Tuesday, August 26, 2025

আন্দোলনকারীদের সঙ্গে বৈঠকে বসবে আওয়ামী লিগ: জরুরি বৈঠকে নির্দেশ শেখ হাসিনার

Date:

বাংলাদেশে সংরক্ষণ বিরোধী আন্দোলনে সাময়িক বিরতি হলেও, ফের বিভিন্ন জায়গায় বিক্ষোভ হচ্ছে। তবে, আন্দোলনে ছাত্রদের প্রতি সহনশীল থাকার নিদের্শ দিয়েছেন আওয়ামী লিগের (Awami League) সভানেত্রী তথা বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনা (Shekh Hasina)। একই সঙ্গে তাঁর দলের তিন সদস্যের টিমকে আন্দোলনকারী ছাত্রদের প্রতিনিধিদের সঙ্গে বৈঠকে বসার নির্দেশ দিয়েছেন আওয়ামী লিগের সভানেত্রী।

বাংলাদেশে কোটা বিরোধী আন্দোলনে কমপক্ষে ২৭২ জনের মৃত্যু হয়েছে। পরিস্থিতি নিয়ন্ত্রণে সেনা নামায় হাসিনা সরকার। জারি হয় কার্ফু। বন্ধ থাকে ইন্টারনেট। এই পরিস্থিতিতে সেদেশের সুপ্রিম কোর্ট কোটা বিন্যাসে পরিবর্তন ঘটনায় সাময়িক আন্দোলন বন্ধ হয়। ছন্দে ফের বাংলাদেশ। কিন্তু ফের অশান্তির খবর মিলছে। এই পরিস্থিতিতে শুক্রবার রাতে গণভবনে আওয়ামী লিগের শীর্ষ নেতৃত্বের সঙ্গে জরুরি বৈঠকে বসেন হাসিনা (Shekh Hasina)। সেখানেই তিনি নির্দেশ দেন, ছাত্রদের প্রতি সহনশীল থাকতে হবে। এর পাশাপাশি, আন্দোলনের প্রতিনিধিদের সঙ্গে আলোচনায় বসারও নির্দেশ দিয়েছেন আওয়ামী লিগের সভানেত্রী। এই জন্য তিনি তিন সদস্যের কমিটি গড়ে দেন। সেখানে রয়েছেন, অ্যাডভোকেট জাহাঙ্গীর কবির নানক, যুগ্ম-সাধারণ সম্পাদক মেহবুব-উল আলম হানিফ ও কৃষিবিদ বাহাউদ্দিন নাছিম। আওয়ামী লিগ নেতৃত্বাধীন ১৪ দলীয় জোটের সামনের সারির নেতাদের নিয়ে টিম গঠন করে আন্দোলনকারীদের সঙ্গে কথা বলবেন তাঁরা।

বৈঠকে সতর্ক করা হয়, তৃতীয়পক্ষ আন্দোলনকারী ছাত্রদের ব্যবহার করে সুবিধা আদায় করার চেষ্টা করবে। কিন্তু হাসিনার নির্দেশ, সবাইকে ধৈর্য ধরতে হবে। দলের কেউ যেন ছাত্রদের প্রতি অন্যায় না করে সেজন্য সতর্ক থাকার নিদের্শ দেন আওয়ামী লিগের সভানেত্রী। একই সঙ্গে এলাকায় সতর্ক থাকার পরামার্শ দেন তিনি।






Related articles

দুর্গাপুজোর আগে রাজ্যে ডেঙ্গি-উদ্বেগ! টানা বৃষ্টিতে বাড়ছে আশঙ্কা 

দুর্গোৎসবের মুখে একদিকে নিম্নচাপের জেরে টানা বৃষ্টি, অন্যদিকে ডেঙ্গি সংক্রমণ রাজ্যবাসীর কপালে ভাঁজ বাড়াচ্ছে। জুলাইয়ের শেষ দিক থেকে...

মহিলা স্বনির্ভর গোষ্ঠীর স্টলে হঠাৎ মুখ্যমন্ত্রী! কিনলেন শাড়ি 

বর্ধমানে প্রশাসনিক সভায় এসে হঠাৎ স্বনির্ভর গোষ্ঠীর স্টলে হাজির মুখ্যমন্ত্রী। শুধু মহিলাদের হাতের কাজই ঘুরে দেখলেন না, কেনাকাটাও...

ধনধান্যে ভরে, মা এসেছে ঘরে: মুখ্যমন্ত্রীর লেখা-সুরে গান এবার দুর্গাপুজোয়

বাংলা ও বাঙালির বড় উৎসব আর পুজোর গান— এক অপূর্ব মেলবন্ধন। এখন দুর্গাপুজোয় মণ্ডপে মণ্ডপে বাজে মুখ্যমন্ত্রীর লেখা...

প্রধানমন্ত্রী বাংলা ছাড়তেই জীবনকৃষ্ণের গ্রেফতারি তৃণমূলকে অপদস্থ করার চক্রান্ত, তোপ কুণালের      

ইডির (ED) হাতে জীবনকৃষ্ণ সাহার (Jiban Krishna Saha) গ্রেফতারি আসলে তৃণমূল কংগ্রেসকে (TMC) অপদস্থ করার চক্রান্ত। প্রধানমন্ত্রী বাংলায়...
Exit mobile version