Saturday, July 5, 2025

অগাস্টের প্রথম দিনেই দেশের ৩০০ ব্যাঙ্কে সাইবার হানা! চূড়ান্ত হয়রানি গ্ৰাহকদের

Date:

অগাস্টের (August) প্রথম দিনেই সাইবার হানা (Cyber Attack)! যার জেরে বৃহস্পতিবার সকালে কার্যত ধসে পড়ল ভারতীয় ব্যাঙ্ক পরিষেবা (Banking Service)। সূত্রের খবর, দেশের ৩০০টি ছোট ব্যাঙ্কে ‘ব়্যানসমওয়্যার’ হানা দেওয়ার কারণেই এমন ঘটনা। তবে মাসের প্রথম দিনে এমন বিপর্যয়ে টাকা লেনদেন পরিষেবা সাময়িক ভাবে ব্যাহত হয়েছে। ৩০০ ব্যাঙ্কের পরিষেবা কখন ঠিক হয়, সেদিকেই নজর সকলের।

আরবিআই সূত্রে খবর, ব্যাঙ্কগুলিতে লেনদেন সংক্রান্ত ডিজিটাল পরিষেবার বিষয়টি যে সংস্থা দেখাশোনা করে, সেই সি-এজ টেকনোলজির ওয়েবসাইটে হানা দিয়েছে র‌্যানসমওয়্যার। ইতিমধ্যে এই নিয়ে বিজ্ঞপ্তি প্রকাশ করেছে ন্যাশনাল পেমেন্ট কর্পোরেশন অফ ইন্ডিয়া। তবে আচমকা এমন বিপর্যয়ে সমস্যায় গ্ৰাহকরা। ব্যাঙ্কে টাকা তুলতে গিয়ে দীর্ঘক্ষণ লাইনে দাঁড়িয়ে লাভের লাভ কিছুই হয়নি। চূড়ান্ত হয়রানি হয়েছে তাঁদের‌।


তবে এটি একধরনের ডিজিটাল অপহরণ বলেই মত বিশেষজ্ঞদের। তাঁরা জানিয়েছেন, র‌্যানসমওয়্যার এমনই এক ধরনের ম্যালওয়্যার, যা গ্রাহকের কম্পিউটারে প্রবেশ করে সবকিছুর অ্যাকসেস পেয়ে যায় এবং সমস্ত ফাইল এনক্রিপ্ট করে। এরপর তথ্য এবং অ্যাকসেস ফেরানোর জন্য মুক্তিপণ দাবি করে। সূত্রের খবর, বুধবার রাতে সাইবার হামলার শিকার হয় সি-এজ টেকনোলজি। ফলে দেশজুড়ে প্রায় ৩০০ ছোট ব্যাংক ও আর্থিক প্রতিষ্ঠানের ব্যাংকিং কার্যক্রম বন্ধ হয়ে গেছে। এটিএম থেকে টাকা তুলতে পারছেন না মানুষরা বলে অভিযোগ। একই সঙ্গে ইউপিআই থেকে টাকা ট্রান্সফার করার ক্ষেত্রেও সমস্যা রয়েছে।


Related articles

সিরাজ, আকাশের দাপটে ফ্রন্টফুটে ভারত

বল হাতে দ্বিতীয় দিন দুরন্ত ফর্মে সিরাজ (Mohammed Siraj) ও আকাশদীপ (Akashdeep)। ইংল্যান্ডের বিরুদ্ধে এবার বড় লিডের লক্ষ্যে...

উত্তর কলকাতায় বাড়ি থেকে উদ্ধার জোড়া মৃতদেহ! মৃত্যুর কারণ ঘিরে ধোঁয়াশা

শুক্রবারের বৃষ্টিভেজা সন্ধ্যায় শহর কলকাতায় জোড়া রহস্যমৃত্যু। উত্তর কলকাতার আর্মহার্স্ট স্ট্রিট থানা (Amherst Street Police Station) এলাকার এক...

খড়্গপুরের প্রহৃত বামনেতার বিরুদ্ধেই ‘শ্লীলতাহানি’র অভিযোগ বেবির, মুখ্যমন্ত্রীকে খোলা চিঠি অনিলের স্ত্রীর

খড়্গপুরের বাম নেতা অনিল দাস (Anil Das) ওরফে ভীমবাবুর বিরুদ্ধে মানহানির মামলা দায়ের করার হুমকি দিলেন আইনজীবী ললিত...

ভোটের আগে ফের বিজেপির ডেইলি প্যাসেঞ্জারি ট্রেন্ড, ১৮ জুলাই রাজ্যে মোদি

বিধানসভা নির্বাচন (WB Assembly Election) যত এগিয়ে আসবে ততই এ রাজ্যে বিজেপির (BJP) কেন্দ্রীয় নেতাদের আনাগোনা বাড়বে -...
Exit mobile version