Sunday, November 9, 2025

ধর্মের ভিত্তিতে নাগরিকত্ব কেন? অলিম্পিকের উদাহরণ তুলে সংসদে প্রশ্ন মমতাবালার

Date:

দেশের ১১৭ জন খেলোয়াড় যারা অলিম্পিকে প্রতিনিধিত্ব করেছেন তাঁদের কোনও ধর্ম বা ভাষা-জাতির করা হয়নি, এটাই ভারতের সংস্কৃতির উদাহরণ। তবে কেন নাগরিকত্ব দেওয়ার সময় সেই ভেদাভেদ করা হবে, রাজ্যসভায় প্রশ্ন তুললেন তৃণমূল সাংসদ মমতাবালা ঠাকুর। সত্যিই যদি দেশের নাগরিকত্ব দেওয়া হয় তবে তাতে যেন কোনও শর্ত না থাকে, সংসদে দাবি জানান মমতাবালা ঠাকুর।

রাজ্যসভায় শুক্রবার সাংসদ মমতাবালা ঠাকুর উল্লেখ করেন, দেশের ১১৭ খেলোয়াড় দেশের নাম নিয়েই অলিম্পিকে প্রতিনিধিত্ব করছেন। তাঁদের ধর্ম-জাতি-ভাষার বিভেদ নিয়ে প্রশ্ন তোলা হয়নি। সারাদেশের মানুষ তাঁদের সমর্থন জানিয়েছেন। আমাদের দেশের এটাই বিশেষত্ব যে খেলাধূলা, শিক্ষা, সংস্কৃতি, শিল্প সব ক্ষেত্রেই প্রত্যেকে প্রত্যেকের পাশে দাঁড়ান।

সেখানেই তিনি প্রশ্ন তোলেন দেশের নাগরিকদের ধর্ম, ভাষা, উপ-জাতীয় পরিচয়, জাতির ভিত্তিতে ভেঙে দেওয়ার প্রচেষ্টা নিয়ে। তিনি দাবি করেন, “এই ক্ষেত্রগুলি তুলে ধরে বা অন্যান্য ক্ষেত্রের ভিত্তিতে তাঁদের নিজের পরিচয় বিবরণ দেখাতে বাধ্য করা অযৌক্তিক।”

সেই সঙ্গে রাজ্যসভার চেয়ারম্যানের কাছে দাবি করেন, “যদি দেশের নাগরিকত্ব দেওয়ার ইচ্ছাই থাকে তবে তা যেন কোনও শর্তের ভিত্তিতে না দেওয়া হয়। তাঁদেরকে কাগজ দেখানো, ফর্ম ফিলাপ করা ও মিথ্যে তথ্য পেশ করা নিয়ে জোর করার এই খেলা – যা শুরু হয়েছে, তাকে আমি ধীক্কার জানাই।”

Related articles

বেঁচে থাকলে রবীন্দ্রনাথ-নজরুলকে অনুপ্রবেশকারী বলে দাগিয়ে দিত! পুরুলিয়ার সভা থেকে বিজেপিকে আক্রমণ দেবাংশুর

ভাগ্যিস রবীন্দ্রনাথ, নজরুল বেঁচে নেই। নইলে বিজেপি রবীন্দ্রনাথকে রোহিঙ্গা ও নজরুলকে অনুপ্রবেশকারী বলে দাগিয়ে দিত। শনিবার পুরুলিয়া শহরের...

টাকা পেয়েও কাজে দেরি! ‘বাংলার বাড়ি’ নিয়ে কড়া প্রশাসন, রিপোর্ট চাইল নবান্ন

প্রথম দফায় ১ লক্ষ ২০ হাজার টাকা পাওয়ার পরও বহু উপভোক্তা এখনও ‘বাংলার বাড়ি’ প্রকল্পের কাজ শুরু করেননি।...

ঝুলনের চোখে বাংলার সেরা ক্রিকেটার রিচা, মহিলা ক্রিকেটের প্রশংসায় পঞ্চমুখ সৌরভ

বাংলার বিশ্বকাপ জয়ী একমাত্র ক্রিকেট তারকা রিচা ঘোষের (Richa Ghosh) সম্বর্ধনা অনুষ্ঠানে শনিবার ইডেন গার্ডেন্সে বিশেষ অনুষ্ঠানের আয়োজন...

সৌরভ ছাড়া অন্য কারও ICC সভাপতি থাকার কথা নয়: বললেন ‘ঠোঁটকাটা’ মমতা

ছিল বিশ্বজয়ী ক্রিকেটার রিচা ঘোষের (Richa Ghosh) সংবর্ধনা অনুষ্ঠান। শনিবার ইডেনে সেই অনুষ্ঠানে বোমা ফাটালেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের...
Exit mobile version