Thursday, November 13, 2025

আন্দোলনকারীদের সঙ্গে বৈঠকে বসবে আওয়ামী লিগ: জরুরি বৈঠকে নির্দেশ শেখ হাসিনার

Date:

বাংলাদেশে সংরক্ষণ বিরোধী আন্দোলনে সাময়িক বিরতি হলেও, ফের বিভিন্ন জায়গায় বিক্ষোভ হচ্ছে। তবে, আন্দোলনে ছাত্রদের প্রতি সহনশীল থাকার নিদের্শ দিয়েছেন আওয়ামী লিগের (Awami League) সভানেত্রী তথা বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনা (Shekh Hasina)। একই সঙ্গে তাঁর দলের তিন সদস্যের টিমকে আন্দোলনকারী ছাত্রদের প্রতিনিধিদের সঙ্গে বৈঠকে বসার নির্দেশ দিয়েছেন আওয়ামী লিগের সভানেত্রী।

বাংলাদেশে কোটা বিরোধী আন্দোলনে কমপক্ষে ২৭২ জনের মৃত্যু হয়েছে। পরিস্থিতি নিয়ন্ত্রণে সেনা নামায় হাসিনা সরকার। জারি হয় কার্ফু। বন্ধ থাকে ইন্টারনেট। এই পরিস্থিতিতে সেদেশের সুপ্রিম কোর্ট কোটা বিন্যাসে পরিবর্তন ঘটনায় সাময়িক আন্দোলন বন্ধ হয়। ছন্দে ফের বাংলাদেশ। কিন্তু ফের অশান্তির খবর মিলছে। এই পরিস্থিতিতে শুক্রবার রাতে গণভবনে আওয়ামী লিগের শীর্ষ নেতৃত্বের সঙ্গে জরুরি বৈঠকে বসেন হাসিনা (Shekh Hasina)। সেখানেই তিনি নির্দেশ দেন, ছাত্রদের প্রতি সহনশীল থাকতে হবে। এর পাশাপাশি, আন্দোলনের প্রতিনিধিদের সঙ্গে আলোচনায় বসারও নির্দেশ দিয়েছেন আওয়ামী লিগের সভানেত্রী। এই জন্য তিনি তিন সদস্যের কমিটি গড়ে দেন। সেখানে রয়েছেন, অ্যাডভোকেট জাহাঙ্গীর কবির নানক, যুগ্ম-সাধারণ সম্পাদক মেহবুব-উল আলম হানিফ ও কৃষিবিদ বাহাউদ্দিন নাছিম। আওয়ামী লিগ নেতৃত্বাধীন ১৪ দলীয় জোটের সামনের সারির নেতাদের নিয়ে টিম গঠন করে আন্দোলনকারীদের সঙ্গে কথা বলবেন তাঁরা।

বৈঠকে সতর্ক করা হয়, তৃতীয়পক্ষ আন্দোলনকারী ছাত্রদের ব্যবহার করে সুবিধা আদায় করার চেষ্টা করবে। কিন্তু হাসিনার নির্দেশ, সবাইকে ধৈর্য ধরতে হবে। দলের কেউ যেন ছাত্রদের প্রতি অন্যায় না করে সেজন্য সতর্ক থাকার নিদের্শ দেন আওয়ামী লিগের সভানেত্রী। একই সঙ্গে এলাকায় সতর্ক থাকার পরামার্শ দেন তিনি।






Related articles

“রিচার নামে স্টেডিয়াম ইতিহাস হয়ে থাকবে”, উচ্ছ্বসিত ঝুলন

শিলিগুড়িতে রিচা ঘোষের(Richa Ghosh)  নামে স্টেডিয়াম হচ্ছে শিলিগুড়িতে। কিছুদিন আগে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের ঘোষণা করেছেন বিশ্বকাপজয়ী ক্রিকেটারের নামে...

‘হাঁটি হাঁটি পা পা’-র ট্রেলার-পোস্টার লঞ্চে ‘বাবা-মেয়ে’র রসায়নে চিরঞ্জিৎ-রুক্মিণী

অর্ণব মিদ্যার ছবি 'হাঁটি হাঁটি পা পা'-র ট্রেলার ও পোস্টার লঞ্চের জমজমাট অনুষ্ঠান হল ফ্লোটেলে। বৃদ্ধ বাবা ও...

লক্ষ্য ২০২৭! ২৫ নভেম্বর শুরু ঘাটাল মাস্টারপ্ল্যানের দ্বিতীয় পর্যায়ের কাজ

ঘাটাল মাস্টারপ্ল্যান প্রকল্পের দ্বিতীয় পর্যায়ের কাজ শুরু হচ্ছে আগামী ২৫ নভেম্বর থেকে। রাজ্যের সেচ ও জলপথ মন্ত্রী মানস...

রাজ্যের সমবায় ব্যাঙ্কে স্বচ্ছতা আনতে চালু অনলাইন অডিট ব্যবস্থা

রাজ্যের সমবায় ব্যাঙ্কগুলির আর্থিক লেনদেনে স্বচ্ছতা আনতে বড় পদক্ষেপ নিল রাজ্য সরকার। এ বার থেকে সমস্ত সমবায় সমিতি...
Exit mobile version