Wednesday, November 5, 2025

সাধারণ মানুষের জীবন তিলে তিলে শেষ করার যে পন্থা কেন্দ্রের বিজেপি সরকার নিয়েছে, এবার তার বিরুদ্ধে সরব হলেন খোদ কেন্দ্রীয় মন্ত্রী তথা প্রবীন বিজেপি নেতা নিতিন গড়করি। স্বাস্থ্যক্ষেত্রে জিএসটি কমানোর আবেদন জানিয়ে অর্থমন্ত্রী নির্মলা সীতারমনকে চিঠি দিলেন তিনি। লোকসভা থেকে রাজ্যসভা – যেভাবে বিরোধীরা বারবার সরব হচ্ছেন কেন্দ্রের জনবিরোধী বাজেট নিয়ে, তা যে কতটা যুক্তিসঙ্গত তা প্রমাণ করে দিচ্ছে কেন্দ্রীয় মন্ত্রীর চিঠিই।

কেন্দ্রীয় বাজেটে জীবনদায়ী ওষুধ নিয়ে তেমনভাবে সুখবর দিতে পারেননি অর্থমন্ত্রী নির্মলা সীতারমন। তার উপর এবারের বাজেটে বাড়িয়ে দেওয়া হয়েছে জীবন ও চিকিৎসা বিমার উপর জিএসটি। জীবন বাঁচানোর জন্য যে বিমা সাধারণ মানুষ করে থাকেন তার উপরে কেন্দ্র ১৮ শতাংশ জিএসটি বসিয়েছে। এর আগে এলআইসির মতো সংস্থাকে দায়িত্ব নিয়ে ধ্বংসের পথে এগিয়ে দিয়েছে কেন্দ্রের বিজেপি সরকার। ফলে জীবন বিমা সংক্রান্ত লগ্নিতে আগ্রহ কমেছে ভারতীয়দের।

তারপরেও চিকিৎসা বিমা করেন দেশের মানুষ, বিপদের সময়ে জীবন বাঁচানোর স্বার্থে। এবার তার উপরও ১৮ শতাংশ জিএসটির বোঝা সেই বিমাতেও মানুষের আগ্রহ কমাবে বলে দাবি বিমা সংস্থার কর্মীদের। নাগপুর ডিভিশনাল লাইফ ইনসিওরেন্স কর্পোরেশন এমপ্লয়িজ ইউনিয়নের পক্ষ থেকে নিতিন গড়করিকে একটু স্মারকলিপি দেওয়া হয়। সেখানে তাঁরা ১৮ শতাংশ জিএসটি কমানোর আবেদন জানান। সেই স্মারকলিপির প্রেক্ষিতে অর্থমন্ত্রীকে চিঠি লেখেন নিতিন গড়করি। তিনি দাবি করেন, জীবন বিমার উপরে জিএসটি চাপানোর অর্থ জীবনের অনিশ্চয়তার উপরে কর চাপানো।

সেই সঙ্গে চিঠিতে তিনি দাবি করেন, কোনও ব্যক্তি যিনি নিজের পরিবারের রক্ষার্থে জীবন বিমার পথে যান, তাঁর উপরে কর চাপানো তাঁর জীবনের অনিশ্চয়তাকে বাড়িয়ে দেয়। একইভাবে চিকিৎসা বিমার উপর জিএসটির বোঝা চাপালে সেই ব্যবসাতেও প্রবল ক্ষতির মুখে পড়েন এই ক্ষেত্রের কর্মীরা, জানান গড়করি।

Related articles

বিলাসপুরের ট্রেন দুর্ঘটনায় মৃত বেড়ে ৮: মৃত চালকের উপরই দায় চাপানোর চেষ্টা!

বরাবর যেভাবে ট্রেন দুর্ঘটনায় মৃত ট্রেনের চালকের উপর দায় চাপিয়ে অব্যবস্থা ও পরিকাঠামোর অভাবকে ঢাকা দেওয়ার চেষ্টা করে...

ঠাকুরবাড়িতে প্রকাশ্যে ঘরোয়া কোন্দল! শান্তনুর সঙ্গ ছাড়লেন দাদা সুব্রত 

মতুয়া সংগঠন ঘিরে দীর্ঘদিনের অন্দরের টানাপোড়েন এবার প্রকাশ্যে। পারিবারিক অশান্তি এবং সংগঠনের ক্ষমতা ভাগাভাগি নিয়ে ঠাকুরবাড়িতে দেখা দিল...

বিরোধীদের কুৎসায় কালি: রাজ্যে SIR প্রক্রিয়ার প্রথমদিন শান্তিপূর্ণ, তথ্য পেশ কমিশনের

নির্বাচন কমিশনের তরফে বিএলও। রাজনৈতিক দলের তরফে বিএলএ। রাজ্যের নাগরিক ভোটার। এই তিনের সমন্বয়ে মঙ্গলবার থেকে গোটা রাজ্যে...

খুব তাড়াতাড়ি আসবেন কলকাতায়, মুখ্যমন্ত্রীর শুভেচ্ছাবার্তার উত্তরে জানান শাহরুখ

রবিবার শাহরুখ খানের ৬০তম জন্মদিন ছিল। এদিন শাহরুখকে শুভেচ্ছা জানিয়েছিলেন বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। সেই শুভেচ্ছার এবার উত্তর...
Exit mobile version