর আবেদন জানান। সেই স্মারকলিপির প্রেক্ষিতে অর্থমন্ত্রীকে চিঠি লেখেন নিতিন গড়করি। তিনি দাবি করেন, জীবন বিমার উপরে জিএসটি চাপানোর অর্থ জীবনের অনিশ্চয়তার উপরে কর চাপানো।

সেই সঙ্গে চিঠিতে তিনি দাবি করেন, কোনও ব্যক্তি যিনি নিজের পরিবারের রক্ষার্থে জীবন বিমার পথে যান, তাঁর উপরে কর চাপানো তাঁর জীবনের অনিশ্চয়তাকে বাড়িয়ে দেয়। একইভাবে চিকিৎসা বিমার উপর জিএসটির বোঝা চাপালে সেই ব্যবসাতেও প্রবল ক্ষতির মুখে পড়েন এই ক্ষেত্রের কর্মীরা, জানান গড়করি।

Related articles

রাজনৈতিক একনায়কতন্ত্র! গণমাধ্যমের স্বাধীনতায় ভারতকে টপকালো বাংলাদেশও

বাংলাদেশে সংখ্যালঘুদের উপর অত্যাচারে সরব হয়েছিল ভারত। অথচ দেখা যাচ্ছে ক্ষমতা হস্তান্তর হওয়া বাংলাদেশেও গণমাধ্যমের (mass media) স্বাধীনতা...

বিবাহ বিচ্ছেদের পথে যিশু! সারা-নীলাঞ্জনাকে সোশ্যাল মিডিয়ায় আনফলো অভিনেতার

দীর্ঘ একুশ বছরের দাম্পত্যে কি তাহলে পাকাপাকিভাবে বিচ্ছেদের সিলমোহর পড়তে চলেছে? যীশু সেনগুপ্ত (Jishu Sengupta)ও নীলাঞ্জনা সম্পর্ক নিয়ে...

পাকিস্তান থেকে পণ্য আমদানিতে না ভারতের, ঢুকবে না পাক পতাকার জাহাজ

জলে মারার পরিকল্পনা বাস্তবায়িত হয়েছে। অপেক্ষা ছিল পাকিস্তানি পণ্যের উপর নিষেধাজ্ঞারও। এবার স্থলপথ ও জলপথে পাকিস্তান থেকে কোনও...

উইকেন্ডে সামান্য কমলো হলমার্ক সোনার দাম! 

শনিবারে সোনার দামে (Gold Price today) বড়সড় পরিবর্তন না হলেও হলমার্ক সোনার দাম ৯০ হাজারের নীচে পৌঁছেছে বলে...
Exit mobile version