Sunday, August 24, 2025

পুজোর হোর্ডিংয়ে ঢাকা পড়ে সিসি ক্যামেরা, এবার আগেভাগে পদক্ষেপ লালবাজারের

Date:

দুর্গাপূজাকে (Durga Pujo) কেন্দ্র করে কলকাতা শহরে জনপ্লাবন হয়। ফলে কলকাতা পুলিশের কাছে পুজোর দিনগুলিতে নিরাপত্তা সুনিশ্চিত করা প্রতিবছরই একটা বড়সড় চ্যালেঞ্জ হয়ে দাঁড়ায়। এবং সেক্ষেত্রে লেটার মার্কস নিয়েই পাস করে পুলিশ। এবছরও দু’মাস আগে থেকেই পুজো নিয়ে তৎপরতা শুরু করে দিল লালবাজার। সূত্রের খবর, পুজোর সময়ে শহর জুড়ে বিভিন্ন সংস্থা নিজেদের প্রচারে হোর্ডিং লাগায়। সেগুলির জন্য যাতে ট্র্যাফিক সিগন্যাল বা সিসি ক্যামেরার নজরদারি আটকে না যায়, তা দেখার নির্দেশ দেওয়া হয়েছে কলকাতা পুলিশের সমস্ত ট্র্যাফিক গার্ডকে।

পুজোর (Durga Pujo) সময় নিরাপত্তার নজরদারিতে সিসিটিভি একটা বড় ভূমিকা পালন করে। পুজোর আগে থেকেই শহর জুড়ে বিভিন্ন সংস্থার বিজ্ঞাপনী হোর্ডিং লাগানো শুরু হয়ে যায়। অভিযোগ, পরিকল্পনাহীন ভাবে সেগুলি লাগানোর ফলে অনেক ক্ষেত্রেই ট্রাফিক সিগন্যাল ও সিসিটিভি আড়াল হয়ে যায়। পুলিশের নজরদারিতে বাঘ্যাত ঘটে। গাড়ির চালকরাও সমস্যার সম্মুখীন হয়ে থাকেন।

এ বার তাই আগেভাগেই বিষয়টি দেখার জন্য নির্দেশ দেওয়া হয়েছে লালবাজারের তরফে। এর সঙ্গেই বিভিন্ন ট্র্যাফিক গার্ড এলাকায় কোথায় রাস্তার পরিস্থিতি খারাপ, তা জানানোর জন্য বলা হয়েছে। পুজোর আগে কোনও রাস্তায় আলোর দরকার রয়েছে কিনা, তা-ও জানাতে বলা হয়েছে।

আরও পড়ুন:রাজ্যকে না জানিয়ে জল ছেড়েছে DVC, একাধিক জেলায় প্লাবনের আশঙ্কা: নজর রাখছেন মুখ্যমন্ত্রী

 

Related articles

পরিযায়ী শ্রমিকদের জন্য ‘শ্রমশ্রী’ প্রকল্পে নাম নথিভুক্তি শুরু

পরিযায়ী শ্রমিকদের সুবিধার্থে এবার আরও এক পদক্ষেপ রাজ্য সরকারের। ‘আমাদের পাড়া আমাদের সমাধান’ কর্মসূচির আওতায় দুয়ারে সরকার শিবিরেও...

‘নিখুঁত ভুলগুলি’, উৎপল সিনহার কলম

একটা দুঃখের কথা পথে ও বিপথে ঘুরে প্রত্যাখ্যাত হতে হতে গান হয়ে ওঠে ...একটি দুঃখের কথা পথে ও বিপথে ঘুরে প্রত্যাখ্যাত হতে হতে গান...

ষোলতেই ১৩০ কেজি! ছেলের খাবার জোগাতেই নাজেহাল বাবা-মা

মুর্শিদাবাদ জেলার সাগরদিঘি থানার কাবিলপুর পঞ্চায়েতের মথুরাপুর গ্রাম। এখানেই থাকেন দিনমজুর মুনশাদ আলি। তাঁর ছোট ছেলে জিশান আলি...

কবে থেকে শুরু জয়েন্টের কাউন্সেলিং? দিনক্ষণ জানিয়ে দিল বোর্ড

ফলপ্রকাশের পর এবার ১৫ দিনের মধ্যেই কাউন্সেলিং প্রক্রিয়া তথা ভর্তি প্রক্রিয়া শেষ করবে জয়েন্ট এন্ট্রান্স বোর্ড। এবার কাউন্সেলিং...
Exit mobile version