Thursday, August 21, 2025

জীবনবিমায় GST কমাতে তৃণমূলের দাবি, সংসদে পেশ করতেই মাইক বন্ধ সুদীপের!

Date:

খোদ বিজেপির মন্ত্রী তথা প্রবীন নেতা নিতিন গড়করি অর্থমন্ত্রীকে দাবি জানিয়েছিলেন জীবন বিমা ও ওষুধের উপর বিমার উপর থেকে জিএসটি তুলে নেওয়ার। বাংলার মুখ্যমন্ত্রী এই জিএসটি প্রত্যাহারের দাবিতে পথে নেমে আন্দোলনের হুঁশিয়ারিও দিয়েছিলেন। সংসদে দাঁড়িয়ে কেন্দ্রের জনবিরোধী সরকারের সামনে সেই দাবি পেশ করতেই কণ্ঠরোধ করা হল সাংসদ সুদীপ বন্দ্যোপাধ্যায়ের। তবে তাতে কোনওভাবেই যে তৃণমূলকে দমানো যাবে না তা স্পষ্ট করে দিলেন তৃণমূল নেতৃত্ব। তৃণমূল সাংসদের দাবি, কেন্দ্র সরকার এই সিদ্ধান্ত প্রত্যাহার না করলে যতদূর সম্ভব গিয়ে আন্দোলন করবে তৃণমূল।

শুক্রবার লোকসভায় জীবন বিমা ও জীবনদায়ী ওষুধের উপর থেকে জিএসটি প্রত্যাহারের দাবি জানান। তিনি এই দাবি নিয়ে সোচ্চার হতেই মাইক বন্ধ করে দেওয়া হয়। বিজেপি সাংসদরা লোকসভায় দাঁড়িয়ে যেন তেন প্রকারে তাঁর কথা থামিয়ে দেওয়ার চেষ্টা করেন। তৃণমূল সাংসদরা সংসদের ওয়েলে নেমে নিজেদের দাবি পেশ করেন এত বাধার পরেও। সেই সঙ্গে অর্থমন্ত্রীকে সংসদে এসে জিএসটি প্রত্যাহারের ঘোষণা করার দাবিও জানান তাঁরা।

সাংসদ সুদীপ বন্দ্যোপাধ্য়ায় জানান, “জীবন বিমা ও ওষুধের উপর ১৮ শতাংশ জিএসটি প্রত্যাহার করতে হবে। আমাদের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্য়ায় বিষয়টিকে সারা দেশের কাছে তুলে ধরেছেন। নির্মলা সীতারমনকে হাউসে আসতে হবে। আর আমরা বলতে গেলেই মাইক বন্ধ করে দিচ্ছে। দুবার হল এরকম। তবে আমরা ওয়েলে নেমে এসেছি। আমাদের স্পষ্ট দাবি, জীবন বিমার প্রিমিয়াম ও ওষুধের মূল্যের উপর জিএসটি প্রত্যাহার করার ব্যাপারে নিশ্চয়তা দিতে হবে। এই সিদ্ধান্তকে প্রত্যাহার করতে হবে। এই নিয়ে যতদূর যাওয়া সম্ভব ততদূর যাব।”

Related articles

যোগীরাজ্যের পাঠ্যপুস্তকে বাদ কেন রবীন্দ্রনাথকে? সাংসদ ঋতব্রতর প্রশ্নে অস্বস্তিতে কেন্দ্র

উত্তরপ্রদেশের দ্বাদশ শ্রেণির পাঠ্যপুস্তক থেকে রবীন্দ্রনাথ ঠাকুরকে কি বাদ দেওয়া হয়েছে? তৃণমূলের রাজ্যসভার সাংসদ ঋতব্রত বন্দ্যোপাধ্যায়ের প্রশ্নে স্পষ্টতই...

প্রয়াত সিপিএম নেতা-প্রাক্তন মন্ত্রী দীনেশচন্দ্র ডাকুয়া

প্রয়াত সিপিএমের বর্ষীয়ান নেতা দীনেশচন্দ্র ডাকুয়া। বুধবার এনআরএস হাসপাতালে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন তিনি। বয়স হয়েছিল ৯৫ বছর।...

উপাচার্য নিয়োগের ইন্টারভিউয়ে ডাক মেলেনি! শীর্ষ আদালতে শান্তা দত্ত 

স্থায়ী উপাচার্য নিয়োগের ইন্টারভিউ পর্বে ডাক পাননি কলকাতা বিশ্ববিদ্যালয়ের অন্তর্বর্তী উপাচার্য শান্তা দত্ত। যোগ্য হয়েও তাঁকে সুযোগ দেওয়া...

১৫ দিনেই রেকর্ড সাফল্য! রাজ্যে সাড়া ফেলল ‘আমাদের পাড়া আমাদের সমাধান’ কর্মসূচি

মাত্র পনেরো দিনেই নজির গড়ল মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের নতুন কর্মসূচি, ‘আমাদের পাড়া আমাদের সমাধান’। রাজ্যের মানুষের হাতে উন্নয়নের...
Exit mobile version