Friday, August 22, 2025

বিপাকে ‘বঙ্গটিভি’! কুণালের বিরুদ্ধে সব আপত্তিকর ভিডিও সরানোর নির্দেশ কেন্দ্রের গ্রিভেন্স সেলের

Date:

তৃণমূল নেতা তথা প্রাক্তন সাংসদ কুণাল ঘোষ (Kunal Ghosh) সম্পর্কে মানহানিকর ‘ভিডিও’ প্রকাশ করে বিপাকে ‘বঙ্গটিভি’। শনিবার, ইউটিউব (YouTube) চ্যানেলের ইউটিউব-ফেসবুক পেজ থেকে কুণালের বিরুদ্ধে সব আপত্তিকর ভিডিও সরানোর নির্দেশ দিয়েছে কেন্দ্রের গ্রিভেন্স সেল। কুণালের আইনজীবী অয়ন চক্রবর্তী (Ayan Chakraborty) জানান, সম্প্রতি কুণাল ঘোষকে নিয়ে মানহানিকর ভিডিও প্রকাশ করে বঙ্গটিভি। এনিয়ে কেন্দ্রের গ্রিভেন্স সেল অর্থাৎ সেন্ট্রালাইজড পাবলিক গ্রিভেন্স রিড্রেস অ্যান্ড মনিটরিং সিস্টেমে অভিযোগ জানান কুণাল। সেই অভিযোগের প্রেক্ষিতে সংশ্লিষ্ট ইউটিউব চ্যানেল থেকে কুণাল ঘোষ সম্পর্কে আপত্তিকর ভিডিও সরানোর নির্দেশ দিয়েছে গ্রিভেন্স সেল।‘বঙ্গটিভি’ কুণাল ঘোষের (Kunal Ghosh) ছবি ব্যবহার করে তীব্র অপমানজনক ভাষায় কুৎসা করেন সঞ্চালিকা। শুধু ব্যক্তিগত আক্রমণই নয়, একাধিক অবমাননাকর মন্তব্যের পাশাপাশি তৃণমূল নেতার পরিবার সম্পর্কেও একাধিক আপত্তিকর কথা বলেন। এর বিষয়ে অভিযোগ করেন কুণাল। আইনজীবী অয়ন চক্রবর্তী জানান, এনিয়ে কেন্দ্রের গ্রিভেন্স সেল অভিযোগ জানান তাঁর মক্কেল। সেই অভিযোগের প্রেক্ষিতে সংশ্লিষ্ট ইউটিউব চ্যানেল থেকে কুণাল সম্পর্কে আপত্তিকর ভিডিও সরানোর নির্দেশ দিয়েছে গ্রিভেন্স সেল।

অয়ন জানান, প্রতিবেদনে কুণালের নাম বিকৃত করে, শিক্ষাগত যোগ্যতা, কাজের যোগ্যতা নিয়ে প্রশ্ন তুলে অবমাননাকর মন্তব্য করেন বঙ্গটিভির সঞ্চালিকা। যা নিয়ে কেন্দ্রের গ্রিভেন্স সেল কুণাল ঘোষ সম্পর্কে আপত্তিকর ভিডিও সরানোর নির্দেশ দিয়েছে। দ্রুত এই নির্দেশ কার্যকর করতে হবে।






Related articles

গৃহস্থের বাড়িতে চুরির দায়ে ধৃত বিজেপি মণ্ডল সভাপতির ভাই সহ ৪ 

বাড়িতে কেউ না থাকার সুযোগ এক গৃহস্থের বাড়িতে চুরি ও লুটপাটের ঘটনায় পুলিশের জালে বিজেপির মণ্ডল সভাপতির ভাই-সহ...

সোনা জয়ী অভিনবকে শুভেচ্ছা মুখ্যমন্ত্রীর

এশিয়ান শুটিং চ্যাম্পিয়নশিপ জুনিয়র (Asian Shooting Championship) এয়ার রাইফেল বিভাগে বাংলার অভিনব সাউয়ের (Abhinaba Shaw)। তাঁর এই সাফল্যই...

পুজোর আগে রাজ্য পুলিশের শীর্ষস্তরে রদবদল! পরিবর্তন হল ৬ জেলার এসপি-ডিসি

পুজোর মুখে রাজ্য পুলিশের শীর্ষ পদে বড়সড় রদবদল করল নবান্ন। বৃহস্পতিবার এক বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, একাধিক জেলায় পুলিশ...

‘নোরা ফাতেহি’ হতে হবে! স্ত্রীকে জোর করে শরীরচর্চা করিয়ে গর্ভপাত শিক্ষকের

যোগীরাজ্যে স্কুলশিক্ষকের ফ্যান্টাসির চূড়ান্ত নমুনা! স্ত্রীকে হতে হবে রোগা ছিপছিপে চেহারার। আর সেই চেহারা বানাতে গিয়েই স্বামীর নির্মম...
Exit mobile version