Thursday, November 13, 2025

“দুই হাত খুলে অপেক্ষা করছি”: ইডি অভিযানের খবর পেয়েই মোদি সরকারকে তোপ রাহুলের

Date:

“আমার বিরুদ্ধে তল্লাশির পরিকল্পনা চলছে”। লোকসভায় ‘চক্রব্যুহ’ ভাষণের পর থেকেই তাঁর বিরুদ্ধে ইডি (Enforcement Directorate) হানার তোড়জোড় শুরু করে দিয়েছে মোদি সরকার (Modi Govt)। শুক্রবার এক্স হ্যান্ডেলে এমনই পোস্ট করলেন লোকসভার বিরোধী দলনেতা রাহুল গান্ধী (Rahul Gandhi)। রাহুল পরিষ্কার জানিয়েছেন ইডির অন্দর থেকেই তাঁকে এমন খবর নিশ্চিত করা হয়েছে। আচমকা রাহুলের এমন অভিযোগে বড়সড় বিপাকে মোদি সরকার।

তবে কংগ্রেস সাংসদ সাফ জানিয়েছেন দুই হাত খুলে, চা-বিস্কুট নিয়ে অপেক্ষা করবেন তিনি। রাহুলের দাবি, সংসদে বাজেট আলোচনায় চক্রব্যূহ মন্তব্যের পরই তাঁর বিরুদ্ধে ইডি অভিযান চালানোর পরিকল্পনা করা হচ্ছে। আর সেই খবর ইডির সূত্রেই পেয়েছেন বলে কংগ্রেস নেতার দাবি। এক্স হ্যান্ডেলে পোস্ট করে রাহুল লেখেন, “আপাতদৃষ্টিতে, ২ ইন ১-র আমার চক্রব্যূহ মন্তব্য ভাল লাগেনি। ইডির অন্দর মহলের খবর, তল্লাশি অভিযানের পরিকল্পনা করা হচ্ছে। দুই হাত খুলে আমি অপেক্ষা করছি। চা-বিস্কুট আমি খাওয়াব।”

গত সোমবার সংসদে বাজেট আলোচনায় রাহুল দাবি করেন, মহাভারতে ঠিক যেভাবে অভিমন্যুকে চক্রব্যুহে বন্দি করে ৬ জন মিলে হত্যা করেছিল। ঠিক সেভাবে গোটা ভারতকে চক্রব্যুহে বন্দি করেছে বিজেপি সরকার। তাঁর আরও অভিযোগ, মোদি জমানায় মন্ত্রী থেকে শুরু করে কৃষক, ভোটার, বেকার সকলে ভীত। ওই ভাষণে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি, স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহকে রাহুল যেমন আক্রমণ করেন, তেমনই আক্রমণ করেন আদানি, আম্বানিদেরও।


Related articles

“রিচার নামে স্টেডিয়াম ইতিহাস হয়ে থাকবে”, উচ্ছ্বসিত ঝুলন

শিলিগুড়িতে রিচা ঘোষের(Richa Ghosh)  নামে স্টেডিয়াম হচ্ছে শিলিগুড়িতে। কিছুদিন আগে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের ঘোষণা করেছেন বিশ্বকাপজয়ী ক্রিকেটারের নামে...

‘হাঁটি হাঁটি পা পা’-র ট্রেলার-পোস্টার লঞ্চে ‘বাবা-মেয়ে’র রসায়নে চিরঞ্জিৎ-রুক্মিণী

অর্ণব মিদ্যার ছবি 'হাঁটি হাঁটি পা পা'-র ট্রেলার ও পোস্টার লঞ্চের জমজমাট অনুষ্ঠান হল ফ্লোটেলে। বৃদ্ধ বাবা ও...

লক্ষ্য ২০২৭! ২৫ নভেম্বর শুরু ঘাটাল মাস্টারপ্ল্যানের দ্বিতীয় পর্যায়ের কাজ

ঘাটাল মাস্টারপ্ল্যান প্রকল্পের দ্বিতীয় পর্যায়ের কাজ শুরু হচ্ছে আগামী ২৫ নভেম্বর থেকে। রাজ্যের সেচ ও জলপথ মন্ত্রী মানস...

রাজ্যের সমবায় ব্যাঙ্কে স্বচ্ছতা আনতে চালু অনলাইন অডিট ব্যবস্থা

রাজ্যের সমবায় ব্যাঙ্কগুলির আর্থিক লেনদেনে স্বচ্ছতা আনতে বড় পদক্ষেপ নিল রাজ্য সরকার। এ বার থেকে সমস্ত সমবায় সমিতি...
Exit mobile version