ধর্মের ভিত্তিতে নাগরিকত্ব কেন? অলিম্পিকের উদাহরণ তুলে সংসদে প্রশ্ন মমতাবালার

রাজ্যসভার চেয়ারম্যানের কাছে দাবি করেন, "যদি দেশের নাগরিকত্ব দেওয়ার ইচ্ছাই থাকে তবে তা যেন কোনও শর্তের ভিত্তিতে না দেওয়া হয়

দেশের ১১৭ জন খেলোয়াড় যারা অলিম্পিকে প্রতিনিধিত্ব করেছেন তাঁদের কোনও ধর্ম বা ভাষা-জাতির করা হয়নি, এটাই ভারতের সংস্কৃতির উদাহরণ। তবে কেন নাগরিকত্ব দেওয়ার সময় সেই ভেদাভেদ করা হবে, রাজ্যসভায় প্রশ্ন তুললেন তৃণমূল সাংসদ মমতাবালা ঠাকুর। সত্যিই যদি দেশের নাগরিকত্ব দেওয়া হয় তবে তাতে যেন কোনও শর্ত না থাকে, সংসদে দাবি জানান মমতাবালা ঠাকুর।

রাজ্যসভায় শুক্রবার সাংসদ মমতাবালা ঠাকুর উল্লেখ করেন, দেশের ১১৭ খেলোয়াড় দেশের নাম নিয়েই অলিম্পিকে প্রতিনিধিত্ব করছেন। তাঁদের ধর্ম-জাতি-ভাষার বিভেদ নিয়ে প্রশ্ন তোলা হয়নি। সারাদেশের মানুষ তাঁদের সমর্থন জানিয়েছেন। আমাদের দেশের এটাই বিশেষত্ব যে খেলাধূলা, শিক্ষা, সংস্কৃতি, শিল্প সব ক্ষেত্রেই প্রত্যেকে প্রত্যেকের পাশে দাঁড়ান।

সেখানেই তিনি প্রশ্ন তোলেন দেশের নাগরিকদের ধর্ম, ভাষা, উপ-জাতীয় পরিচয়, জাতির ভিত্তিতে ভেঙে দেওয়ার প্রচেষ্টা নিয়ে। তিনি দাবি করেন, “এই ক্ষেত্রগুলি তুলে ধরে বা অন্যান্য ক্ষেত্রের ভিত্তিতে তাঁদের নিজের পরিচয় বিবরণ দেখাতে বাধ্য করা অযৌক্তিক।”

সেই সঙ্গে রাজ্যসভার চেয়ারম্যানের কাছে দাবি করেন, “যদি দেশের নাগরিকত্ব দেওয়ার ইচ্ছাই থাকে তবে তা যেন কোনও শর্তের ভিত্তিতে না দেওয়া হয়। তাঁদেরকে কাগজ দেখানো, ফর্ম ফিলাপ করা ও মিথ্যে তথ্য পেশ করা নিয়ে জোর করার এই খেলা – যা শুরু হয়েছে, তাকে আমি ধীক্কার জানাই।”